1000+ Indian Economy GK MCQ in Bengali | PDF Download | ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর
Indian Economics MCQ in Bengali – Set 1
1. 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) শ্যামাপ্রসাদ মুখার্জী
(C) জওহরলাল নেহেরু
(D) গােবিন্দ বল্লভ পন্থ
2. 1948 সালের শিল্পনীতির মূল ভিত্তি ছিল ভারতে প্রতিষ্ঠিত করা—
(A) সমাজতান্ত্রিক অর্থনীতি
(B) ক্যাপিটালিস্টিক অর্থনীতি
(C) মিশ্র ও নিয়ন্ত্রিত অর্থনীতি
(D) এদের মধ্যে কোনােটিই নয়।
3. ভারতের দ্বিতীয় শিল্পনীতি হয়েছিল—
(A) 1956
(B) 1949
(C) 1955
(D) 1957
4. নতুন শিল্পনীতি ঘােষিত হয়েছিল কোন্ সালে?
(A) 1990
(B) 1991
(C) 1992
(D) 1993
5. 1951 সালের শিল্পনীতিতে কয়টি ক্ষেত্রকে কয় প্রকার শিল্পের জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা হয়?
(A) 4
(B) 3
(C) 6
(D) 5
6. ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি কবে ঘােষিত হয়?
(A) 1991 সালের 6 জুলাই
(B) 1991 সালের 6 আগস্ট
(C) 1991 সালের 6 সেপ্টেম্বর
(D) 1991 সালের 6 অক্টোবর
7. শিল্পোৎপাদনের সূচকের ভিত্তিবছর 1993-94 এর বদলে কী করার কথা সরকার বলেছেন?
(A) 1999–2000
(B) 1998-1999
(C) 2000-2001
(D) 2001-2002
8. আবিদ হুসেন কমিটির পরামর্শক্রমে সরকার ক্ষুদ্র শিল্পক্ষেত্রে (Tiny units) কত বিনিয়ােগের মাত্রা (limit) ধার্য করেন?
(A) 24 লক্ষ
(B) 20 লক্ষ
(C) 25 লক্ষ
(D) 30 লক্ষ
9. ক্ষুদ্র ও মধ্য শিল্প ইউনিট উন্নয়ন আইন (Small and Medium Enterprise Development Act) কার্যকরী হয়?
(A) 2006, 2রা অক্টোবর
(B) 2005, 2রা অক্টোবর
(C) 2007, 2রা অক্টোবর
(D) 2004, 2রা অক্টোবর
10. বর্তমানে কয়টি দ্রব্য শুধুমাত্র ক্ষুদ্র শিল্পক্ষেত্রের জন্য সংরক্ষিত রয়েছে?
(A) 113
(B) 114
(C) 115
(D) 16
11. ক্ষুদ্র শিল্পক্ষেত্রের (SSL Small Scale Industries) তৃতীয় সমীক্ষা করা হয়েছিল?
(A) 2002 (নভেম্বর) – 2003 (এপ্রিল)
(B) 2001 (নভেম্বর) – 2002 (এপ্রিল)
(C) 2003 (নভেম্বর) – 2004 (এপ্রিল)
(D) কোনােটিই নয়।
12. মীরা শেঠ কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল?
(A) ইস্পাত
(B) রেলওয়ে
(C) ব্যাঙ্কিং
(D) তাঁত
13. জাতীয় বস্ত্র নীতি (National Textile Policy) কত সালে ঘােষিত হয়েছিল?
(A) 2000 সালে
(B) 2001 সালে
(C) 2002 সালে
(D) 1999 সালে
14. রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বীমা যােজনা (Rajiv Gandhi Shilpi Swastha Bima Yojana) কাদের জন্য চালু হয়?
(A) অভিনেতা ও অভিনেত্রীদের জন্য
(B) কবিতা আবৃত্তিকারদের জন্য
(C) নাট্যকারদের জন্য
(D) কারিগর ও মিস্ত্রী ও তাদের পরিবারের জন্য
15. সেল কত সালে স্থাপন করা হয় ?
(A) 1974 সালে
(B) 1975 সালে
(C) 1980 সালে
(D) 1981 সালে
16. সিমেন্ট উৎপাদন ভারতের প্রথম কোথায় শুরু হয়?
(A) মাদ্রাজ (চেন্নাই)
(B) বম্বে (মুম্বাই)
(C) জামশেদপুর
(D) বিশাখাপত্তনম
17. ONGC-র কোন শাখা বিদেশে কাজ করে?
(A) OVL ONGC বিদেশ লিমিটেড
(B) ONGC ইন্টারন্যাশনাল লিমিটেড
(C) ONGC আদার কান্টি লিমিটেড
(D) কোনােটিই নয়
18. গােস্বামী কমিটি কীসের উপর সুপারিশ করে?
(A) শিল্পের উৎপাদনশীলতা
(B) শিল্পের লাইসেন্স নীতি
(C) শিল্পে বিনিয়ােগ
(D) রুগ্ন শিল্পক্ষেত্র
19. বর্তমানে নবরত্ন কোম্পানীর সংখ্যা কত?
(A) 12
(B) 13
(C) 14
(D) 18
20. MRTP Act কত সালে হয়েছিল?
(A) 1969
(B) 1970
(C) 1971
(D) 1972
Indian Economics MCQ in Bengali – Set 2
21. 1982 সালকে ইন্দিরা গান্ধী কোন বছর বলে ঘােষণা করেন?
(A) উৎপাদনক্ষেত্রের বছর
(B) উৎপাদনের বছর
(C) উৎপাদনশীলতার বছর
(D) বিনিয়ােগের বছর
22. MRTP Act কার্যকরী হয় কত সালে?
(A) 1969
(B) 1970
(C) 1971
(D) 1972
23. বিদেশী মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা FERA কত সালে হয় ?
(A) 1973
(B) 1974
(C) 1975
(D) 1976
24. প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়?
(A) 1965
(B) 1975
(C) 1976
(D) 1966
25. দ্বিতীয় জাতীয় শ্রম কমিশনের চেয়ারম্যান ছিলেন ?
(A) রবীন্দ্র সাক্সেনা
(B) রবীন্দ্র জাদেজা
(C) রবীন্দ্র ভার্মা
(D) রবীন্দ্র সানা
26. প্রতিযােগিতা আইন কত সালে হয়েছিল ?
(A) 2002
(B) 2003
(C) 2006
(D) 2007
27. 1956 সালের কোম্পানী আইন কত সালে সংশােধিত হয় ?
(A) 2002
(B) 2003
(C) 2004
(D) 2005
28. বিনিয়ােগ হ্রাসের (Disinvestment) সরকারী নীতি কত সালে শুরু হয় ?
(A) 1991-92
(B) 1992-93
(C) 1991-82
(D) 1982-83
29. 1951 সালে শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনের (Industries Development and Regulation) Act) অধীনে শিল্পের লাইসেন্সিং-এর কার্যকারিতাকে পর্যালােচনা করেন
(A) ড. আর. কে. হাজারি
(B) ড. এস. কে. হাজারি
(C) ড. আর. ভি. হাজারি
(D) ড. আর. এম. হাজারি
30. সুবিমল দত্ত কমিটি কোন বিষয়ে তাদের রিপাের্ট জমা দেন ?
(A) শিল্পের উৎপাদনশীলতা নিয়ে তদন্ত করেন
(B) আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্পের উত্তরণ বা প্রতিযােগিতানিয়ে তদন্ত করেন
(C) শিল্পে লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করেন
(D) শিল্পে বিনিয়ােগ বৃদ্ধি নিয়ে তদন্ত করেন
31. নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোন বছরে শিল্পক্ষেত্রে সবচেয়ে কম গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে?
(A) 1979-80
(B) 1966-67
(C) 1990-91
(D) 1998-99
32. নিম্নলিখিত কোন পরিকল্পনাকালে বার্ষিক গড় শিল্পোৎপাদন বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল?
(A) চতুর্থ
(B) নবম
(C) দশম
(D) তৃতীয়
33. একাদশতম পরিকল্পনায় (2007–12) কৃষিক্ষেত্রে বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছে-
(A) 3%
(B) 3.5%
(C) 4%
(D) 4.5%
34. 2003 সালের এপ্রিল মাসে গঠিত দামস্থিরীকরণ প্রকল্পে (PSFS Price Stabilization Fund Scheme) নিম্নলিখিত কোন দ্রব্যের অন্তর্ভুক্তি রয়েছে?
(A) চা
(B) ধান
(C) দুধ
(D) আখ
35. রবিশস্যের সময়কাল কখন?
(A) জুলাই থেকে অক্টোবর
(B) অক্টোবর থেকে মার্চ
(C) মার্চ থেকে জুন
(D) জুন থেকে সেপ্টেম্বর
36. জাতীয় হটিকালচার মিশন (NHM-National Horticulture Mission) কত সালে চালু হয়?
(A) 2004-05
(B) 2005-06
(C) 2006-07
(D) 2007-08
37. ভারতে মাঝারিমানের জমি ধারণের পরিমাণ কত ? (Medium holdings)
(A) 4-6 হেক্টর
(B) 6-10 হেক্টর
(C) 10-12 হেক্টর
(D) 4-10 হেক্টর
38. গােল বিপ্লব কোন্ দ্রব্যের সঙ্গে যুক্ত?
(A) পেঁয়াজ
(B) আলু
(C) ডিম
(D) আম
39. সবুজ বিপ্লব (Green Revolution) শব্দটি কে চালু করেন ?
(A) ড. উইলিয়াম গান্ডে
(B) নরম্যান বরলগ
(C) ড. এম. এস. স্বামীনাথন
(D) আইয়ার
40. চিরসবুজ বিপ্লবে (Evergreen Revolution) খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত স্থির হয়েছে?
(A) 300 মিলিয়ন টন
(B) 320 মিলিয়ন টন
(C) 420 মিলিয়ন টন
(D) 500 মিলিয়ন টন
Indian Economics MCQ in Bengali – Set 3
41. পৃথিবীতে প্রথম কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়?
(A) ভিয়েনা 1834
(B) এলসেস (Ellses) 1834
(C) প্রাগ 1840
(D) বেজিং 1840
42. পৃথিবীর কৃষি গবেষণা কেন্দ্র কে স্থাপন করেন?
(A) জি. বি. বসিংগল্ট (G. B. Bosingault)
(B) জে. ভি. বসিংগল্ট (J. V. Bosingault)
(C) নরম্যান হিউম্যান (Norman Human)
(D) নরম্যান বলগ (Noriman Borlaug)
43. অপারেশান ফ্লাড (Operation Flood) কোন্ বিপ্লবের সঙ্গে যুক্ত?
(A) শ্বেত বিপ্লব (দুধ)
(B) নীল বিপ্লব (মাছ)
(C) সােনালী বিপ্লব (আপেল/ফল)
(D) লাল বিপ্লব (টম্যাটো/মাংস)
44. বিশ্বের সর্বোচ্চ সার প্রস্তুতকারক দেশ কোনটি ?
(A) আমেরিকা যুক্তরাষ্ট
(B) ভারত
(C) সােভিয়েত ইউনিয়ন
(D) চীন
45. হলুদ বিপ্লবের (Yellow Revolution-Oilseeds) জনক কে?
(A) সমীর আয়েঙ্গার
(A) এস. কস্তুরীরঙ্গন
(C) শ্যাম পিত্রোদা
(D) জে. সি. বসু
46. ভারতের ক্ষেত্রে নাইট্রোজেন (N), ফসফেট (P), পটাশ (K) এর অনুপাত কত নির্ধারণ করা হয়েছে?
(A) 4 : 2 : 1
(B) 1 : 2 : 4
(C) 1 : 4 : 2
(D) 4 : 1 : 2
47. জলসেচের নতুন প্রকল্পে বৃহৎ জলসেচের ক্ষেত্রে (Major irrigation Scheme) জমির পরিমাণ কত হয় ?
(A) 6000 হেক্টর
(B) 6000—10000 হেক্টর
(C) 10000 হেক্টরের বেশি
(D) 3000 হেক্টর
48. জাতীয় আয় পরিমাপ করার কটি পদ্ধতি আছে ?
(A) দুই
(B) তিন
(C) চার
(D) পাঁচ
49. জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হার ভারতে কোন্ বছরে সর্বনিম্ন ছিল ?
(A) 1965-66
(B) 1972-73
(C) 1979–80
(D) 1900—91
50. ভারতবর্ষে বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন্ সংস্থা?
(A) CSO
(B) ISI
(C) NSSO
(D) NSO
51. ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন?
(A) লর্ড মিন্টো
(B) জওহরলাল নেহরু
(C) দাদাভাই নৌরজী
(D) জামসেদজী টাটা
52. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি জাতীয় আয় ?
(A) GNP
(B) GDP
(C) NNP
(D) NDP
53. জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কে আবিষ্কার করেন ?
(A) সাইমন কুজনেট
(B) গিনি
(C) পি. সি. মহলানবিশ
(D) ডেভিড রিকার্ডো
54. 2004–05 সালের জন্য NSSO-এর রিপাের্টে ভারতের কত শতাংশ মানুষ গড়ে প্রতিদিন 14 টাকারও কম ব্যয় করে?
(A) 21
(B) 20
(C) 30
(D) 31
55. 23শে এপ্রিল, 2002 সালে ভারতের প্রথম মানব উন্নয়ন FECC6 (National Human Development Report) রাজ্যগুলির অবস্থা নির্ধারণ করা হয়েছে কোন্ বছরের জন্য?
(A) 1980 – 2001
(B) 1991 – 2001
(C) 1981- 2001
(D) 1980 – 2000
56. 2002-এর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রকাশিত \’জাতীয় মানব উন্নয়ন রিপাের্টের নিরীখে’ নিম্নের কোন্ রাজ্য সর্বোচ্চ স্থান দখল করেছে?
(A) গােয়া
(B) দিল্লি
(C) কেরল
(D) তামিলনাড়ু
57. 2004–05 সালের পরিসংখ্যা অনুসারে ভারতের কোন্ রাজ্যে দারিদ্র্যের হার সবচেয়ে কম?
(A) পাঞ্জাব
(B) কেরল
(C) পশ্চিমবঙ্গ
(D) জম্মু ও কাশ্মীর
58. 2004–05 সালের পরিসংখ্যা অনুসারে ভারতবর্ষের কোন্ রাজ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
(A) উত্তরাখণ্ড
(B) ওড়িশা
(C) ঝাড়খণ্ড
(D) মধ্যপ্রদেশ
59. প্রতিদিন মানুষপ্রতি কত ক্যালােরি গ্রহণকে দারিদ্র্যের রেখা ধরা হয় ?
(A) 2300
(B) 2350
(C) 2250
(D) 2200
60. 2004–05-এর সংখ্যা অনুসারে পশ্চিমবঙ্গে গ্রামের দিকে মানুষপ্রতি মাসিক কত টাকা উপার্জনকে দারিদ্র্যের রেখা হিসাবে ধরা হয় ?
(A) 382.82
(B) 392.92
(C) 402
(D) 378.72
Indian Economics MCQ in Bengali – Set 4
61. মুদ্রার বাজারে পূর্ণতা প্রাপ্তির সময় (Maturity in money Market) কত ?
(A) বছর বা তার কম
(B) 5 বছরের বেশি
(C) 1 বছরে বেশি
(D) 5 বছরের কম
62. কল মানি মার্কেটে একদিনের জন্য অর্থ ধার হলে তাকে বলে-
(A) কল ওভারনাইট মানি
(B) কল টুডে মানি
(C) কল ওয়ানডে মানি
(D) কল নােটিশ মানি
63. ভারতে মূলতঃ কত ধরনের ট্রেজারী বিল ?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
64. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক ট্রেজারী বিল ?
(A) 367 দিনের ট্রেজারী বিল
(B) 365 দিনের ট্রেজারী বিল
(C) 368 দিনের ট্রোজারী বিল
(D) 361 দিনের ট্রেজারী বিল
65. জমা দেওয়ার সার্টিফিকেটের (CD-Certificate of Deposit) ওপর যে দাম লেখা থাকে তাকে বলে-
(A) ফেস ভ্যালু (Face Value)
(B) ফ্রন্ট ভ্যালু (Front Value)
(C) ফিক্সড ভ্যালু (Fixed Value)
(D) ফেজ ভ্যালু (Fase Value)
66. নগদ জমার অনুপাত (CRR) বেড়ে গেলে বাজারে অর্থের যােগান-
(A) বেড়ে যায়
(B) কমে যায়
(C) একই থাকে
(D) প্রথমে কমে পরে বাড়ে
67. ব্যাঙ্কের হার হল—
(A) বাণিজ্যিক ব্যাঙ্ক যে হারে সাধারণ মানুষকে ঋণ দেয়
(B) নগদ জমার ওপর সুদের হার
(C) RBI যে হারে বাণিজ্যিক ব্যাঙ্ককে অর্থ ধার দেয়
(D) কোনােটিই নয়
68. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুদ্রার বাজারকে নিয়ন্ত্রণ করে?
(A) সােয়াপস (Swaps)
(B) সােয়ানস (Swans)
(C) সােয়ামস (Swams)
(D) সােয়ালস (Swals)
69. নিধিস প্রধানতঃ ভারতের কোন অঞ্চলে দেখা যায় ?
(A) উত্তর ভারত
(B) দক্ষিণ ভারত
(C) পূর্বভারত
(D) পশ্চিম ভারত
70. সিকিউরিটিজ কন্ট্রাক্ট নিয়ন্ত্রণ আইন [Securities Contracts Regulation) Act] কত সালে হয়েছিল?
(A) 1955
(B) 1956
(C) 1957
(D) 1960
71. ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোটি ?
(A) NSE
(B) BSE
(C) DOLLEX
(D) CSE
72. ইনসাইডার ট্রেডিং নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
(A) ব্যাঙ্কিং
(B) স্টক মার্কেট
(C) সফটওয়্যার মার্কেট
(D) কোনােটিই নয়
73. ভারতের সবচেয়ে পুরােনাে স্টক এক্সচেঞ্জ কোনটি ?
(A) NSE
(B) CSE
(C) OTCEI
(D) BSE
74. নিফটি (Nifty) সূচক কয়টি কোম্পানীর শেয়ার দর নির্দেশ করে?
(A) 40
(B) 60
(C) 30
(D) 50
75. ড্যাক্স (DAX) কোন দেশের শেয়ার সূচক?
(A) UK
(B) GERMANY
(C) USA
(D) FRANCE
76. DFHI-এর পুরাে কথাটি কী?
(A) Delhi Finance House of India Ltd
(B) Discount and Finance House of India Ltd
(C) Discount and Fiscal House of India Ltd
(D) Delhi Fiscal House of India Ltd
77. ভারতে বর্তমানে মােট কয়টি সেৰি অনুমােদিত স্টক মার্কেট রয়েছে?
(A) 21
(B) 22
(C) 23
(D) 24
78. নিম্নের কোন্ উক্তিটি সঠিক?
(A) ভেঞ্চার ক্যাপিট্যাল খুবই ঝুঁকিপূর্ণ
(B) ভেঞ্চার ক্যাপিট্যালে কোনাে ঝুঁকি নেই
(C) ভেঞ্চার ক্যাপিট্যাল ঝুঁকি শতকরা 50 ভাগ
(D) ভেঞ্চার ক্যাপিট্যাল ঝুঁকি শতকরা 75 ভাগ
79. ক্রিসিল (CRISIL) কত সালে স্থাপিত হয় ?
(A) 1987
(B) 1988
(C) 1989
(D) 1990
80. 2007 সালের ৭ই জুলাই সেবি কোন্ স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দেয়?
(A) সৌরাষ্ট্র স্টক এক্সচেঞ্জ
(B) পাটনা স্টক এক্সচেঞ্জ
(C) আগরতলা স্টক এক্সচেঞ্জ
(D) চণ্ডীগড় স্টক এক্সচেঞ্জ
Indian Economics MCQ in Bengali – Set 5
81. 2007 সালের মার্চ মাসের হিসাব অনুসারে নিম্নলিখিত ব্যাঙ্কদ্বয়ের অকার্যকরী সম্পদের (NPA) পরিমাণ সবচেয়ে বেশি ও কম যথাক্রমে-
(A) SBI ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক
(B) SBI ও স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র
(C) PNB ও স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র
(D) PNB ও পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক
82. বেসরকারীক্ষেত্রের ব্যাঙ্ক অ্যাসােসিয়েশান (PSBBA)- প্রথম চেয়ারম্যান কে?
(A) বি. পি. শর্মা
(B) এম. পি. জোশী
(C) মি থ্যাগারাজন
(D) সি. এন. জোশী
83. নীচের চারটি সম্পর্কের কোন্টি ঠিক?
(i) RRB (1) 1935
(ii) SBI (2) 1964
(iii) RBI (3) 1975
(iv) IDBI (4) 1955
(A) (i) -1 (ii) – 4 (iii) – 3 (iv) -2
(B) (i) -3 (i) – 2 (iii) – 4 (iv) -1
(C) (i) -3 (ii) – 4 (ii) -1 (iv) -2
(D) (i) -2 (ii) – 4 (iii) -1 (iv) -3
84. সমবায় ব্যাঙ্ক কয় স্তরের ?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
85. জানকিরামন কমিটি কত সালে গঠিত হয়েছিল?
(A) 1992
(B) 1993
(C) 1984
(D) 1987
86. নীচের চারটি সম্পর্কের কোনটি ঠিক?
(i) টোকিও (1) ডাও
(ii) ফ্রাঙ্কফুর্ট (2) সেনসেক্স
(iii) নিউইয়র্ক (3) ড্যাক্স
(iv) মুম্বাই (4) নিক্কেই
(A) (i) ও (ii) – 3 (iii) -1 (iv) -2
(B) (i) -3 (ii) – 4 (iii) -1 (iv) -2
(C) (i) ও (ii) – 3 (iii) – 2 (iv) -1
(D) (i) ও (ii) -1 (iii) – 3 (iv) -2
87. ভারতে মােট স্টক এক্সচেঞ্চের সংখ্যা-
(A) 21
(B) 22
(C) 23
(D) 24
8৪. বেকারী ও মুদ্রাস্ফীতি সম্পর্ক নিম্নরূপ-
(A) একমুখী
(B) বিপরীতমুখী
(C) কোনাে সম্পর্ক নেই
(D) কখনাে একমুখী, কখনাে বিপরীতমুখী
89. কেন্দ্রীয় বাের্ড ছাড়া RBI-এর কয়টি স্থানীয় বাের্ড রয়েছে-
(A) 4
(B) 3
(C) 3
(D) 6
90. গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাঙ্ক (Apex Bank) কোনটি ?
(A) হাড়কো (HUDCO)
(B) জাতীয় গৃহ ব্যাঙ্ক (NHB)
(C) ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)
(D) এইচ ডি এফ সি (HDFC)
91. গ্রামীণ পরিকাঠামাে উন্নয়ন ফান্ড (RIDF)-কে নিয়ন্ত্রণ করেন?
(A) নাবার্ড
(B) সমবায় ব্যাঙ্ক
(C) আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
(D) কোনােটিই নয়
92. নীচের কোটি ঠিক?
(i) M3 – ব্রড মানি
(ii) M – ন্যারাে মানি
(iii) M1 – চিপ মানি
(iv) M4 – সফট মানি
(A) শুধুমাত্র (i) ঠিক
(B) (i) ও (ii) ঠিক
(C) সবগুলি ঠিক
(D) সবগুলি ভুল
93. সারফায়েসী আইন নিম্নলিখিত কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছে?
(A) ঋণ উদ্ধারের জন্য
(B) শুণ দানের জন্য
(C) ঋণ মকুবের জন্য
(D) কোনােটিই নয়
94. ভারতের কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি (2020 সালে)?
(A) কলকাতা
(B) দিল্লি
(C) বৃহত্তর মুম্বাই
(D) চেন্নাই
95. 2011 সালের হিসাবে দেশে হিন্দু জনসংখ্যার অনুপাত কত?
(A) 70.5
(B) 79.8
(C) 90.5
(D) 75.8
96. 2011 সালের হিসাবে ভারতের কোন রাজ্যে শতাংশের হিসাবে তপশিলী জাতিভুক্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি?
(A) পাঞ্জাব
(B) উত্তরপ্রদেশ
(C) বিহার
(D) অরুণাচল প্রদেশ
97. 2011 সালের পরিসংখ্যান অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?
(A) 60..04
(B) 71.04
(C) 54.04
(D) 74.04
98. ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?
(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তরপ্রদেশ
(C) বিহার
(D) কেরালা
99. 2000 সালের জাতীয় জনসংখ্যা নীতি অনুসারে ভারতের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল—
(A) 2045 সালের মধ্যে সমস্ত মানুষকে শিক্ষিত করা
(B) 2045 সালের মধ্যে সমত মানুষকে স্থানান্তর বন্ধ করা
(C) 2015 সালের মধ্যে সমস্ত মানুষকে স্থায়ী এবং স্থির করা
(D) 2045 সালের মধ্যে সমস্ত মানুষের বৃদ্ধি বন্ধ করা
100. ভারতে প্রতি 1000 মানুষে কত মহিলা রয়েছে (2011 সালের পরিসংখ্যান অনুসারে)?
(A) 923
(B) 906
(C) 930
(D) 943
Indian Economics MCQ in Bengali – Set 6
101. নিম্নলিখিত কোন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি?
(A) জৈন
(B) বৌদ্ধ
(C) শিখ
(D) খ্রিস্টান
102. জনসংখ্যার নিরীখে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?
(A) রাজস্থান
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) মধ্যপ্রদেশ
103. ভারতের প্রতি বর্গকিমিতে জনসংখ্যা কত?
(A) 300
(B) 324
(C) 290
(D) 149
104. 2020 সালের ১লা মার্চ ভারতের জনসংখ্যা কত (অভিক্ষিপ্ত)?
(A) 100 কোটি
(B) 132.62 কোটি
(C) 144.12 কোটি
(D) 138.62 কোটি
105. 6 বিলিয়ন দিবস’ কোনটি?
(A) 12ই ডিসেম্বর
(B) 12ই নভেম্বর
(C) 12ই অক্টোবর
(D) 12ই সেপ্টেম্বর
106. 2011 সালে জনগণনা অনুসারে ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি?
(A) বিহার
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) মধ্যপ্রদেশ
107. ভারতবর্ষে প্রথম আদমশুমারী (Census) কত সালে হয় ?
(A) 1931
(B) 1921
(C) 1911
(D) 1901
108. অনুপাত হারে কোন রাজ্যে বস্তি বেশি (2011 সালের গণনায়)?
(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্র প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) মধ্য প্রদেশ
109. কত সালে NPSF (National Population Stabilization Fund)-এর নাম পরিবর্তন করে JSK (Jansankhya Sthirata Kosh) রাখা হয় ?
(A) 2001
(B) 2002
(C) 2003
(D) 2004
110. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প কবে চালু হয়? (NR HM- National Rural Health Mission)
(A) 2005
(B) 2006
(C) 2007
(D) 2008
111. 2026 সালে ভারতের জনসংখ্যা কত হতে পারে বলে ধরা হয়েছে?
(A) 137 কোটি
(B) 140 কোটি
(C) 145 কোটি
(D) 147 কোটি
112. ভারতের কোন্ রাজ্যের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি ?
(A) মেঘালয়
(B) পণ্ডিচেরী
(C) চণ্ডিগড়
(D) কেরালা
113. মহারাষ্ট্রের বস্তিতে ভারতের মােট জনসংখ্যার কত শতাংশ মানুষ বসবাস করে?
(A) প্রায় 50%
(B) প্রায় 1%
(C) প্রায় 1:5%
(D) প্রায় 2%
114. ভারতবর্ষে প্রথম কবে পরিষেবা কর (Service Tax) চালু হয়?
(A) 1996–97
(B) 1994–95
(C) 2000–2001
(D) 2001–2002
115. সংবিধানের কত নং ধারা অনুসারে অর্থ কমিশনের নিয়ােগ রাষ্ট্রপতি করেন?
(A) 380
(B) 180
(C) 280
(D) 480
116. কেন্দ্র থেকে রাজ্যে প্রদেয় এ্যান্টের জন্য জনসংখ্যাকে মুখার্জী ফর্মুলায় কত গুরুত্ব দেওয়া হয়েছে?
(A) 60%
(B) 65%
(C) 50%
(D) 55%
117. সরাসরি করের ক্ষেত্রে কেলকার রিপাের্টে সিনিয়র নাগরিক ও বিধবাদের ক্ষেত্রে কর ছাড়ের উধ্বসীমা কত করার প্রস্তাব রয়েছে?
(A) 1,50,00
(B) 2,00,000
(C) 1,00,000
(D) 2,500,000
118. নতুন আয়কর আইন কত সালে চালু হয়েছিল ?
(A) 1st এপ্রিল 2008
(B) 1st জানুয়ারী 2009
(C) 1st জানুয়ারী 2007
(D) 1st জানুয়ারী 2008
119. 2008- 09 সালের বাজেটে পরিষেবা করের হার কত ধরা হয়?
(A) 11%
(B) 10%
(C) 9%
(D) 12%
120. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়?
(A) 1955
(B) 1965
(C) 1947
(D) 1951
Indian Economics MCQ in Bengali – Set 7
121. 1950 সালে পৃথিবীর মােট বাণিজ্যের কত শতাংশে ভারতের অংশীদারিত্ব ছিল?
(A) 2
(B) 1.50
(C) 1.78
(D) 1.40
122. নিম্নলিখিত কোন বছরে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছিল?
(A) 1990
(B) 1991
(C) 1992
(D) 1993
123. পৃথিবীর মােট বাণিজ্যের মােট অংশে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে কোন দেশের-
(A) চিন
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র
124. ভারতের সবচেয়ে বেশি বাণিজ্য হয় কোন দেশের সঙ্গে?
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) সংযুক্ত আরব আমিরশাহী
(C) চীন
(D) ইংল্যাণ্ড
125. উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে কোন কৃষিজাত দ্রব্য রপ্তানীর প্রস্তাব রয়েছে –
(A) আম
(B) বাসমতি চাল
(C) খেজুর
(D) কলা
126. 2009-14 সালের জন্য ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি কার নেতৃত্বে প্রস্তাবিত হয়?
(A) কমলনাথ
(B) ভায়লার রবি
(C) আনন্দ শর্মা
(D) মণিশঙ্কর আইয়ার
127. ভারত ও ইউরােপীয় ইউনিয়নের মধ্যে চতুর্দশ বাণিজ্য বৈঠক 2017 সালে কোথায় হয়?
(A) বার্লিন
(B) বেলগ্রেড
(C) নতুন দিল্লী
(D) মুম্বাই
128. তারাপাের কমিটি কত সালে তাদের রিপাের্ট জমা দেয়?
(A) 2006
(B) 2005
(C) 2007
(D) 2008
129. লেনদেন ভারসাম্য (BOP) কয়টি খাতে (Account) পরিমাপ হয়?
(A) 3টি
(D) 10টি
(B) 4টি
(C) 2টি
130. স্বর্ণ আমদানী নীতিতে শিথিলতা কত সালে গৃহীত হয়?
(A) 1990
(B) 1991
(C) 1989
(D) 1992
131. বিনিয়ােগ ভারত (Invest India) কেমন ধরনের কোম্পানী ?
(A) সরকারি কোম্পানী
(B) সরকারী ও বেসরকারী যৌথ কোম্পানী
(C) বেসরকারী কোম্পানী
(D) কোনটাই নয়
132. মুদ্রার অবমূল্যায়নে (Devaluation of Money) সেই দেশের-
(A) রপ্তানী বাড়ে
(B) রপ্তানী কমে।
(C) প্রথমে বাড়ে পরে কমে
(D) কোনটাই নয়
133. বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) কত সালে পাশ হয়?
(A) 1991
(B) 1998
(C) 1999
(D) 1992
134. নীচের কোন দেশটি IDF (India Development Forum) এর সদস্য নয় ?
(A) জার্মানী
(B) অষ্ট্রেলিয়া
(C) ডেনমার্ক
(D) জাপান
135. সরাসরি বৈদেশিক বিনিয়ােগ (FDI- Foreign Direct Investment) কোন ক্ষেত্রে ভারতে সর্বাধিক ?
(A) উৎপাদন
(B) পরিকাঠামাে
(C) পরিষেবা
(D) নির্মাণ
136. “অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান নয়”– কে বলেছেন?
(A) রবিন্স
(B) পিণ্ড
(C) মার্শাল
(D) রিকার্ডো
137. বাণিজ্যবাদী অর্থনৈতিক ধারণা কোন সময়ে এসেছে?
(A) অ্যাডাম স্মিথের পরবর্তী পর্যায়ে
(B) নয়া ধ্রুপদী অর্থনীতির পরবর্তী পর্যায়ে
(C) অ্যাডাম স্মিথের পূর্ববর্তী পর্যায়ে
(D) ধ্রুপদী অর্থনীতির পরবর্তী পর্যায়ে
138. অ্যাডাম স্মিথের লেখা Wealth of Nations বইটি কবে প্রকাশিত হয়?
(A) 1770
(B) 1776
(C) 1780
(D) 1786
139. নিম্নলিখিত কে মানবসম্পদ উন্নয়নের ধারণাটির অন্যতম প্রবর্তক?
(A) মেহেবুব-উল-হক
(B) মশাল
(C) রবিন্স
(D) অ্যাডাম স্মিথ
140. অর্থনীতির জনক কাকে বলা হয়?
(A) মার্শাল
(B) স্যামুয়েলসন
(C) কেইনস
(D) অ্যাডাম স্মিথ
Indian Economics MCQ in Bengali – Set 8
141. অর্থনীতির কাজ হল অর্থনৈতিক কল্যাণ নিয়ে আলােচনা কে বলেন?
(A) পিণ্ড
(B) স্যামুয়েলসন
(C) রিকার্ডো
(D) মার্শাল
142. \’Planned Economy for India\’ -বইটি কার লেখা?
(A) পণ্ডিত জওহরলাল নেহেরু (Pt. Jawaharlal Nehru)
(B) এম, বিশেসরাইয়া (M. Visheshoraya)
(C) মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)
(D) দাদাভাই নৌরজী (Dadabhai Naoroji)
143. 1945 সালে জনতার পরিকল্পনা (People\’s Plan) কে চালু করেন?
(A) এন. শ্রীনিবাস
(B) এম. শ্রীধরণ
(C) এম. এন. রাও
(D) এম. এন. রায়
144. তিনটি পরপর বার্ষিক পরিকল্পনার সময়কাল কত?
(A) 1966-67 থেকে 1968-69
(B) 1967-68 থেকে 1969-70
(C) 1965-66 থেকে 1967-68
(D) 1964-65 থেকে 1966-67
145. পরিকল্পনা অনুমােদন করে কোন্ সংস্থা?
(A) NBC
(B) NSC
(C) NSE
(D) NDC
146. জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয় ?
(A) 1974 সালের 31শে মার্চ
(B) 1975 সালের 31শে মার্চ
(C) 1973 সালের 31শে মার্চ
(D) 1976 সালের 31শে মার্চ
147. অধ্যাপক পি. সি. মহলানবিশ কোন্ পরিকল্পনার রূপকার ?
(A) চতুর্থ
(B) তৃতীয়
(C) প্রথম
(D) দ্বিতীয়
148. রােলিং পরিকল্পনার (Rolling Plan) সময়কাল কত?
(A) 1977–1980
(B) 1979–80
(C) 1978–80
(D) 1980–81
149. নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল?
(A) 3.96%
(B) 3%
(C) 5%
(D) 2.1%
150. দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক (2002407) GDP বৃদ্ধির হার কত ছিল?
(A) 8-2
(B) 7.1
(C) 8:5
(D) 7-8
151. কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক GDP বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল?
(A) তৃতীয়
(B) প্রথম
(C) চতুর্থ
(D) পঞ্চম
152. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) উপরাষ্ট্রপতি
(D) ক্যাবিনেট সেক্রেটারী
153. পরিকল্পনা কমিশন একটি
(A) নির্বাচিত সংস্থা
(B) সুপ্রীমকোর্ট দ্বারা নির্বাচিত সংস্থা
(C) উপদেষ্টা কমিটি
(D) সাংবিধানিক সংস্থা
154. ভারতে পরিকল্পনা কত সালে শুরু হয়?
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1953
155. পরিকল্পনা কমিশনের ভারত দর্শন—2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয় ?
(A) 70%
(B) 10%
(C) 8%
(D) 9%
156. 2016-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতের লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে (11তম পরিকল্পনা কমিশন মতে)?
(A) 935
(B) 950
(C) 960
(D) 965
157. 2004 সালে অ্যাপেক (APEC)-এর শীর্ষ বৈঠক কোথায় হয়েছিল?
(A) অস্ট্রেলিয়া
(B) পেরু
(C) হ্যানয়
(D) সান্টিয়াগো
158. কোন্ অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অ্যাপেক গঠিত হয়?
(A) বব ডিলান
(B) বব বিমান
(C) বব হক
(D) বব গেটে
159. 1993 সালে অ্যাপেক-এর প্রথম শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
(A) আমেরিকার সিয়াটলে
(B) জাপানের ওসাকাতে
(C) কানাডার ভ্যাঙ্কুবারে
(D) চিলির সান্টিয়াগােতে
160. অ্যাপেক-এর সদর দফতর কোথায় ?
(A) বেইজিং
(B) নিউ ইয়র্ক
(C) ক্যানবেরা
(D) সিঙ্গাপুর
Indian Economics MCQ in Bengali – Set 9
161. ACU-এর গভর্নর বাের্ডের সদস্য করা হয় ?
(A) সদস্য দেশের অর্থমন্ত্রীগণ
(B) সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরগণ
(C) সদস্য দেশের অর্থসচিবগণ
(D) সদস্য দেশের প্রধানমন্ত্রীগণ
162. মার্কোসূর হল এক বাণিজ্য ব্লক কোন অঞ্চলে এটি অবস্থিত?
(A) মধ্য এশিয়া
(B) পূর্ব ইউরােপ
(C) লাটিন আমেরিকা
(D) দক্ষিণ এশিয়া
163. IORARC সংগঠনটি কোন্ কোন্ মহাদেশের সঙ্গে সমন্বয় রক্ষা করেছে?
(A) ইউরােপ, এশিয়া, আফ্রিকা
(B) এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া
(C) দক্ষিণ ও উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া
(D) এশিয়া, ইউরােপ ও উত্তর আমেরিকা
164. G-20 সংগঠন সৃষ্টি করেছে কোন্ গােষ্ঠী?
(A) G-7
(B) G-15
(C) G-24
(D) G-77
165. G-200 এর প্রথম শীর্ষ বৈঠক কোথায় হয়েছিল এবং কত সালে?
(A) প্যারিস, 1999
(B) রােম, 1999
(C) বার্লিন, 1999
(D) লন্ডন, 1999
166. 2007-এ 14তম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(A) ইসলামাবাদ
(B) ঢাকা
(C) কাঠমাণ্ডু
(D) নয়াদিল্লি
167. ব্রেটন উড টুইনস (Bretton wood Twins) কোন দুটি সংস্থাকে বলা হয় ?
(A) G –7 ও G-8
(B) IMF ও IBRD
(C) G-15 ও G-20
(D) সার্ক ও অ্যাপেক
168. IFC কোন্ সংস্থা স্থাপন করেছিল?
(A) বিশ্ব ব্যাঙ্ক
(B) IMF
(C) ACU
(D) IDA
169. MFN-এর পুরাে কথাটি কী ?
(A) Maximum Focused Nations
(B) Maximum Financial Need
(C) Most Favored Nations
(D) Minimum Financial Need
170. ADB কত সালে স্থাপিত হয়েছিল?
(A) 1961
(B) 1966
(C) 1967
(D) 1975
171. UNCTAD-এর 2008-এর বিশ্ব উন্নয়ন রিপাের্টের মূল কথা কী ছিল?
(A) উন্নয়নের জন্য কৃষি (Agriculture for Development)
(B) উন্নয়নের জন্য শিল্প (Industry for Development)
(C) উন্নয়নের জন্য বাণিজ্য (Trade for Development)
(D) উন্নয়নের জন্য শিক্ষা (Education for Development)
172. এশিয়ায় উচ্চ সড়ক যােগাযোগ (ASIA HIGHWAY NETWORK) যেটি সাংহাই চুক্তির দ্বারা স্থির হয়েছে সেটির আনুমানিক দৈর্ঘ্য কত?
(A) 2,40,00 km
(B) 1,40,000 km
(C) 3,40,000 km
(D) 14,50,000 km
173. প্রস্তাবিত এশিয়া হাইওয়ে নেটওয়ার্ক কোথা থেকে কতদূর বিস্তৃত?
(A) টোকিওতেহরান
(B) টোকিও—বাগদাদ
(C) টোকিও—ইস্তানবুল
(D) টোকিও—দোহা
174. খাদ্য এবং কৃষি সংস্থা (FAO-Food and Agriculture Organisation) 1945 সালের 16ই অক্টোবর UNO -এর একটি সহকারী সংস্থা হিসাবে কানাডার কুয়েবেকে প্রতিষ্ঠা হয়েছিল। FAO এর সদর দপ্তর কোথায়?
(A) ইটালীর রােম
(B) জার্মানীর ব্রাজিল
(C) ইংল্যান্ডের লন্ডন
(D) রাশিয়ার মস্কো
175. ভারতবর্ষে সর্ববৃহৎ মিউচুয়াল ফান্ড UTI কত সালে বিভাজিত হয়েছিল?
(A) 2004-এর 15 Jan
(B) 2004-এর 15 Dec
(C) 2003-এর 15 Dec
(D) 2003-এর 15 Jan
176. আন্তর্জাতিক অর্থবাজারে প্রথম এশিয় দেশ হিসাবে 100 প্রকাশ করেছে?
(A) রিলায়েন্স
(C) ও.এন.জি.সি
(B) ভারতী
(D) অয়েল ইন্ডিয়া
177. পঞ্চধারা যােজনা (গ্রামীণ এবং আদিবাসী মহিলাদের জন্য) ভারতের কোন্ রাজ্যে চালু হয়েছিল?
(A) উত্তরপ্রদেশে
(B) মধ্যপ্রদেশে
(C) বিহারে
(D) রাজস্থানে
178. রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতিকরণ যােজনা (RJJVY) কত সালে শুরু হয়েছিল?
(A) 2005
(B) 2006
(C) 2007
(D) 2008
179. নেহেরু রােজগার যােজনার নতুন নাম কী ?
(A) স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরােজগার যােজনা
(B) স্বর্ণজয়ন্তী ব্লক স্বরােজগার যােজনা
(C) স্বর্ণজয়ন্তী শহর স্বরােজগার যােজনা
(D) স্বর্ণজয়ন্তী জেলা স্বরােজগার যােজনা
180. প্রতিভাকিরণ যােজনা নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
(A) মহিলাদের কর্মসংস্থান
(B) বৃদ্ধাদের পেনশন
(C) মহিলাদের বিদেশযাত্রা
(D) মহিলাদের শিক্ষা
Indian Economics MCQ in Bengali – Set 10
181. সর্বশিক্ষা অভিযান কোন্ বয়সী ছেলেমেয়েদের জন্য চালু হয়েছে?
(A) 5-10 বছর
(B) 6-10 বছর
(C) 7-14 বছর
(D) 6 -14 বছর
182. এয়ােদশ অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন—
(A) ওয়াই. এস. পি থােরাই
(B) বিজয় এল কেলকার
(C) টি. এস. বিজয়ন
(D) লক্ষ্মী নারায়ণ
183. সেবি (SEBI) হল একটি _____ সংস্থা।
(A) বিধিবদ্ধ
(B) উপদেষ্টামূলক
(C) সাংবিধানিক
(D) অ-বিধিবদ্ধ
184. সার্ক (SAARC) গঠিত হয়—
(A) 8th ডিসেম্বর, 1984
(B) 1st জানুয়ারী, 1984
(C) 8th ডিসেম্বর, 1985
(D) 1st জানুয়ারী, 1985
185. ইউরােপীয়ান ইকনমিক কমিউনিটির বর্তমান সদস্য দেশ কটি?
(A) 27
(B) 25
(C) 12
(D) 200
186. কোন দেশটি ইউরােপীয়ান ইউনিয়নের সদস্য নয়?
(A) সুইজারল্যান্ড
(B) মাল্টা
(C) চেরিপাবলিক
(D) পােল্যান্ড
187. প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযােজনা _____ এর সঙ্গে সম্পর্কিত।
(A) যােগাযােগ
(B) সামাজিক সংহতি
(C) নদী সংযুক্তি
(D) হাইওয়ে উন্নয়ন
188. ‘সাগরমালা’ হল-
(A) একটি তৈল আহরণকারী জাহাজ
(B) ভারত মহাসাগরের একটি তৈলখনি
(C) একটি বন্দর পরিকল্পনা
(D) তৈলশােধনাগার
189. সেন ভ্যাট (CEN VAT) হল-
(A) বিক্রয় কর
(B) এক্সাইজ কর
(C) কাস্টমস কর
(D) পরিষেবা কর
190. আম আদমি বীমা যােজনা কাদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করে?
(A) গ্রামীণ এলাকার সকল শ্রমিক
(B) সকল ভূমিহীন শ্রমিক যারা গ্রামীণ এলাকায় দ্রারিদ্যসীমার নীচে বাস করে।
(C) শহর এলাকার সকল শ্রমিক
(D) শহর এবং গ্রামের সকল শ্রমিক
191. 2001 সালের জনগণনা অনুযায়ী গ্রামীণ এবং শহরাঞ্চলে জনসংখ্যার অনুপাত হল—
(A) 65 : 35
(B) 68 : 32
(C) 72 : 28
(D) 75 : 25
192. এশীয় উন্নয়ন ব্যাঙ্ক অতিরক্ত 71 মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছে কোন্ রাজ্যের জলপ্রকল্পের উন্নয়নে ?
(A) উত্তরপ্রদেশে
(B) মধ্যপ্রদেশে
(C) রাজস্থানে
(D) গুজরাটে
193. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যে শহরবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি?
(A) তামিলনাড়ুতে
(B) উত্তরপ্রদেশে
(C) মহারাষ্ট্রে
(D) কেরলে
194. রাষ্টীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করেছে?
(A) 2012
(B) 2015
(C) 2017
(D) 2020
195. শিক্ষা উন্নয়ন সূচক অনুসারে কোন রাজ্য প্রথম এবং শেষতম স্থান অর্জন করেছে?
(A) কেরল ও ওড়িশা
(B) কেরল ও বিহার
(C) অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা
(D) কর্ণাটক ও বিহার
196. একাদশ পরিকল্পনার সময়কালে Power capacity-এর লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?
(A) 41110 MW
(B) 66463 MW
(C) 68963 MW
(D) 46283 MW
197. ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয় ?
(A) কলকাতা
(B) দিল্লি
(C) চেন্নাই
(D) মুম্বাইকে
198. ভারতে আর্থিক বছর (Financial year) শুরু হয় কোন্ তারিখ থেকে?
(A) 31st মার্চ
(B) 28th ফেব্রুয়ারী
(C) 1st এপ্রিল
(D) 1st মে
199. মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয় ?
(A) ঋণদাতা
(B) চাকুরীজীবী
(C) কৃষক
(D) ঋণগ্রহীতা
200. ইম্পিরিয়াল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরিবর্তিত নাম কী?
(A) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
(B) সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
(C) রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
(D) এলাহাবাদ ব্যাঙ্ক