1000+ Physics GK MCQ in Bengali | PDF Download | পদার্থবিজ্ঞান MCQ

General Science Physics | GK MCQ in Bengali | Set 1

1. S.I. পদ্ধতিতে দৈর্ঘ্যের একক
(A) সেন্টিমিটার
(B) কিলােমিটার
(C) মিটার
(D) ডেকামিটার


2. প্যারিসের আন্তর্জাতিক ‘ওজন ও পরিমাণ’ কার্যালয়ে 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর দন্ড-এর মধ্যে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের পরিমাণ যথাক্রমে-
(A) 10% ও 90%
(B) 90% ও 10%
(C) 80% ও 20%
(D) 20% ও 80%

3. এক আলােকবর্ষ সমান কত?
(A) 9.46 x 1014 মিটার
(B) 9.46 x 1015 মিটার
(C) 9.46 x 1016 মিটার
(D) 9.46 x 1017 মিটার

4. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?
(A) ফার্মি
(B) এক্স
(C) মিমি
(D) অ্যাংস্ট্রম

5. রােধের একক কী ?
(A) জুল
(B) কুলম্ব
(C) ওহম
(D) ভােল্ট

6. কম্পাঙ্কের একক কী?
(A) অ্যাম্পিয়ার
(B) কেলভিন
(C) ওহম-মিটার
(D) হার্জ

7. 1 টন = ?
(A) 105 kg
(B) 107 kg
(C) 103 kg
(D) 1010 kg

8. ভৌত রাশি কয়প্রকার-
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

9. পৃথিবীর কোন স্থানের ভৌগােলিক মধ্যরেখাকে পরপর দুবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে বলে—
(A) সৌরসপ্তাহ
(B) সৌরদিন
(C) সৌরমাস
(D) সৌরবছর

10. বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয়—
(A) 3°C
(B) 7°C
(C) 10°C
(D) 4°C

11. বল একটি-
(A) স্কেলার রাশি
(B) ভেক্টর রাশি
(C) মৌলিক রাশি
(D) কোনটাই নয়

12. C.G.I পদ্ধতিতে দৈর্ঘ্যের একক—
(A) মিটার
(B) সেমি
(C) দুটোই
(D) গজ

13. বিভব পার্থক্যের একক-
(A) অ্যাম্পিয়ার
(B) জুল
(C) ভােল্ট
(D) কুলম্ব

14. ভর ও ওজনের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম?
(A) ভর
(B) ওজন
(C) দুটোই
(D) কোনটাই নয়

15. g-এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কী পরিবর্তন হবে?
(A) দুটোই বাড়বে
(B) দুটোই কমবে
(C) ভর একই থাকবে, কিন্তু ভার পরিবর্তিত হবে
(D) ভার একই থাকবে, কিন্তু ভর পরিবর্তিত হবে

16. পৃথিবীর কেন্দ্রে কোনাে বস্তুর ওজন কত?
(A) 980
(B) 1
(C) -1
(D) 0

17. পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় g-এর মান বেশি?
(A) মেরুতে
(B) নিরক্ষীয় অঞ্চলে
(C) দুটোতে সমান
(D) সময়ে সময়ে পরিবর্তন হয়

18. কেনাে বস্তুর ওজন পৃথিবীতে 18 kg হলে চাঁদে কত?
(A) 6 kg
(B) 8 kg
(C) 3 kg
(D) 9 kg

19. চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে?
(A) কোনাে শক্তি উৎপন্ন হবে না
(B) রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিতে
(C) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তিতে
(D) (B) ও (C) এর মধ্যে যে-কোনাে একটি

20. সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে?
(A) কেপলার
(B) গ্যালিলিও
(C) নিউটন
(D) কোপারনিকাস

1000+ Biology GK MCQ in Bengali | PDF Download | জীবন বিজ্ঞান MCQ
1000+ Chemistry GK MCQ in Bengali | PDF Download | রসায়ন MCQ
1000+ Indian History GK MCQ in Bengali | PDF Download | ভারতের ইতিহাস MCQ
1000+ Geography GK MCQ in Bengali | PDF Download | ভূগোল প্রশ্ন ও উত্তর
1000+ Indian Constitution GK MCQ in Bengali | PDF Download | ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর
1000+ Indian Economy GK MCQ in Bengali | PDF Download | ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর
1000+ Child Development and Pedagogy MCQ in Bengali | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
Most Important Computer Awareness GK MCQ in Bengali | PDF Download | কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর

General Science Physics | GK MCQ in Bengali | Set 2

21. ঘােড়ায় টানা টাঙা সামনের দিকে এগিয়ে যায় কারণ
(A) টাঙা ঘােড়ার উপর বল প্রয়ােগ করে
(B) ঘােড়া টাঙার উপর বল প্রয়ােগ করে
(C) ঘােড়া তার পায়ের সাহায্যে ভূমির উপর বল প্রয়ােগ করে
(D) ভূমি ঘােড়ার পায়ের ওপর বল প্রয়ােগ করে


22. কোনাে বস্তুর বেগ দ্বিগুণ করলে
(A) ত্বরণ দ্বিগুণ হয়
(B) ভরবেগ দ্বিগুণ হয়
(C) গতিশক্তি দ্বিগুণ হয়
(D) স্থিতিশক্তি দ্বিগুণ হয়

23. ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি?
(A) বৈদ্যুতিক শক্তি
(B) চাপশক্তি
(C) গতিশক্তি
(D) স্থিতিশক্তি

24. সময়ের সাপেক্ষে কার্য করার হার-
(A) ক্ষমতা
(B) জুল
(C) শক্তি
(D) বেগ

25. শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বক্তব্যটি—
(A) ভুল
(B) ঠিক
(C) কোনটাই নয়
(D) আংশিক ঠিক

26. বল x সময় হল—
(A) শক্তি
(B) বেগ
(C) নিউটন
(D) ঘাত

27. বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে—
(A) ত্বরণ
(B) দ্রুতি
(C) বেগ
(D) বল

28. ‘অলীক বল’ কাকে বলে?
(A) অপকেন্দ্র বলকে
(B) অভিকেন্দ্র বলকে
(C) অভিসারী বলকে
(D) অপসারী বলকে

29. বস্তু যতই মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে ততই তার অপকেন্দ্র বল—
(A) প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়
(B) হ্রাস পায়
(C) বৃদ্ধি পায়
(D) কোনােটাই না

30. পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন
(A) হ্রাস পায়
(B) বৃদ্ধি পায়
(C) কোনাে পরিবর্তন হয় না
(D) g বৃদ্ধি পায়

31. m ভরের বস্তুকণা, r ব্যাসার্ধের বৃত্তপথে v দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে, ওর অভিকেন্দ্র বল—
(A) mr2/v
(B) rm2/v
(C) vr2/m
(D) mv2/r


32. নিম্নের কোনটি রৈখিক দ্রুতির পরিমাপ
(A) কৌণিক ব্যাসার্ধ x বেগ
(B) কৌণিক বেগ x ব্যাসার্ধ
(C) রৈখিক বেগ x ব্যাসার্ধ
(D) কোনােটাই নয়

33. রৈখিক দ্ৰতি = কৌণিক বেগ x _____
(A) ব্যাস
(B) দৈর্ঘ্য
(C) ব্যাসার্ধ
(D) চাপ

34. অপকেন্দ্র বলকে আর কি নামে ডাকা হয় ?
(A) অলীক বল
(B) অলৌকিক বল
(C) অভিকেন্দ্র বল
(D) সমাপতিত বল

35. অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে?
(A) কেন্দ্রের দিকে
(B) ব্যাসের দিকে
(C) চাপের দিকে
(D) ব্যাসার্ধের দিকে

36. সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলে—
(A) কৌণিক ত্বরণ
(B) কৌণিক মন্দন
(C) কৌণিক বল
(D) কৌণিক বেগ

37. সেন্ট্রিফিউজ কি?
(A) একপ্রকার বল
(B) একপ্রকার যন্ত্র
(C) একপ্রকার ত্বরণ
(D) কোনটাই না

38. কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন
(A) শূন্য
(B) 100
(C) 1
(D) -1

39. পারদের ঘনত্ব (কিগ্রা/মি³) কত?
(A) 11300
(B) 13600
(C) 21500
(D) 19300

40. আপেক্ষিক গুরুত্বের একক কী ?
(A) গ্রাম/মি³
(B) গ্রাম/মি2
(C) গ্রাম/মি
(D) কোন একক নেই

General Science Physics | GK MCQ in Bengali | Set 3

41. P = চাপ, ρ = তরলের ঘনত্ব, h = গভীরতা এবং g = অভিকর্ষ ত্বরণ হলে চাপ = P = ?
(A) hpg
(B) h/pg
(C) g
(D) h2pg


42. গভীরতা বাড়লে তরলের চাপ কী হয়?
(A) কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) প্রথমে কমে পরে বাড়ে

43. তরলে বস্তুর ভাসনের শর্ত কী?
(A) তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজনবিশিষ্ট তরল অপসারণ করবে
(B) বস্তুর ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উন্নম্বরেখায় থাকবে
(C) (A) ও (B) দুটোই
(D) কোনােটাই নয়

44. কোন্ যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় ?
(A) স্পেকটোমিটার
(B) হাইড্রোফোনােমিটার
(C) স্ট্রাটোমিটার
(D) হাইড্রোমিটার

45. S.I পদ্ধতিতে চাপের একক
(A) প্যাস্কাল
(B) নিউটন
(C) ডাইন
(D) ঘন ডাইন

46. প্লবতা কোনদিকে কাজ করে?
(A) পাশ্বমুখী
(B) নিম্নমুখী
(C) উর্ধ্বমুখী
(D) উভমুখী

47. 0°C তাপমাত্রায় 11 c.c. জল জমে 0°C তাপমাত্রায় বরফ হয়-
(A) 10 c.c
(B) 13 c.c
(C) 12 c.c
(D) 11 c.c

48. আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে—
(A) প্রযােজ্য
(B) প্রযােজ্য নয়
(C) মাঝে মাঝে প্রযােজ্য
(D) সঠিক জানা নেই

49. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কী ধরনের তাপ ?
(A) লীন তাপ
(B) বিকীর্ণ তাপ
(C) দুটোই
(D) কোনােটিই নয়

50. তাপ একটি
(A) উভমুখী রাশি
(B) স্কেলার রাশি
(C) ভেক্টর রাশি
(D) একক রাশি

51. তাপশক্তির মাত্রা কী ?
(A) M2LT
(B) M-2L2T
(C) ML2T2
(D) MLT

52. তাপের কার্য করার ক্ষমতা আছে কী?
(A) হ্যাঁ
(B) না
(C) সঠিক বলা যায় না

53. অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে?
(A) স্থির থাকে
(B) পরিবর্তিত হয়
(C) প্রথমে বাড়ে পরে কমে
(D) কোনােটিই নয়

54. অবস্থার পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে। —উক্তিটি
(A) ঠিক
(B) ভুল
(C) কখনাে কখনাে ঠিক
(D) বলা যায় না

55. S.I. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত?
(A) 4000 জুল/কেজি কেলভিন
(B) 4100 জুল/কেজি কেলভিন
(C) 4200 জুল/কেজি কেলভিন
(D) 4300 জুল/কেজি কেলভিন

56. একই উষ্ণতায় এক গ্রাম তামা ও এক গ্রাম লােহা কি একই পরিমাণ তাপ ধারণ করে?
(A) হ্যাঁ
(B) না
(C) কখনাে কখনাে করে
(D) কখনাে কখনাে করে না

57. বরফের আপেক্ষিক তাপ কত ? (CGS এককে)
(A) (0.3 ক্যালােরি/গ্রাম °সে
(B) 0.4 ক্যালােরি/গ্রাম °সে
(C) 0.2 ক্যালােরি/গ্রাম °সে
(D) 0.5 ক্যালােরি/গ্রাম °সে

58. ______ এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
(A) তেল
(B) জল
(C) গ্লিসারিন
(D) HCI

59. কোনাে বস্তুর তাপগ্রাহিতা 200 CGS একক হলে বস্তুটির জলসম কত হবে?
(A) 200 গ্রাম
(B) 100 গ্রাম
(C) 400 গ্রাম
(D) 300 গ্রাম

60. S.I. পদ্ধতিতে কোন বস্তুর জলসম কত ?
(A) (বস্তুর ভর x 4200)/(আপেক্ষিক তাপ) কেজি
(B) (আপেক্ষিক তাপ x 4200)/(বস্তুর ভর) কেজি
(C) (বস্তুর ভর x আপেক্ষিক তাপ)/(4200) কেজি
(D) (4200)/(বস্তুর ভর x আপেক্ষিক তাপ) কেজি

General Science Physics | GK MCQ in Bengali | Set 4

61. থার্মোমিটার কে আবিস্কার করেন?
(A) মেকুলাস
(B) গ্যালিলিও গ্যালিলি
(C) হ্যান্স লিপারসি
(D) জেড ভ্যানসেন


62. শীতের দেশে থার্মোমিটারে ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহলকে পছন্দ করা হয়, কারণ—
(A) অ্যালকোহল পারদের তুলনায় তাপের বেশি সুপরিবাহী
(B) অ্যালকোহলকে পছন্দমতাে রং দেওয়া যায়, যার ফলে উষ্ণতা নির্দেশ সহজ হয়
(C) এর হিমাঙ্ক খুব কম
(D) এটি তুলনায় সস্তা
63. একটি কাচের ফ্লাস্কে কিছু পরিমাণ তরল নিয়ে তাকে উত্তপ্ত করলে—
(A) তরলের ঘনত্ব অপরিবর্তিত থাকে
(B) তরলের ঘনত্ব বাড়ে
(C) তরলের মাত্রা বাড়তে থাকে
(D) প্রথমে তরলের মাত্রা কমে ও তারপর বাড়তে থাকে
64. জলের ধর্ম যদি অন্যান্য তরলের মতাে হত, তবে খুব ঠান্ডার সময়ে-
(A) ওপর থেকে নিচে
(B) নিচে থেকে ওপরে
(C) সমস্তটাই একই সাথে
(D) প্রথমে, নিচে ও পরে ও পাশে এবং শেষে মাঝের অংশ জমে যেত

65. কোনাে লেকের উপরিভাগের জমে যাওয়া বরফের উয়তা – 15°C বরফের সংস্পর্শে থাকা জলের উষ্ণতা কত হবে?
(A) 0°C
(B) 4°C
(C) –15°C
(D) -7.5°C
66. কোনাে জলাশয়ের জাল ঠাণ্ডায় জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী কীভাবে বেঁচে থাকে?
(A) মাছের রক্ত শীতল বলে
(B) মাছ বরফের মধ্যে চলাচল করতে পারে
(C) জলাশয়ের নিচের অংশের জল জমে না
(D) বরফ তাপের কুপরিবাহী
67. 100°C উষ্ণতার জলকে 0°C উষ্ণতা পর্যন্ত ঠাণ্ডা করলে-
(A) এর আয়তন ধীরে ধীরে কমে 0°C উষ্ণতায় সর্বনিম্ন হবে
(B) এর ঘনত্ব ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 0°C উষ্ণতায় সর্বোচ্চ হবে
(C) এর আয়তন 4°C অবধি কমতে থাকে এবং তারপর বাড়ে
(D) এর ঘনত্ব 4°C অবধি কমতে থাকে ও তারপর বাড়তে থাকে

68. নিচের তরলগুলির মধ্যে তাপের সবচেয়ে ভালাে সুপরিবাহী
(A) জল
(B) পারদ
(C) ইথার
(D) অ্যালকোহল

69. রােদুরে পড়ে থাকা কোনাে হাতুড়ির ধাতব অংশটি কাঠের হাতলের তুলনায় বেশি গরম মনে হয়। কারণ—
(A) লােহার উষ্ণতা তুলনামূলকভাবে বেশি
(B) লােহা কাঠের চেয়ে ভালাে
(C) লােহার তাপ ধারণ ক্ষমতা বেশি
(D) লােহা তাপের সুপরিবাহী

70. থার্মোস্ট্যাট-এর কাজ হল-
(A) ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা
(B) তাপমাত্রা পরিমাপ করা
(C) তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
(D) তাপ নিয়ন্ত্রণ করা

71. মাইকা হল—
(A) তাপের সুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী
(B) তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী
(C) কুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী
(D) তাপের কুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী

72. উলের পােশাক আমাদের শীতকালে গরম রাখে, কারণ—
(A) বেশি উষ্ণতার সৃষ্টি করে
(B) বেশি তাপ শােষণ করে
(C) আমাদের শরীরের তাপ বের হতে দেয় না
(D) ঠাণ্ডা বাতাসকে ঢুকতে দেয় না

73. কোন পদ্ধতিতে কোনাে বায়ুশূন্য বালবের ফিলামেন্ট থেকে কাচ অবধি তাপ পেীছায়—
(A) পরিবহণ
(B) পরিচলন
(C) বিকিরণ
(D) তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না

74. গ্রীষ্মকালে হালকা রঙের পােশাক পরলে আরাম লাগে-
(A) হালকা রঙ তাপের ভালাে বিচ্ছুরক
(B) হালকা রঙ তাপের ভালাে শােষক
(C) এরা ভালাে ঘাম শােষক
(D) এরা শরীরের ঘাম বেশি নির্গত করে

75. একটি ধাতব টেবিলের ওপর রাখা গরম কফির কাপ কোন পদ্ধতিতে তাপ বর্জন করে?
(A) পরিবহণ ও বিকিরণ
(B) পরিবহণ ও পরিচলন
(C) পরিচলন ও বিকিরণ
(D) পরিবহণ, পরিচলন ও বিকিরণ

76. একটি কাপে রাখা চা 90°C থেকে ৪০°C নামতে 1 মিনিট লাগে। এই চা 70°C থেকে 60°C-এ নামতে সময় নেবে-
(A) এক মিনিটের কম সময়
(B) এক মিনিট
(C) প্রায় এক মিনিট
(D) এক মিনিটের বেশি

77. থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে কারণ-
(A) এর দুটি দেওয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী
(B) দুটি দেওয়ালের মধ্যে শিলভারের প্রলেপ
(C) দুটি দেওয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি
(D) (B) ও (C)-এর মিলিত প্রভাব

78. গরমের সময় আমরা পাখার তলায় আরাম বােধ করি কারণ—
(A) আমাদের ঠান্ডা হওয়ার প্রবাহ দেয়
(B) বায়ু চলাচলের গতি বাড়ায়, যার ফলে ঘাম বাম্পায়িত হওয়ার গতি বাড়ায়
(C) পরিচলন প্রবাহ এর সৃষ্টি করে
(D) বাতাস তৈরি করে যার ফলে শরীর থেকে তাপ হয়ে প্রবাহিত হয়

79. ঘাম সবচেয়ে বেশি হয়, যখন
(A) বায়ু শুষ্ক থাকে ও উন্নতা বেশি হয়
(B) বায়ু আর্দ্র হয় ও উন্নতা বেশি থাকে
(C) বায়ু আর্দ্র ও উন্নতা কম
(D) বায়ু শুষ্ক ও উয়তা কম

80. ফুটন্ত জলের ছেকা লাগার তুলনায় বাষ্পের ছেকা বেশি বিপজনক কারণ-
(A) বাতাস চামড়ার ভেতর ঢুকে যায়
(B) বাষ্পের উয়তা বেশি হয়
(C) ফুটন্ত জলের তুলনায় বাষ্পের বেশি তাপ থাকে
(D) বাষ্পের চাপ বেশি হয়

General Science Physics | GK MCQ in Bengali | Set 5

81. সমুদ্রে স্নান করার পর ঠান্ডা লাগে, কারণ—
(A) সমুদ্রের নােনতা জলের স্পর্শ
(B) শরীর থেকে জল বাম্পায়িত হওয়ার সময়ে লীন তাপ গ্রহণ
(C) স্থলভাগ ও সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য
(D) কোনােটিই নয়


82. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের ধারণক্ষমতা-
(A) উষ্ণতার প্রভাবমুক্ত
(B) উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়
(C) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়
(D) উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়

83. হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয়-
(A) তরলের আপেক্ষিক ঘনত্ব
(B) দুধের বিশুদ্ধতা
(C) আপেক্ষিক আর্দ্রতা
(D) বায়ুমণ্ডলের চাপ

84. জলের স্ফুটনাঙ্ক-
(A) সবসময় 100°C
(B) বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে
(C) পাত্রের উপাদানের ওপর নির্ভর করে
(D) আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে

85. সৌর কুকারের ঢাকা কাচের তৈরি করা হয়। কারণ –
(A) কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায়, কিন্তু তাপ বিকরিত হয়ে বাইরে আসতে পারে না
(B) কাচের মধ্যে দিয়ে কী খাদ্য রান্না হচ্ছে দেখা যায়
(C) কারণ কাচ বিকিরিত তাপ গ্রহণ করে না, ফলে সেক্ষেত্রে শক্তির ক্ষয় হয় না
(D) কারণ কাচ তাপের সুপরিবাহী এবং সন্তা।

86. বটমলীর পরীক্ষায় ঘরের উষ্ণতা 5°C হলে পরীক্ষাটি সফল হবে কী?
(A) না, হবে না
(B) হ্যাঁ, হবে
(C) উষ্ণতার উপর নির্ভর করে না
(D) কোনােটিই না

87. জলকে কীভাবে 100°C-এর কম উষ্ণতায় ফোটানাে সম্ভব?
(A) জলের উপরের চাপ বাড়িয়ে
(B) বায়ুশূন্য স্থানে
(C) জলের উপরের চাপ কমিয়ে
(D) রাসায়নিক পদার্থ যােগ করে

88. বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির ক্ষুটনাঙ্ক বেশি।
(A) বিশুদ্ধ জল
(B) দুটোই সমান
(C) লবণ জল
(D) নির্দিষ্ট করে বলা যায় না

89. একেবারে শূন্যস্থানে তরলের স্ফুটনাঙ্ক কী হবে?
(A) বাড়বে
(B) কমবে
(C) একেবারে শূন্যস্থানে তরল যে-কোনাে উয়তাতেই ফুটতে থাকে অর্থাৎ তখন ফুটনাঙ্কের কোনাে মান থাকে না
(D) কোনােটিই নয়

90. খনিগর্ভে জলের স্মৃটনাঙ্ক কেমন হয় ?
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) নির্দিষ্ট করে কিছু বলা যায় না

91. হিমমিশ্রের উষ্ণতা
(A) – 10°C
(B) – 23°C
(C) – 1°C
(D) 0°C

92. অপদ্রব মেশানাে হলে পদার্থের গলনাঙ্ক-
(A) একই থাকে
(B) বেড়ে যায়
(C) কমে যায়
(D) কোনটাই নয়

93. অপসারী লেন্স কোনটি?
(A) অবতল লেন্স
(B) উত্তল লেন্স
(C) গােলক লেন্স
(D) কোনােটাই না

94. অভিসারী লেন্স কোন্‌টি ?
(A) অবতল লেন্স
(B) উত্তল লেন্স
(C) গােলক লেন্স
(D) কোনােটাই না

95. পাতলা লেন্সের অভ্যন্তরস্ত কোন বিন্দু দিয়ে আলােকরশ্মি প্রতিসৃত হলে তার কোনাে বিচ্যুতি হয় না?
(A) ফোকাস বিন্দু
(B) ভরকেন্দ্র
(C) আলােক কেন্দ্র
(D) উচ্চ বিন্দু

96. কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না, কিন্তু তার ছবি তােলা যায় ?
(A) সদবিম্ব
(B) অসদবিম্ব
(C) সমান বিম্ব
(D) অসমান বিম্ব

97. অসদবিম্বের সদবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে ?
(A) চশমা
(B) পেরিস্কোপ
(C) ক্যামেরা
(D) আতসকাচ

98. মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
(A) অসদবিম্ব
(B) সদবিম্ব
(C) উল্টানাে সদবিম্ব
(D) সােজা সবিম্ব

99. বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়?
(A) অসীমে
(B) f ও 2f এর মধ্যে
(C) ফোকাস তলে
(D) f ও 2f এর বাইরে

100. বিবর্ধক হিসাবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের
(A) ফোকাস দূরত্বে
(B) ফোকাস দূরত্ব অপেক্ষা কম
(C) ফোকাস অপেক্ষা বেশি দূরত্বে
(D) দ্বিগুণ ফোকাস দূরত্বে

General Science Physics | GK MCQ in Bengali | Set 6

101. বিবর্ধক হিসাবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কী প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়?
(A) অসদ্ ছােটো
(B) সদ্ ছােটো
(C) অসদ্ বড়াে
(D) সদ্ বড়াে


102. রৈখিক বিবর্ধনে কোন্ বক্তব্যটি সঠিক : রৈখিক বিবর্ধন =
(A) বস্তু দূরত্ব/প্রতিবিম্ব দূরত্ব
(B) প্রতিবিম্ব দূরত্ব/বস্তু দূরত্ব
(C) বিবর্ধনের মান অনুযায়ী উপরােক্ত দুটিই সত্য হতে পারে
(D) কোনােটাই নয়

103. কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে ?
(A) প্রতিসম বস্তুর
(B) দীর্ঘ বস্তু
(C) খর্ব বস্তুর
(D) অপ্রতিসম বস্তুর

104. আলাে সংকট কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কোনদিকে যাবে ?
(A) মাধ্যম দুটির বিভেদতলের গা ঘেষে
(B) মাধ্যম দুটির বিভেদতলের ওপর দিয়ে
(C) মাধ্যম দুটির বিভেদতলের নীচ দিয়ে
(D) কোনােটাই নয়

105. ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলাের প্রতিসরণ কীরকম হয়?
(A) প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে আসে
(B) প্রতিসূত রশ্মি অভিলম্বের সাথে লম্ব করে থাকে
(C) প্রতিসৃত রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যায়
(D) কোনােটাই নয়

106. বিবর্ধনের কী সম্পর্ক?
(A) ফোকাস দৈর্ঘ্য যত বেশি হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি
(B) ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত কম
(C) কোনাে সম্পর্ক নেই
(D) ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয়

107. সিনেমার পর্দায় যখন ছবি দেখানাে হয়, তখন সিনেমার ফিল্ম লেন্স থেকে কতদূরে রাখা হয়?
(A) f ও 2f এর মধ্যে
(B) 2f এর বাইরে
(C) f এর মধ্যে
(D) 2f দুরত্ব

108. সূর্য থেকে পৃথিবীতে আলাে পৌঁছাতে কত সময় নেয় ?
(A) ৪ মিনিট
(B) 8.3 মিনিট
(C) 9 মিনিট
(D) 10 মিনিট

109. বিপদসংকেতরূপে লাল বর্ণের আলাে ব্যবহৃত হয় কেন?
(A) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য ওর বিক্ষেপ কম হয়
(B) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এর বিক্ষেপ বেশি কম
(C) লালবর্ণের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য ওর বিক্ষেপ কম
(D) কোনােটাই না

110. একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি। তার সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটি কত দূরে রাখতে হবে?
(A) 10 সেমির বেশি দূরে
(B) 10 সেমির কম দূরে
(C) 10 সেমিতে
(D) যে-কোনাে দূরত্বে

111. কোনাে সমতল দর্পণের দিকে যদি আপনি 10 সেমি/সে বেগে এখােন, তবে আপনার প্রতিবিম্ব আপনার দিকে কত বেগে এগােবে ?
(A) 5 সেমি/সে
(B) 10 সেমি/সে
(C) 20 সেমি/সে
(D) 40 সেমি/সে

112. যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুটি দেওয়ালে আয়না লাগানাে থাকে, তবে যতগুলি প্রতিবিম্বের সৃষ্টি হবে তার সংখ্যা-
(A) 2
(B) 3
(C) 4
(D) অসংখ্য

113. সদবিম্ব গঠন করার জন্য কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
(A) সমতল
(B) অবতল
(C) উত্তল
(D) কোনােটাই নয়

114. ডেনটিস্টের দর্পণ কী ধরনের?
(A) চোঙাকৃতি
(B) সমতল
(C) উশুল
(D) অবতল

115. পেছনের দৃশ্য দেখার জন্য মােটরগাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
(A) সমতল
(B) গােলাকার উত্তল দর্পণ
(C) অধিবৃত্তাকার উত্তল দর্পণ

116. A> মন্তব্য : কোনাে জলাশয়ে জল যতটা অবতল, তার থেকে বেশি অবতল দেখায়।B > কারণ : জল থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলােকরশ্মি অভিলম্বের দিকে সরে আসে-
(A) A ও B সঠিক এবং B, A এর কারণ দর্শায়
(B) A ও B সঠিক কিন্তু B, A এর সঠিক কারণ দর্শায় না
(C) A সঠিক, B ভুল
(D) A ও B উভয়েই ভূল

117. একটি পেনসিলকে যদি আনতভাবে জলে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়, তাহলে ডুবে থাকা অংশকে মনে হবে—
(A) নীচের দিকে বেঁকে থাকবে
(B) ওপরের দিকে বেঁকে থাকবে
(C) আঁকাবাঁকাভাবে থাকে
(D) বাঁকাভাবে নীচে ঝুঁকে থাকে

118. সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখা যায়, কারণ—
(A) বায়ুমণ্ডলের প্রতিসরণ
(B) আলােকের বিচ্ছুরণ
(C) প্রতিফলন
(D) বিচ্ছুরণ

119. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য-
(A) কম হত
(B) পরিবর্তন হয় না
(C) বেড়ে যেত
(D) প্রায় অর্ধেক হয়ে যেত

120. একটি সাদা আলােকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে এটি বিভিন্ন রঙে বিচ্ছুরিত হয়, কারণ—
(A) কাচ আলােকরশ্মিতে রঙের সঞ্চার করে
(B) বিভিন্ন রঙের কাচের মধ্যে গতিবেগ বিভিন্ন
(C) রঙের উপরিপাত ঘটে
(D) কোনােটাই নয়

General Science Physics | GK MCQ in Bengali | Set 7

121. রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখাে।
(A) বেগুনি, নীল, লাল
(B) সবুজ, কমলা ও লাল
(C) লাল, সবুজ, আকাশী
(D) নীল, সবুজ, হলুদ


122. ক্যামেরার কোন্ অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে?
(A) লেন্স
(C) অ্যাপারচার
(D) সাটার
(B) ফিল্ম

123. বস্তুর ত্রিমাত্রিক চিত্রগ্রহণ ও চিত্র প্রদর্শনের প্রযুক্তিকে বলে—
(A) ভিডিওগ্রাফি
(B) লেক্সিকোগ্রাফি
(C) হলােগ্রাফি
(D) ফটোগ্রাফি

124. পৃথিবীর উত্তর মেরুতে একটি দণ্ডচুম্বকের মাঝ বরাবর ঝুলিয়ে রেখে সেটি কেমনভাবে ঝুলতে থাকবে?
(A) অনুভূমিকভাবে
(B) উল্লম্বভাবে থাকবে, তার উত্তর মেরু নিচের দিকে
(C) উল্লম্বভাবে থাকবে, তার দক্ষিণ মেরু নিচের দিকে
(D) আনতভাবে

125. শুষ্ক চুলকে শক্ত রবারের চিরুনি দিয়ে আঁচড়ালে যে শব্দ শুনতে পাওয়া যায়, তা-
(A) ছােটো ছােটো বৈদ্যুতিক স্পার্ক-এর জন্য
(B) চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণজনিত শব্দ
(C) কোনােটিই নয়

126. একটি দণ্ডচুম্বকের প্রান্ত থেকে দোদুল্যমান দুটি পিন উল্লম্ব থাকে না, কারণ—
(A) তাদের উপরের অংশ সঠিকভাবে গােলাকার থাকে না
(B) একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে
(C) এগুলি চৌম্বক পদার্থের তৈরি

127. চুম্বকের সমমেরু পরস্পরকে-
(A) আকর্ষণ করে
(B) বিকর্ষণ করে
(C) দুটোই
(D) কিছু করে না।

128. নীচের কোনটি অচৌম্বক পদার্থ
(A) কাঠ
(B) লােহা
(C) কোবাল্ট
(D) নিকেল

129. চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে-
(A) আকর্ষণ করে
(B) বিকর্ষণ করে
(C) যেকোন একটি
(D) কোন কিছু করে না

130. নিরক্ষরেখায় বিনতি কোণ-এর মান-
(A) 30°
(B) 45°
(C) 70
(D) 0°

131. মেরুপ্রদেশে বিনতি কোণ-এর মান—
(A) 60°
(B) 15%
(C) 90°
(D) 0°

132. চুম্বক আকর্ষণ করে—
(A) নিকেল
(B) সিজিয়াম
(C) হিলিয়াম
(D) তামা

133. কাচের রড ও সিল্কের ঘর্ষণে কোনটি কোন আদানপ্রাপ্ত হয় ?
(A) কাচের রড ঋণাত্মক, সিল্ক ধনাত্মক
(B) কাচের রড ধনাত্মক, সিল্ক ঋণাত্মক
(C) দুটোই ধনাত্মক
(D) দুটোই ঋণাত্মক

134. “সমতড়িৎ পরস্পরকে বিকর্ষিত করে এবং বিপরীত তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে”—উক্তিটি-
(A) ঠিক
(B) ভুল
(C) কখনাে কখনাে ঠিক
(D) কখনাে কখনাে ভুল

135. বজ্ৰবহ কী?
(A) বজ্রপাত হতে দেয় না
(B) বর্জকে আবার আকাশে ফিরিয়ে দেয়
(C) বজ্র থেকে কোনাে কিছুকে রক্ষা করে
(D) বজ্রকে বহন করে নিয়ে যায়

136. নিম্নের কোন্ ধাতু দিয়ে বজ্রহ তৈরি হয় ?
(A) লােহা
(B) রূপা
(C) অ্যালুমিনিয়াম
(D) তামা

137. পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান হয়—
(A) শূন্য
(B) 1
(C) 100
(D) ঋণাত্মক

138. দুটি ভিন্ন ধরণের বস্তুর ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে—
(A) প্রবাহী তড়িৎ
(B) স্থির তড়িৎ
(C) A.C
(D) D.C.

139. বৈদ্যুতিক বর্তনীতে ধারক (Capacitor) ব্যবহার করা হয় ?
(A) বিভব বৃদ্ধির জন্য
(B) বিভব হ্রাসের জন্য
(C) বৈদ্যুতিক আধান সঞ্চয়ের জন্য
(D) বৈদ্যুতিক আধান তৈরির জন্য

140. নিম্নলিখিত কোটি তড়িচ্চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে না?
(A) বৈদ্যুতিক পাখা
(B) টেলিফোন যন্ত্র
(C) কার্বন মাইক্রোফোন
(D) ডায়নামাে

General Science Physics | GK MCQ in Bengali | Set 8

141. রােধাঙ্কের ব্যবহারিক একক কী?
(A) ওহম
(B) ওহম-সেমি
(C) বােল্ট অ্যাম্পিয়ার
(D) এর কোনাে একক নেই


142. আর্থ তারের রােধ কেমন?
(A) কম
(B) বেশি
(C) শূন্য
(D) মাপযােগ্য নয়।

143. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায় তাকে বলা হয়-
(A) তড়িৎ কোষ
(B) ট্রান্সফর্মার
(C) ডায়নামাে
(D) বৈদ্যুতিক মােটর

144. বার্লোর চক্র নিচের কোন্ নিয়মে কাজ করে?
(A) E = mc2
(B) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র

145. তড়িৎশক্তির একক কী ?
(A) ওয়াট
(B) ওয়াট-ঘণ্টা
(C) ভােল্ট
(D) অ্যাম্পিয়ার

146. সমান্তরাল সমবায়ে তুল্যরােধের মান সমবায়ের সর্বনিম্ন মানের রােধ অপেক্ষা –
(A) কম
(B) বেশি
(C) সমান
(D) সঠিক বলা যায় না

147. একই দৈর্ঘ্যের একটি সরু ও মােটা তারের মধ্যে কোনটির রােধ বেশি?
(A) সমান
(B) সরু তারের
(C) মােটা তারের
(D) সঠিক বলা যায় না

148. কোন পরিবাহীর বিভব একটি-
(A) তাপীয় অবস্থা
(B) চুম্বকীয় অবস্থা
(C) তড়িৎচুম্বকীয়
(D) তড়িৎ অবস্থা

149. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িতের-
(A) সুপরিবাহী
(B) কুপরিবাহী
(C) অপরিবাহী
(D) অবিশ্লেষ্য

150. মুক্ত ইলেকট্রনগুলিকে একমুখী করে তড়িৎপ্রবাহ সৃষ্টি করে-
(A) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
(B) তড়িৎযােজী বন্ধন
(C) তড়িৎচালক বল
(D) সমযােজী বন্ধন

151. SI পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হল—
(A) কুলম্ব
(B) জুল
(C) ওয়াট
(D) অ্যাম্পিয়ার

152. তড়িৎকোষে কোন শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?
(A) স্থিতিশক্তি
(B) রাসায়নিক শক্তি
(C) গতিশক্তি
(D) চৌম্বক শক্তি

153. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সুত্র দ্বারা প্রমাণিত হয়?
(A) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
(B) চার্লস
(C) বয়েল
(D) জুলের সূত্র

154. রােধ বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর তাপমাত্রা
(A) কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) সঠিক বলা যায় না

155. বিদ্যুৎকেন্দ্রে সাধারণত কত কিলােভােল্ট বিদ্যুৎ উৎপাদন করা হয়?
(A) 11 – 16
(B) 16 – 20
(C) 20 – 25
(D) 8 – 11

156. টাংস্টেন তারের গলনাঙ্ক কত?
(A) প্রায় 3000°C
(B) 4000°C
(C) প্রায় 1400°C
(D) প্রায় 4400°C

157. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন্ নিষ্ক্রিয় গ্যাস থাকে?
(A) জেনন
(B) আর্গন
(C) রেড়ন
(D) ক্রিপটন

158. ফুরােসেন্ট বাতিতে নিম্নের কী ব্যবহার করা হয়?
(A) জলীয় বাষ্প
(B) ক্লোরিন বাষ্প
(C) ফ্লোরিন বাষ্প
(D) পারদ বাষ্প

159. 750 ওয়াট ক্ষমতার বাতি 4 ঘণ্টা জ্বললে বিদ্যুতের খরচ কত ইউনিট হবে?
(A) 2
(B) 4
(C) 3
(D) 5

160. শব্দের তীঞ্জতা যা দ্বারা বােঝা যায় তা হল-
(A) গতি
(B) প্রাবল্য
(C) কম্পাঙ্ক
(D) স্টিলে

General Science Physics | GK MCQ in Bengali | Set 9

161. শব্দ সবচেয়ে বেশি বেগে যায়-
(A) শূন্যমাধ্যমে
(B) বায়ুতে
(C) জলে
(D) স্টিলে


162. শব্দ যেতে পারে না-
(A) শূন্যমাধ্যমে
(B) হাইড্রোজেন গ্যাসে
(C) জলে
(D) স্টিলে

163. Mach নাম্বার কীসের গতির সাথে সম্পর্কযুক্ত?
(A) শব্দ
(B) জাহাজ
(C) বিমান
(D) মহাকাশযান

164. কোনাে শব্দ থেকে তার প্রতিধ্বনিতে পৃথকভাবে শোনার জন্য শব্দের উৎস ও প্রতিফলনের ন্যুনতম দূরত্ব হতে হবে-
(A) 10 মি
(B) 17 মি
(C) 34 মি
(D) 100 মি

165. একটি পুলিশ ভ্যান সাইরেন বাজাতে বাজাতে শ্রোতার থেকে দূরে চলে যাচ্ছে। সাইরেনের প্রকৃত তীক্ষ্ণতা থেকে এই গাড়ির সাইরেনের তীক্ষ্ণতার মান হবে—
(A) কম
(B) একই
(C) বেশি
(D) ভ্যানের গতির ওপর নির্ভর করে

166. যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় তাকে বলে-
(A) অ্যালটিমিটার
(B) ফ্যাটোমিটার
(C) হাইড্রোমিটার
(D) ম্যানােমিটার

167. অনুনাদের ফলে কম্পনের প্রাবল্য—
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) একই থাকে
(D) প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়

168. বায়ুতে শব্দের বেগ
(A) 329 মি/সে.
(B) 330 মি/সে.
(C) 331 মি/সে.
(D) 332 মি/সে.

169. আলট্রাসােনিক শব্দের প্রতিধ্বনি ব্যবহৃত হয় কি মাপার জন্য ?
(A) আকাশের উচ্চতা
(B) পাহাড়ের উচ্চতা
(C) সমুদ্রের গভীরতা
(D) কোনটাই নয়

170. শব্দের তীক্ষ্ণতার হ্রাস বৃদ্ধির অন্যতম কারণ হল উৎস ও শ্রোতার মধ্যে-
(A) আপেক্ষিক গতি
(B) নিরপেক্ষ গতি
(C) সাপেক্ষ গতি
(D) উৰ্দ্ধগতি

171. Shock wave সৃষ্টি হয় কোন কারণে-
(A) বাতাস বন্ধ হলে
(B) মাইক বাজলে
(C) ঝড় হলে
(D) সুপারসােনিক বিমান গেলে

172. প্রসারণশীলতা, সংকোচনশীলতা এগুলি কোন ধরনের পদার্থের বৈশিষ্ট্য ?
(A) কঠিন
(B) তরল
(C) গ্যাসীয়
(D) অধকঠিন

173. স্থির উষ্ণতায় কোনাে গ্যাসের চাপ বাড়ালে আয়তন
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) প্রথমে কমে পরে বাড়ে

174. কোন গ্যাসের চাপ P = , F = প্রযুক্ত বল হলে A = ?
(A) আয়তন
(B) ক্ষেত্রফল
(C) উন্নতা
(D) কাঠিন্য

175. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম কী ?
(A) ব্যারােমিটার
(B) হাইগ্রোমিটার
(C) থার্মোমিটার
(D) ম্যানােমিটার

176. প্রমাণ চাপের মান কত?
(A) 1.03 x 106 ডাইন/সেমি2
(B) 1 x 106 ডাইন/সেমি2

(C) 2.013 x 102 ডাইন/ সেমি2
(D) 2 x 106 ডাইন/সেমি2

177. নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন হবে প্রাথমিক আয়তনের-
(A) অর্ধেক
(B) দ্বিগুণ
(C) সমান
(D) শূন্য

178. ‘PV = ধ্রুবক’ সূত্রে ধ্রুবকটির মান কিসের ওপর নির্ভর করে ?
(A) গ্যাসের উষ্ণতার ওপর
(B) গ্যাসের ভারের ওপর
(C) গ্যাসের ভরের ওপর
(D) গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর

179. চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কী কী?
(A) আয়তন
(B) উষ্ণতা
(C) আয়তন ও উষ্ণতা
(D) ভর

180. 1/273-কে কী বলে?
(A) স্থির চাপে গ্যাসের উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক
(B) স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক
(C) স্থির চাপে গ্যাসের ভর প্রসারণ গুণাঙ্ক
(D) স্থির চাপে গ্যাসের ভার প্রসারণ গুণাঙ্ক

General Science Physics | GK MCQ in Bengali | Set 10

181. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তার ভগ্নাংশটি সব গ্যাসের ক্ষেত্রেই-
(A) সমান
(B) আলাদা
(C) কিছু গ্যাসের ক্ষেত্রে সমান
(D) কোনােটাই নয়


182. পরমশূন্য উষ্ণতার মান কত?
(A) 0°C
(B) -273°C
(C) 0°F
(D) 100°F

183. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
(A) 0°F
(B) 459.5°F
(C) 0°F
(D) 100°F

184. যেসব গ্যাস চার্লস ও বয়েল সূত্র মেনে চলে তাকে বলে—
(A) আদর্শ গ্যাস
(B) বাস্তব গ্যাস
(C) প্রকৃত গ্যাস
(D) বিশ্বজনীন গ্যাস

185. পরম উষ্ণতা ও সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক কী?
(A) সেলসিয়াস স্কেলের উষ্ণতা = পরম উষ্ণতা +273
(B) সেলসিয়াস স্কেলের উষ্ণতা = পরম উষ্ণতা +100
(C) পরম উষ্ণতা = সেলসিয়াস স্কেলের উষ্ণতা +100
(D) পরম উষ্ণতা = সেলসিয়াস স্কেলের উষ্ণতা +273

186. মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কত?
(A) 0°C
(B) -273°C
(C) –500°F
(D) -100°F

187. পরম শূন্য উষ্ণতায় কোনাে গ্যাসের আয়তন কত ?
(A) 1
(B) -1
(C) 0
(D) -273

188. 30°C এবং 300K-এর মধ্যে বৃহত্তর কোনটি ?
(A) 30°C
(B) 300K
(C) দুটোই সমান
(D) বলা সম্ভব নয়
189. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতাে আচরণ করে ?
(A) বেশি চাপে ও বেশি উষ্ণতায়
(B) কম চাপে ও কম উষ্ণতায়
(C) বেশি চাপে ও কম উষ্ণতায়
(D) কম চাপে ও বেশি উষ্ণতায়

190. গ্যাস-অণুগুলির গড় গতিবেগ বলতে-গ্যাসের অণুগুলির গড় বৰ্গবেগের বর্গমূল মানকে বােঝায়—উক্তিটি—
(A) ঠিক
(B) ভুল
(C) বলা সম্ভব নয়

191. PV = RT – সমীকরণের নাম কী ?
(A) চার্লস সমীকরণ
(B) বয়েল সমীকরণ
(C) অবস্থার সমীকরণ
(D) উষ্ণতার সমীকরণ

192. কোনাে মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে মৌলের _____ বলে।
(A) আণবিকতা
(B) বিভাজনতা
(C) যৌগিকতা
(D) পারমাণবিকতা

193. ওজনের পারমাণবিকতা কত ?
(A) 1
(B) 2
(C) 3
(D) কোনােটাই নয়

194. আসমিয়ামের পারমাণবিকতা কত ?
(A) 5
(B) 6
(C) ৪
(D) 7

195. 6.023 x 1023 টি অক্সিজেন অণুর ওজন কত?
(A) ৪ গ্রাম
(B) 16 গ্রাম
(C) 32 গ্রাম
(D) 48 গ্রাম

196. N.T.P-তে 22 গ্রাম CO2-এর আয়তন কত?
(A) 11.2 লি
(B) 22.4 লি
(C) 22 লি
(D) 1 লি

197. মােলার ঘনত্বের একক কী ?
(A) কিগ্রা/লিটার
(B) গ্রাম/লিটার
(C) পাউণ্ড/লিটার
(D) গ্রাম-অণু/লিটার

198. কত গ্রাম অ্যামােনিয়ার মধ্যে 6.023 x 1023 সংখ্যক অণু বিদ্যমান?
(A) 2 গ্রাম-অণু বা 34 গ্রাম
(B) 3 গ্রাম-অণু বা 51 গ্রাম
(C) 1 গ্রাম-অণু বা 17 গ্রাম
(D) 5 গ্রাম-অণু বা 85 গ্রাম

199. পরমাণুর ব্যাসার্ধ সাধারণত
(A) 10-6 m
(B) 10-10 m
(C) 10-14 m
(D) 10-15 m মানের হয়

200. U-235 (ইউরেনিয়াম)-এর কেন্দ্রে (নিউক্লিয়াসে)-
(A) 235 প্রােটন আছে
(B) 235 নিউট্রন আছে
(C) 235 ইলেকট্রন আছে
(D) প্রােটন ও নিউট্রন মিলে 235টি আছে

Leave a Comment

Scroll to Top