1000+ Geography GK MCQ in Bengali | PDF Download | ভূগোল প্রশ্ন ও উত্তর
Geography | GK MCQ in Bengali | Set 1
1. পথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায়-
(A) 500°C
(B) 1000°C
(C) 1500°C
(D) 4000°C
2. “ম্যাগমা” কাকে বলে?
(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি
(B) চুনাপাথর
(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
(D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ
3. নীচের শিলাগুলির মধ্যে কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?
(A) গ্রানাইট
(B) বেলেপাথর
(C) ব্যাসল্ট
(D) মার্বেল পাথর
4. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত?
(A) লােহা ও নিকেল
(B) অ্যালুমিনিয়াম ও সিলিকন
(C) সালফার ও কার্বন
(D) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম
5. নীচের কোনটি পাললিক শিলা নয় ?
(A) ডলােরাইট
(B) ডলােমাইট
(C) কয়লা
(D) কংগ্লোমারেট
6. ভারতের দক্ষিণাঞ্চলে ‘ডেকানট্রাপ’ কোন্ শিলায় গঠিত?
(A) গ্রানাইট
(B) ব্যাসল্ট
(C) স্লেট
(D) ডলােমাইট
7. পৃথিবীর কোন দেশকে ‘পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ’ (epitome of the world) আখ্যা দেওয়া হয় ?
(A) সুইজারল্যাণ্ড
(B) ভারত
(C) জাপান
(D) শ্রীলঙ্কা
৪. রিকটার স্কেলে কি পরিমাপ করা হয় ?
(A) সমুদ্র ঢেউ-এর উচ্চতা
(B) বৃষ্টিপাতের পরিমাণ
(C) বায়ুর গতির তীব্রতা
(D) ভূমিকম্পের তীব্রতা
9. কোন্ সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়?
(A) ক্যাস্পিয়ান সমুদ্র
(B) সারগােসা সমুদ্র
(C) কৃষ্ণ সাগর
(D) ক্যারিবিয়ান সাগর
10. ‘P’ তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত?
(A) শীতল সমুদ্রস্রোত
(B) উষ্ণ সমুদ্রস্রোত
(C) ভূমিকম্প
(D) নদীর নিম্নগতি
11. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন্ পাথরে পরিণত হয়?
(A) নিস (Gneiss)
(B) কোয়ার্টজাইট
(C) স্লেট
(D) শ্বেতপাথর (Marble)
12. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
(A) সাইক্লোন
(B) হ্যারিকেন
(C) টর্নেডাে
(D) টাইফুন
13. ভারতের কোন্ অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাড়ু
(D) অসম
14. গ্রীষ্ণের শেষে বর্ষার শুরুতে মৌসুমীবায়ু কোনদিক থেকে ভারতে প্রবেশ করে?
(A) উত্তর-পূর্ব
(B) দক্ষিণ-পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ
15. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়-
(A) আঁধি
(B) লু
(C) আশ্বিনের ঝড়
(D) কালবৈশাখী
16. সিরােজেম কি?
(A) কৃষ্ণমৃত্তিকা
(B) পলিমাটি
(C) পডসল
(D) মরু অঞ্চলের মাটি
17. জোরাফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশী দেখা যায়?
(A) মরু অঞ্চল
(B) সুন্দরবন
(C) কচ্ছের রণ
(D) হিমালয়ের পাদদেশ
18. নীচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমােচি বৃক্ষ ?
(A) শিশু
(B) শাল
(C) গর্জন
(D) রবার
19. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম-
(A) সরলবর্গীয় অরণ্য
(B) চিরহরিৎ বনভূমি
(C) ম্যানগ্রোভ
(D) পর্ণমােচীয় বৃক্ষের অরণ্য
20. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ?
(A) ফণিমনসা
(B) পাইন
(C) গর্জন
(D) সুন্দরী
Geography | GK MCQ in Bengali | Set 2
21. অক্ষাংশের সর্বোচ্চ মান কত ?
(A) 180°
(B) 360°
(C) 90°
(D) 65 1/2°
22. প্রতি 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
(A) 1 মিনিট
(B) 1 সেকেণ্ড
(C) 4 মিনিট
(D) 4 সেকেণ্ড
23. নিরক্ষরেখার ওপর 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত?
(A) 100 কিমি
(B) 111.1 কিমি
(C) 120 কিমি
(D) শূন্য
24. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের ব্যবধান কত ?
(A) 4 মিনিট
(B) 24 ঘণ্টা
(C) 12 ঘণ্টা
(D) কোনও ব্যবধান নেই
25. ভারতের প্রমাণ সময় (IST) নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে ?
(A) 88°30′ পূঃ
(B) 80°15′ পূঃ
(C) 88°30′ পঃ
(D) 82°30′ পূঃ
26. ক্রনােমিটার সাধারণত নিম্নলিখিত কোটির সময় অনুসারে চলে ?
(A) স্থানীয় সময়
(B) গ্রীনিচের সময়
(C) প্রমাণ সময়
(D) আন্তর্জাতিক তারিখ রেখার সময়
27. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
(A) কুমেরু
(B) সুমেরু
(C) মূল মধ্যরেখা
(D) বিষুবরেখা
28. কোন অক্ষরেখার অক্ষাংশ 23 1/2° উঃ ?
(A) কর্কটক্রান্তিরেখা
(B) মকরক্রান্তিরেখা
(C) কুমেরু বৃত্ত
(D) সুমেরু বৃত্ত
29. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?
(A) 24 মিনিট
(B) 42 মিনিট
(C) 12 মিনিট
(D) 30 মিনিট
30. উত্তর গােলার্ধের কোন্ স্থানে ধ্রুবতারার উন্নতি 90° ?
(A) সুমেরু
(B) সুমেরু বৃত্ত
(C) কর্কটক্রান্তিরেখা
(D) নিরক্ষরেখা
31. কলকাতার স্থানাঙ্ক (স্থানের অবস্থান) কত?
(A) 22°30° উঃ, 82°30° পূঃ
(B) 22°34 উঃ, 82°24° পূঃ
(C) 22°57 উঃ, 82°36° পূঃ
(D) 88°34 উঃ 22°34° পূঃ
32. কোন্ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে?
(A) জিব্রাল্টার প্রণালী
(B) হাডসন প্রণালী
(C) কুক প্রণালী
(D) বেরিং প্রণালী
33. এক্সফোলিয়েশন বা গােলাকৃতি আবহবিকার নীচের কোন্ শিলায় বেশী হয় ?
(A) ব্যাসল্ট
(B) গ্রানাইট
(C) চুনাপাথর
(D) সাগুস্টোন
34. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশী?
(A) উষ্ণ মরু অঞ্চল
(B) শীতল শুষ্ক অঞ্চল
(C) উষ্ণ আর্দ্র অঞ্চল
(D) শীতল আর্দ্র অঞ্চল
35. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে?
(A) নদীর পার্বত্য প্রবাহে
(B) হিমবাহ অঞ্চলে
(C) মরূদ্যানে
(D) মালভূমি অঞ্চলে
36. পর্বতের গায়ে যে সীমারেখার ওপরে সারাবছর তুষার বা বরফ জমে থাকে, তাকে কি বলে ?
(A) হিমরেখা
(B) গ্রাবরেখা
(C) হিমশৈল
(D) এরিটি
37. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
(A) নন্দাদেবী
(B) গডউইন অস্টিন
(C) এভারেস্ট
(D) কাঞ্চনজঙ্ঘা
38. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ?
(A) টাইফুন
(B) সাইক্লোন
(C) হ্যারিকেন
(D) টর্নেডাে
39. ভারতে লুনী নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ?
(A) কচ্ছের রণ
(B) গঙ্গার বদ্বীপ
(C) কেরলের উপকূল
(D) গােদাবরীর বদ্বীপ
40. নীচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ ?
(A) আরাবল্লী
(B) সাতপুরা
(C) পূর্বঘাট
(D) অজন্তা
Geography | GK MCQ in Bengali | Set 3
41. “উইলি উইলি” (Willy -Willy) কাকে বলে ?
(A) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়
(B) সুনামির অন্য নাম
(C) চিরহরিৎ বৃক্ষ
(D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন
42. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায়?
(A) বঙ্গোপসাগর
(B) রেড সী
(C) বাল্টিক সাগর
(D) প্রশান্ত মহাসাগর
43. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) ডােড়াবেট্টা
(B) পাঁচমারি
(C) গুরুশিখর
(D) ধূপগড়
44. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম?
(A) নেপচুন
(B) পৃথিবী
(C) শনি
(D) বৃহস্পতি
45. পাট চাষের জন্য প্রয়ােজন-
(A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু
(B) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু
(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু
46. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম-
(A) মাদাগাস্কার
(B) গ্রেট ব্রিটেন
(C) গ্রীনল্যাণ্ড
(D) সুমাত্রা
47. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
(A) যােগ
(B) হুড়ু
(C) বেদাঘাট
(D) বিশপ
48. ভারতের কোথায় টোডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে ?
(A) সিকিম
(B) আন্দামান
(C) নীলগিরি
(D) গারাে
49. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয় ?
(A) সুইজারল্যাণ্ড
(B) পামীর মালভূমি
(C) উত্তর মেরু
(D) এভারেস্ট
50. হিমালয় পর্বতশ্রেণীর নিচের পর্বতশৃঙ্গের মধ্যে কোটিসবচেয়ে উঁচু ?
(A) নাঙ্গা পর্বত
(B) অন্নপূর্ণা
(C) নন্দাদেবী
(D) K2
51. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল—
(A) পুষ্পগিরি
(B) ধবলগিরি
(C) ডােডাবেট্টা
(D) আনাইমুদি
52. পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায়-
(A) 360 মিলিয়ন বর্গ কিমি
(B) 252 মিলিয়ন বর্গ কিমি
(C) 148 মিলিয়ন বর্গ কিমি
(D) 125 মিলিয়ন বর্গ কিমি
53. ব্যুফোর্ট (Beaufort) স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত?
(A) বায়ুর গতিবেগ
(B) ভূমিকম্পের তীব্রতা
(C) সমুদ্রস্রোতের উষ্ণতা
(D) বৃষ্টিপাতের পরিমাণ
54. নিম্নলিখিতের মধ্যে কোটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন ?
(A) হিমালয় পর্বতশ্রেণী
(B) গাঙ্গেয় ব্রহ্মপুত্র উপত্যকা
(C) দাক্ষিণাত্যের মালভূমি
(D) উপকূলীয় সমভূমি
55. পঞ্চনদীর দেশ কাকে বলে?
(A) কেরল
(B) পাঞ্জাব
(C) তামিলনাড়ু
(D) মধ্যপ্রদেশ
56. পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি?
(A) সুপিরিয়র
(B) ডাল হ্রদ
(C) বৈকাল হ্রদ
(D) মানস সরােবর
57. নীচের কোন্ নদীটি পূর্বদিকে প্রবাহিত নয় ?
(A) নর্মদা
(B) কৃষ্ণা
(C) মহানদী
(D) কাবেরী
58. পৃথিবীর কোন্ দেশে মধ্যরাতে সূর্যালােক দেখা যায় ?
(A) জাপান
(B) নরওয়ে
(C) মিশর
(D) থাইল্যাণ্ড
59. হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2, অপর কি নামেও পরিচিত?
(A) কৈলাশ পর্বত
(B) নাঙ্গা পর্বত
(C) গডউইন অস্টিন
(D) কাঞ্চনজঙ্ঘা
60. ভারতে কোন্ হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত ?
(A) সম্বর হ্রদ
(B) চিল্কা
(C) উলার হ্রদ
(D) পেরিয়ার হ্রদ
Geography | GK MCQ in Bengali | Set 4
61. লােকটাক হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
(A) অসম
(B) অরুণাচল প্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) মণিপুর
62. লিথােস্ফিয়ার (Lithosphere) নীচের কোনটিকে বােঝায় ?
(A) পৃথিবীর কেন্দ্রস্থল
(B) ভূত্বক
(C) মেরুপ্রদেশের আবহাওয়া
(D) সামুদ্রিক প্রাণীজগৎ
63. আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি ?
(A) ব্যারােমিটার
(B) হাইড্রোমিটার
(C) হাইগ্রোমিটার
(D) রেনগজ
64. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
(A) 12,757 কিমি
(B) 6,368 কিমি
(C) 10,500 কিমি
(D) 14,900 কিমি
65. আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘােরে?
(A) পশ্চিমদিক থেকে পূর্বদিকে
(B) পূর্বদিক থেকে পশ্চিমদিকে
(C) উত্তরদিক থেকে দক্ষিণ দিকে
(D) দক্ষিণদিক থেকে উত্তরদিকে
66. ফেরেলের সূত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত ?
(A) উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য
(B) দ্রাঘিমাংশ নির্ণয়
(C) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ
(D) ওপরের কোনটিই নয়
67. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে ?
(A) 30 দিন
(B) 27 1/3 দিন
(C) 14 1/2 দিন
(D) কোনটিই নয়
68. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
(A) প্রায় 15 কোটি কিলােমিটার
(B) 3 লক্ষ 85 হাজার কিলােমিটার
(C) প্রায় 51 কোটি কিলােমিটার
(D) 1 কোটি 28 লক্ষ কিলােমিটার
69. সুর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কতগুণ বেশী?
(A) দশগুণ
(B) একশাে চল্লিশ গুণ
(C) প্রায় 13 হাজার গুণ
(D) প্রায় 13 লক্ষ গুণ
70. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
(A) বুধ
(B) শুক্র
(C) মঙ্গল
(D) বৃহস্পতি
71. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম :
(A) হিমালয়
(B) সাতপুরা
(C) আরাবল্লী
(D) বিন্ধ্য
72. ভারতের ব্যারেন দ্বীপে
(A) সঞ্চয়জাত
(B) ক্ষয় জাত
(C) ভঙ্গিল
(D) স্তুপ পর্বত দেখা যায়
73. ইউরােপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল—
(A) আল্পস
(B) সিয়েরা নেভাদা
(C) ভােজ
(D) ব্ল্যাক ফরেস্ট
74. পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
(A) বিন্ধ্য
(B) সাতপুরা
(C) আরাবল্লী
(D) নীলগিরি
75. উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন্ গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?
(A) নাথুলা
(B) জেলেপ লা
(C) বানিহাল
(D) রােটাং
76. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
(A) কারাকোরাম
(B) লাডাক
(C) পির পাঞ্জাল
(D) জাস্কর
77. কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ?
(A) পামির
(B) জুনলুন
(C) কারাকোরাম
(D) হিন্দুকুশ
78. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়—
(A) ধরিয়ান
(B) কয়াল
(C) ধান্ধ
(D) টেরিস
79. জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত?
(B) হিমাচল
(C) হিমাদ্রি
(D) ট্রান্স হিমালয়
(A) শিবালিক
80. আপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত ?
(A) ইন্দোনেশিয়া
(B) ফ্রান্স
(C) স্পেন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
Geography | GK MCQ in Bengali | Set 5
81. ভারতের কোন শৈলশহরের নামের অর্থ বজ্রাস্ত্রের স্থান (Place of Thunderbolt) ?
(A) শিলং
(B) নৈনীতাল
(C) দার্জিলিং
(D) গ্যাংটক
82. নীচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয় ?
(A) ভিসুভিয়াস
(B) সিয়েরা নেভা
(C) ফুজিয়ামা
(D) কাসকেড
83. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম-
(A) আনাইমুদি
(B) ডােভাবেট্টা
(C) কালসুরাই
(D) মাকুরতি
84. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(A) গঙ্গোত্রী
(B) বাতুরা
(C) হিল্পর
(D) সিয়াচেন
85. মাউসমাই ভারতের একটি বিখ্যাত-
(A) গিরিপথ
(B) জলপ্রপাত
(C) গিরিশৃঙ্গ
(D) হিমবাহ
86. 1995-এ কোন্ দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে?
(A) ব্যালেন
(B) নারকোনাডাম
(C) লাক্ষাদ্বীপ
(D) কার নিকোবর
87. পালঘাট গিরিপথ কোন্ পর্বতমালায় ?
(A) পশ্চিমঘাট
(B) পূর্বঘাট
(C) হিমাদ্রি হিমালয়
(D) পীর পঞ্জাল পর্বতশ্রেণী
88. কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারাে?
(A) অস্ট্রেলিয়া
(B) উত্তর আমেরিকা
(C) দক্ষিণ আমেরিকা
(D) আফ্রিকা
89. বিশ্বের উষ্ণতম স্থানের নাম-
(A) জয়শলমীর
(B) আল আজিজিয়া
(C) কায়রাে
(D) তেহেরান
90. আম বিখ্যাত কোন জেলায়?
(A) দার্জিলিং
(B) বীরভূম
(C) মালদা
(D) বর্ধমান
91. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হল ?
(A) 8848 মিটার
(B) 8598 মিটার
(C) 8958 মিটার
(D) 8611 মিটার
92. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল—
(A) টাইগার হিল
(B) ফালুট
(C) সান্দাকফু
(D) জুলাপাহাড়
93. পৃথিবীর শীতলতম স্থান (বসবাসকারী) হল-
(A) লাদাক
(B) ভস্টক
(C) ভারখয়ানস্ক
(D) গ্রীনল্যাণ্ড
94. বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে। এক সময়ে সেখানেই ছিল—
(A) আঙ্গারল্যাণ্ড
(B) টেথিস সাগর
(C) লরেসিয়াল্যাণ্ড
(D) গণ্ডোয়ানাল্যাণ্ড
95. পাতগাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযােজ্য?
(A) প্রস্তু-উপত্যকা গঠনে
(B) সঞ্চয়জাত পর্বতের উৎস
(C) ভঙ্গিল পর্বত গঠনে
(D) সমভূমির সৃষ্টি
96. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড় ?
(A) ক্ষয়জাত
(B) ভঙ্গিল
(C) স্থূপ
(D) সঞ্চয়জাত
97. পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত
(A) V-আকৃতির
(B) U-আকৃতির
(C) I-আকৃতির
(D) L-আকৃতির হয়
98. ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপের নাম-
(A) সাগর
(B) মাজুলী
(C) পূর্বাশা
(D) সুন্দরবন
99. তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম-
(A) দিহং
(B) দিবং
(C) লােহিত
(D) সাংপাে
100. ভারতের 90 শতাংশ নদনদী পড়েছে
(A) আরব সাগরে
(B) বঙ্গোপসাগরে
(C) ভারত মহাসাগরে
(D) কাচ্ছ উপসাগরে
Geography | GK MCQ in Bengali | Set 6
101. কোন্ নদী ‘দক্ষিণের গঙ্গা’ নামে পরিচিত?
(A) কাবেরী
(B) মহানদী
(C) নর্মদা
(D) কৃষ্ণা
102. নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধুনদের উপনদী নয় ?
(A) ইরাবতী
(B) চন্দ্ৰ ভাগা
(C) বিতস্তা
(D) বিপাশা
103. ধুঁয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে দেখা যায় ?
(A) ব্রহ্মপুত্র
(B) মন্দাকিনী
(C) নর্মদা
(D) সরাবতী
104. কোন্টির আরেক নাম ‘বরফের চাদর’ (Ice sheet)?
(A) হিমশৈল (Ice berg)
(B) মহাদেশীয় হিমবাহ
(C) পর্বত পাদদেশের হিমবাহ
(D) উপত্যকা হিমবাহ
105. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-
(A) নায়েগ্রা
(B) এঞ্জেল
(C) ভিক্টোরিয়া
(D) গেরসােপ্পা
106. নীচের কোনটি দীর্ঘতম নদী ?
(A) নীলনদ
(B) কঙ্গো
(C) গঙ্গা
(D) ভলগা
107. গঙ্গার উচ্চগতি গােমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত ?
(A) বারাণসী
(B) রাজমহল
(C) হরিদ্বার
(D) হৃষিকেশ
108. নদীগুলির মধ্যে কোন্ নদীর মােহনায় বদ্বীপ আছে?
(A) নর্মদা
(B) মহানদী
(C) তাপ্তী
(D) সবরমতী
109. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম-
(A) সবরমতী
(B) গােমতী
(C) মন্দাকিনী
(D) লুনী
110. কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ?
(A) ভগ্ন
(B) জুন
(C) দানিয়ুব
(D) মস্কোভা
111. ‘ক্যাটারাক্ট’ একটি শ্রেণীবিভাগ কিসের?
(A) নদী
(B) জলপ্রপাত
(C) হিমবাহ
(D) গিরিখাত
112. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল—
(A) সিয়াচেন
(B) হিসপার
(C) ল্যামবার্ট
(D) গঙ্গোত্রী
113. ‘রাজা’, ‘রােরার’ (Roarar), ‘রকেট’ (Rocket) ও ‘রাণী’—এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত
(A) যােগ জলপ্রপাত
(B) সিয়াচেন হিমবাহ
(C) গঙ্গানদীর পার্বত্য প্রবাহ
(D) কালবৈশাখী
114. হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
(A) দামােদর
(B) মহানদী
(C) তুঙ্গভদ্রা
(D) কোশী
115. নীচের কোন্ নদীটি এন্ত উপত্যকার (Rift Valley) মধ্য দিয়ে প্রবাহিত ?
(A) ব্রহ্মপুত্র
(B) বিপাশা
(C) কৃষ্ণ
(D) নর্মদা
116. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন্ নদীর তীরে দেখতে পাওয়া যায় ?
(A) তুঙ্গভদ্রা
(B) কাবেরী
(C) গােদাবরী
(D) মহানদী
117. জগদ্বিখ্যাত নায়েগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
(A) সেন্ট লরেন্স
(B) মিসিসিপি
(C) মিসােরী
(D) নাইজার
118. এই নদীগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে?
(A) অলকানন্দা
(B) বিপাশা
(C) ইরাবতী
(D) শতদ্রু
119. কোন নদী ‘ধলেশ্বরী’ এবং ‘দ্বারকেশ্বর’ নামেও পরিচিত?
(A) ব্রহ্মপুত্র
(B) সুবর্ণরেখা
(C) যমুনা
(D) রূপনারায়ণ
120. পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যাণ্ড ক্যানিয়নের উৎপত্তি কোন্ নদীতে হয়েছে?
(A) মিসিসিপি
(B) সেন্ট লরেন্স
(C) কলােরাভাে
(D) আমাজন
Geography | GK MCQ in Bengali | Set 7
121. এর মধ্যে কোনটি গঙ্গার শাখানদী ?
(A) রামগঙ্গা
(B) পদ্মা
(C) যমুনা
(D) কোশী
122. বাংলার দুঃখ (Bengal’s Sorrow) কাকে বলা হয় ?
(A) দামােদর নদ
(B) রূপনারায়ণ
(C) কালবৈশাখী
(D) জলঢাকা নদী
123. কোন নদীর গতিপথে বিখ্যাত হুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?
(A) ব্রহ্মপুত্র
(B) তিস্তা
(C) সুবর্ণরেখা
(D) কাবেরী
124. নীচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত ?
(A) পূর্বঘাট
(B) পশ্চিমঘাট
(C) শিবালিক
(D) বিন্ধ্য
125. কালাহারি মরুভূমি কোথায় ?
(A) মধ্যপ্রাচ্য
(B) উত্তর আফ্রিকা
(C) চীন
(D) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
126. আর্জেন্টিনার একটি মরুভূমির নাম-
(A) গােবি
(B) প্যাটাগােনিয়া
(C) আটাকামা
(D) গ্রেট ভিক্টোরিয়া
127. নীচের কোনটিকে বলা হয় ‘নীলনদের দান’?
(A) ইজিপ্ট
(B) ইটালি
(C) ইথিওপিয়া
(D) ইরাক
128. ‘ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয়?
(A) জিব্রাল্টার প্রণালী
(B) তুরস্ক
(C) সুয়েজ খাল
(D) ইজিপ্ট
129. কোন দেশকে ‘দক্ষিণের ব্রিটেন’ বলা হয় ?
(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) সাউথ আফ্রিকা
(D) ভারত
130. গ্রীনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত নীচের কোন্ নামটি ?
(A) অসলাে টাইম
(B) সিডনী টাইম
(C) জুলু টাইম
(D) নিউইয়র্ক টাইম
131. অ্যানােমােমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
(A) বাতাসের গতিবেগ
(B) সমুদ্রের লবণাক্ততা
(C) প্রাণীদের বুদ্ধিমত্তা
(D) ভূমিকম্পের তীব্রতা
132. নীচের কোন্ অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয় (doldrums) বলা হয়?
(A) 10° উঃ এবং 10° দঃ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল
(B) 22 উঃ এবং 22 দঃ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল
(C) কেবলমাত্র নিরক্ষরেখার ওপর অঞ্চল
(D) 5° উঃ এবং 5° দঃ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল
133. নিজের কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান নিচের কোন্টি?
(A) 66 1/2°
(B) 22 1/2°
(C) 0°
(D) 90°
134. ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?
(A) জয়শলমীর
(B) মাউন্ট আলু
(C) ইটানগর
(D) লে
135. “হাজার হ্রদের দেশ’ (Land of Thousand Lakes) কোন্ দেশকে বলে ?
(A) থাইল্যাণ্ড
(B) ফিনল্যান্ড
(C) হল্যান্ড
(D) নিউজিল্যান্ড
136. ‘পঞ্চ নদীর দেশ’ নীচের কোনটি ?
(A) মায়ানমার
(B) শ্রীলঙ্কা
(C) পাঞ্জাব
(D) মধ্যপ্রদেশ
137. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোন্টি ?
(A) হিমালয়
(B) আল্পস
(C) আজি
(D) রকি
138. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোন্টি ?
(A) বুধ
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) শুক্র
139. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোন্টি ?
(A) স্ট্র্যাটোস্ফিয়ার
(B) আয়নােস্ফিয়ার
(C) মেসােস্ফিয়ার
(D) ট্রপােস্ফিয়ার
140. এরােপ্লেন বায়ুমণ্ডলের কোন্ স্তর দিয়ে সাধারণত ওড়ে ?
(A) ট্রপােস্ফিয়ার
(B) আয়নােস্ফিয়ার
(C) মেসােস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার
Geography | GK MCQ in Bengali | Set 8
141. বায়ুমণ্ডলের কোন্ স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে ?
(A) মেসােস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) ট্রপােস্ফিয়ার
(D) থার্মোস্ফিয়ার
142. কোন্ দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয়?
(A) 0° দ্রাঘিমারেখা
(B) 90° দ্রাঘিমারেখা
(C) 82°30′ পূর্ব দ্রাঘিমারেখা
(D) 180° দ্রাঘিমারেখা
143. দ্রাঘিমারেখার আরেকটি নাম কি?
(A) অক্ষরেখা
(B) সমাক্ষরেখা
(C) দেশান্তররেখা
(D) মহাবৃত্ত
144. কলকাতার প্রতিপাদস্থানের দ্রাঘিমা কত?
(A) 88°30′ পূঃ
(B) 88°30′ পঃ
(C) 82°30′ পূঃ
(D) 91°30 পঃ
145. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?
(A) 0°
(B) 90° উঃ
(C) 90° দঃ
(D) 180°
146. সুমেরুবৃত্তের অক্ষাংশ কত?
(A) 90° উঃ
(B) 66° উঃ
(C) 23 1/2° উঃ
(D) 66 1/2° দঃ
147. পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনাে জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে, তখন তার দিনপঞ্জীতে-
(A) ১ দিন যােগ করা হয়
(B) ১দিন কমিয়ে নেওয়া হয়
(C) ১২ ঘণ্টা যােগ করা হয়
(D) ১২ ঘন্টা কমিয়ে নেওয়া হয়
148. কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?
(A) ফেরেল
(B) কোপারনিকাস
(C) গ্যালিলিও
(D) ফুকো
149. কোনদিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান (১২ ঘন্টা দিন ও ১২ ঘন্টা রাত্রি) হয় ?
(A) ২১শে মার্চ
(B) ২১শে জুন
(C) ২৩শে সেপ্টেম্বর
(D) ২২শে ডিসেম্বর
150. কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?
(A) আগ্নেয়শিলা
(B) পাললিক শিলা
(C) রূপান্তরিত শিলা
(D) কোনটিই নয়
151. নীচের কোনটি সঠিক নয়?
(A) জৈবশিলার একটি উদাহরণ কলা
(B) চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তর
(C) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে
(D) আগ্নেয়শিলার অপর নাম প্রাথমিক শিলা
152. নীচের কোনটি আগ্নেয়শিলা নয় ?
(A) ব্যাসল্ট
(B) গ্রানাইট
(C) ডলোরাইট
(D) ডলােমাইট
153. নীচের কোনটি সঠিক?
(A) মার্বেল একটি আগ্নেয়শিলা
(B) পাললিক শিলা কেলাসিত
(C) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা
(D) চুনাপাথর একটি রূপান্তরিত শিলা
154. সূর্যের উপরিভাগের (Outer Surface) তাপমাত্রা কত ?
(A) 600° সেন্টিগ্রেড
(B) 6,000° সেন্টিগ্রেড
(C) 60,000° সেন্টিগ্রেড
(D) 6,00,000° সেন্টিগ্রেড
155. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে দ্রুততম আবর্তন করে ?
(A) বৃহস্পতি
(B) পৃথিবী
(C) শনি
(D) বুধ
156. সৌরজগতের কোন্ গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয়?
(A) বৃহস্পতি
(B) পৃথিবী
(C) শুক্র
(D) শনি
157. সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন?
(A) কেপলার
(B) ফেরেল
(C) গ্যালিলিও
(D) কোপারনিকাস
158. রাতের আকাশে কোন্ গ্রহকে লালচে দেখায় ?
(A) বুধ
(B) মঙ্গল
(C) বৃহস্পতি
(D) শুক্র
159. নীচের কোনটিতে ঝঞ্জার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে ?
(A) সূর্য
(B) চন্দ্র
(C) শুক্র
(D) মঙ্গল
160. চাঁদের আলাে পৃথিবীতে পৌছতে কত সময় লাগে ?
(A) ১ সেকেণ্ড
(B) ১.৩ সেকেণ্ড
(C) ১ মিনিট
(D) ১.৩ মিনিট
Geography | GK MCQ in Bengali | Set 9
161. সৌরজগতের কোন্ দুটি গ্রহের কোনাে উপগ্রহ নেই ?
(A) শুক্র ও মঙ্গল
(B) শুক্র ও বুধ
(C) বুধ ও নেপচুন
(D) মঙ্গল ও বৃহস্পতি
162. যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত, সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী?
(A) হিলিয়াম
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন
(D) হাইড্রোজেন
163. মিশরের দুটি শহরের ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনকোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
(A) কোপারনিকাস
(B) গ্যালিলিও
(C) ইরাসথেনিস
(D) কেপলার
164. নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে?
(A) পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রের প্রবেশ
(B) চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ
(C) পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী স্থানে সূর্যের অবস্থান
(D) ওপরের কোনটিই নয়
165. নীচের কোন্টির চারদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায় ?
(A) চন্দ্র
(B) পৃথিবী
(C) সূর্য
(D) মঙ্গল
166. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় ?
(A) ২ বছর
(B) ২৪ বছর
(C) ৪৬ বছর
(D) ৭৬ বছর
167. নিজের মেরুরেখার চারদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক। সেই গ্রহটির নাম কি?
(A) ইউরেনাস
(B) মঙ্গল
(C) বুধ
(D) শনি
168. নিচের কোন্ গ্রহটিতে সূর্য পশ্চিমদিকে উদয় হয় আর পূর্বদিকে অস্ত যায়?
(A) বুধ
(B) বৃহস্পতি
(C) শনি
(D) শুক্র
169. নিজের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী প্রতি মিনিটে কত কিলােমিটার পরিক্রমণ করে?
(A) ১০০ কিমি
(B) ১৬০ কিমি
(C) ১১৫০ কিমি
(D) ১৬০০-এর বেশী
170. প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায় ?
(A) প্রায় ১°
(B) প্রায় ২°
(C) ৩
(D) প্রায় ৪°
171. পৃথিবীর কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
(A) উত্তর মেরু
(B) দক্ষিণ মেরু
(C) নিরক্ষরেখা
(D) কোথাও না
172. অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারত মহাসাগরে বেশী ঘটে?
(A) হ্যারিকেন
(B) টাইফুন
(C) সাইক্লোন
(D) টর্নেডাে
173. যখন বৃষ্টি হয়, তখন বামণ্ডলে আপেক্ষিক আদ্রতা কত হয়?
(A) ১০০%
(B) ৮০%
(C) ৫০%
(D) 0%
174. নিচের ইউরােপীয় দেশগুলির মধ্যে কোথায় ২০০-এরও বেশী আগ্নেয়গিরি আছে, সেগুলির মধ্যে অনেকগুলিই এখনও সক্রিয় ?
(A) নরওয়ে
(B) আয়ারল্যাণ্ড
(C) আইসল্যাণ্ড
(D) ফিনল্যাণ্ড
175. আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পরে পরেই নিচের কোনটি সাধারণত ঘটে থাকে?
(A) ভূমিকম্প
(B) লাভা উদগীরণ
(C) উষ্ণ প্রস্রবণের সৃষ্টি
(D) প্রাণীজগতের ভিন্ন আচরণ
176. ‘সুনামি’ কি?
(A) একটি ছােট দ্বীপ
(B) একপ্রকার টর্নেডাে
(C) সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ
(D) ভূপৃষ্ঠে চ্যুতি
177. সমুদ্রের এক লিটার জলে লবণের গড় পরিমাণ কত?
(A) ১২ গ্রাম
(B) ২৮ গ্রাম
(C) ৩৫ গ্রাম
(D) ৪০ গ্রাম
178. ‘মাসাই’ কাদের বলা হয়?
(A) সাহারা মরুভূমির উপজাতি
(B) আন্দামান দ্বীপের উপজাতি
(C) কেনিয়ার যাযাবর উপজাতি
(D) কালাহারি মরুভূমির অধিবাসী
179. ‘কিরঘিজ’ কোথায় বাস করে?
(A) মধ্য আফ্রিকা
(B) উত্তর-পূর্ব ভারত
(C) পশ্চিম অস্ট্রেলিয়া
(D) পশ্চিম-মধ্য এশিয়া
180. ‘জুলু’ কি?
(A) নিকোবর দ্বীপের উপজাতি
(B) গােবি মরুভূমি অঞ্চলে একপ্রকার গৃহপালিত পশু
(C) দঃ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী
(D) মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলের অধিবাসী
Geography | GK MCQ in Bengali | Set 10
181. কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতির লােকদের কি বলা হয় ?
(A) ইয়াকুট
(B) মাসাই
(C) পিগমি
(D) কাজাক
182. ‘জেবু’ কি?
(A) মাসাইদের গৃহপালিত গবাদি পশু
(B) ব্রাজিলের একপ্রকার গাছ
(C) আর্জেন্টিনার এক প্রাচীন উপজাতি
(D) জেব্রার গায়ে ডােরাকাটা দাগ
183. “আফ্রিদি” হল-
(A) কঙ্গোর জঙ্গলের একপ্রকার বিষাক্ত পােকা
(B) উত্তর-পশ্চিম আফ্রিকার উপজাতি
(C) উত্তর-পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি
(D) কালাহারি মরুভূমির ছােট ছােট ঝােপ
184. ইয়াক প্রাণী কোথায় দেখা যায়?
(A) নেপাল
(B) তিব্বত
(C) সাইবেরিয়া
(D) নিউজিল্যাণ্ড
185. বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে বা সর্বশেষ স্তরের নাম কি?
(A) এক্সোস্ফিয়ার
(B) ট্রপােস্ফিয়ার
(C) মেসােস্ফিয়ার
(D) স্ট্রাটোস্ফিয়ার
186. বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে মেঘ, ঝড়ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয়?
(A) ট্রপােস্ফিয়ার
(B) মেসােস্ফিয়ার
(C) স্ট্রাটোস্ফিয়ার
(D) হােমােস্ফিয়ার
187. পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার কত শতাংশ নানাভাবে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় ?
(A) প্রায় ১৫%
(B) ২৮%
(C) প্রায় ৪০%
(D) ৫২%
188. কালবৈশাখীর সময় উত্তর-পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় ?
(A) কিউমুলাে-নিম্বাস
(B) নিম্বাস
(C) স্ট্রাটাস
(D) সিরাস
189. কোন্ মেঘ থেকে বৃষ্টিপাত হয়?
(A) নিম্বাস
(B) সিরাস
(C) স্ট্রাটাস
(D) সিরাে-কিউমুলাস
190. কোনাে স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে?
(A) 6 ঘণ্টা 13 মিঃ
(B) 12 ঘণ্টা 26 মিঃ
(C) 24 ঘণ্টা 52 মিঃ
(D) কোনটিই নয়
191. প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয় ?
(A) একবার জোয়ার ও একবার ভাটা
(B) একবার জোয়ার ও দুবার ভাটা
(C) দুবার জোয়ার ও একবার ভাটা
(D) দুবার জোয়ার ও দুবার ভাটা
192. শান্ত সমুদ্র (Sea of tranquility) কোথায় ?
(A) আটলান্টিক মহাসাগরের উত্তরে
(B) প্রশান্ত মহাসাগরের দক্ষিণে
(C) আন্টার্টিকায়
(D) চন্দ্রে
193. ‘বাতাসের শহর’ (Windy City) কোনটি ?
(A) কালিফোর্নিয়া
(B) কায়রাে
(C) শিকাগাে
(D) কেপটাউন
194. পৃথিবী থেকে কোনাে নক্ষত্রের দূরত্বের একক কি?
(A) কিলােমিটার
(B) মাইল
(C) নটিক্যাল মাইল
(D) আলােকবর্ষ
195. সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে?
(A) 18.5 মিনিট
(B) 6 দিন
(C) 4.3 বছর
(D) 12.5 বছর
196. ভারতীয় সময় গ্রীনিচ সময় থেকে কত সময় বেশী?
(A) সাড়ে তিন ঘণ্টা
(B) সাড়ে চার ঘণ্টা
(C) সাড়ে পাঁচ ঘণ্টা
(D) সাড়ে ছ ঘণ্টা
197. সমুদ্রের জলে কোন্ লবণ পাওয়া যায় ?
(A) ম্যাগনেশিয়াম সালফেট
(B) পটাশিয়াম ক্লোরাইড
(C) সােডিয়াম ক্লোরাইড
(D) কোনােটিই নয়
198. নীচের কোন্ বৃত্তটি সবচেয়ে বড় ?
(A) মেরুরেখা
(B) নিরক্ষরেখা
(C) কর্কটক্রান্তিরেখা
(D) মকরক্রান্তিরেখা
199. অশ্ব-অক্ষাংশ শব্দটি কোন্ জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়?
(A) মেরুবৃত্ত
(B) 30-40 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ
(C) 40-60 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ
(D) 0-20 ডিগ্রি উঃ এবং দঃ অক্ষাংশ
200. বায়ুর কোন্ মণ্ডলকে ‘ক্ষুব্ধমণ্ডল’ও বলা হয় ?
(A) হেটোরােস্ফিয়ার
(B) ট্রপােস্ফিয়ার
(C) স্ট্যাটোস্ফিয়ার
(D) মেসােস্ফিয়ার