1000+ Indian Constitution GK MCQ in Bengali | PDF Download | ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর
Constitution of India MCQ in Bengali – Set 1
1. কে মন্তব্য করেছিলেন যে, প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি (a Key to the Constitution) ?
(A) জী. অষ্টিন
(B) কে. সি. হেয়ার
(C) আরনেষ্ট বার্কার
(D) ড. বি. আর. আম্বেদকর
2. কে প্রস্তাবনা (Preamble)-কে Political Horoscope\’ বলে মন্তব্য করেছিলেন ?
(A) কে. এম. মুন্সী
(B) কে সি. হােয়ার
(C) আরনেষ্ট বার্কার
(D) এম. ভি. পাইলি
3. কে প্রস্তাবনাকে \’Soul of the Constitution\’ বা সংবিধানের আত্মা’ বলে মনে করতেন ?
(A) জী. অষ্টিন
(B) ঠাকুরদাস ভার্গব
(C) আরনেষ্ট বার্কার
(D) এম. ভি. পাইলি
4. কোন দেশের সংবিধানকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য’ (Paradise of Lawyers) বলা হয় ?
(A) ব্রিটেন
(B) ভারত
(C) আমেরিকা
(D) কানাডা
5. কে ভারতীয় সংবিধানকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য\’ হিসাবে গণ্য করেছিলেন ?
(A) এম. ভি. পাইলি
(B) ঠাকুরদাস ভার্গব
(C) দুর্গাদাস বােস
(D) ড. বি. আর. আম্বেদকর
6. কে ভারতীয় সংবিধানকে ‘মূলতঃ সামাজিক একটি নথি’ (Indian Constitution is basically a social document) হিসাবে উল্লেখ করেছিলেন?
(A) জী. অষ্টিন
(B) কে. সি. হােয়ার
(C) ড. আম্বেদকর
(D) ঠাকুরদাস ভার্গব
7. \’Principles of Social and Political Theory\’ বইটির লেখক কে?
(A) আরনেষ্ট বার্কার
(B) জী. অষ্টিন
(C) ড. বি. আর. আম্বেদকর
(D) কে. সি. হােয়ার
8. প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় ?
(A) প্রথমে
(B) মাঝখানে
(C) শেষে
(D) যে-কোনাে অংশে
9. আদালত কর্তৃক কার্যকর নয় (non-justiciable) ভারতীয় সংবিধানের কোন অংশটি ?
(A) প্রস্তাবনা
(B) মৌলিক কর্তব্য
(C) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
(D) সবকটিই
10. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায়বিচার (Justice) সুনিশ্চিত করার কথা বলা হয়েছে?
(A) সামাজিক
(B) অর্থনৈতিক
(C) রাজনৈতিক
(D) সবগুলিই
11. \’Unity and Integrity of the Nation\’ বা ‘জাতির ঐক্য ও সংহতি’ শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে?
(A) প্রস্তাবনা
(B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
(C) জরুরী অবস্থার
(D) মৌলিক কর্তব্য
12. বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল ?
(A) আমেরিকা
(B) জাপান
(C) ভারত
(D) চীন
13. \’কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা\’—কোন খ্রিস্টাব্দে হয়েছিল ?
(A) 1973
(B) 1983
(C) 1995
(D) 1962
14. কোন্ মামলায় সুপ্রীমকোর্ট রায় দেয় যে, \’প্রস্তাবনা (Preamble) হল ভারতীয় সংবিধানের একটি অংশ’?
(A) মিনার্ভা মিলস্ মামলা
(B) কেশবানন্দ ভারতী মামলা
(C) মানেকা গান্ধী মামলা
(D) বেরুবাড়ী মামলা
15. ভারতীয় সংবিধানের কোন্ অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
(A) প্রস্তাবনা
(B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
(C) মৌলিক অধিকার
(D) মৌলিক কর্তব্য
16. নীচের কোনটি সঠিক?
(A) প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়।
(B) প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে।
(C) প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনােভাব ও দর্শনটি ব্যাখ্যা করে।
(D) উপরের সবগুলিই।
17. কোনাে নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে-
(A) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(B) এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(C) এক-দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(D) সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়।
18. কোনাে রাজ্যের বিধান পরিষদের (Legislative Council) সৃষ্টি বা বিলােপ পার্লামেন্ট করতে পারে—
(A) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(B) এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(C) এক-দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়।
(D) সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়।
19. কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলােপ করতে পারে ?
(A) 109
(B) 159
(C) 169
(D) 178
20. ভারতীয় সংবিধানের 5-II ধারায় (Articles) কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে?
(A) মৌলিক অধিকার
(B) নাগরিকত্ব
(C) মৌলিক কর্তব্য
(D) রাজ্যের সীমানা পরিবর্তন
Constitution of India MCQ in Bengali – Set 2
21. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে?
(A) 11
(B) 12
(C) 13
(D) 14
22. ভারতীয় নাগরিকতা আইন (Indian Citizenship Act) কোন্ খ্রিস্টাব্দে পাশ হয় ?
(A) 1950
(B) 1955
(C) 1967
(D) 1952
23. 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নীচের কোন্ খ্রিস্টাব্দে সংশােধিত হয় ?
(A) 2000
(B) 2001
(C) 2003
(D) 2007
24. বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে?
(A) 2000
(B) 2001
(C) 2003
(D) 2007
25. 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় ?
(A) ভি. আর চোপরা কমিটি
(B) বি. আর. সেন কমিটি
(C) এল. এস. সিংভী কমিটি
(D) ড. এ. কে. রতন কমিটি
26. ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় কোন্ খ্রিস্টাব্দের নাগরিকতা সংশােধনী আইন অনুসারে ?
(A) 1955
(B) 2000
(C) 2003
(D) 2008
27. কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ?
(A) 10টি
(B) 16টি
(C) 20টি
(D) 25টি
28. নীচের কোন্ ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশী উভয়ই ভােগ করতে পারবে?
(A) 14
(B) 15
(C) 16
(D) 19
29. ভারতের একনাগরিকত্বের নীতিটি (Single Citizenship) কোনটির বিরােধীতা করে ?
(A) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার
(B) বিচারব্যবস্থার
(C) সংসদীয় গণতন্ত্রের
(D) মৌলিক অধিকারের
30. ভারতীয় সংবিধানের ২২নং ধারাটি কাদের ক্ষেত্রে প্রযােজ্য নয় ?
(A) মিত্রভাবাপন্ন বিদেশী
(B) শত্রুভাবাপন্ন বিদেশী
(C) মিত্র ও শত্রুভাবাপন্ন বিদেশী
(D) ভারতীয় নাগরিক
31. ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক?
(A) ভারতীয় নাগরিক হতে হবে
(B) স্নাতক হতে হবে
(C) উচ্চ বর্ণভুক্ত হতে হবে
(D) সরকারী দলের সদস্য হতে হবে
32. বিশ্বের কোন্ দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি?
(A) ভারত
(B) আমেরিকা
(C) ব্রিটেন
(D) চীন
33. কোন্ দেশের সুপ্রীমকোর্ট মৌলিক অধিকারবিরােধী কোনাে আইনকে বাতিল করতে পারে না ?
(A) ব্রিটেন
(B) ভারত
(C) আমেরিকা
(D) ভারত ও ব্রিটেন
34. কোন্ দেশের সুপ্রীমকোর্টের বিচারবিভাগীয় পর্যালােচনার (Power of Judicial review) ক্ষমতাটি নেই?
(A) ভারত
(B) ব্রিটেন
(C) আমেরিকা
(D) ভারত ও ব্রিটেন
35. ‘অধিকারের বিল’ (Bill of Rights) বলতে কোন দেশে অধিকার সম্পর্কিত আইনকে বােঝানাে হয়?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) ভারত
36. কোন্ দেশের আইনসভা জরুরীকালীন বা আপৎকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনাে পরিবর্তন পারে না?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ভারত
(D) কানাডা
37. কোন্ দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশােধন করতে পারে?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ভারত
(D) কোনটিই নয়
38. ভারতে মৌলিক অধিকারবিরােধী যে-কোনাে আইনকে বাতিল করে দিতে পারে-
(A) শুধুমাত্র সুপ্রীমকোর্ট
(B) শুধুমাত্র হাইকোর্ট
(C) সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট উভয়ই
(D) কোনােটিই নয়
39. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্র মৌলিক অধিকারবিরােধী কোনাে আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে?
(A) 13 (2)
(B) 14 (1)
(C) 15 (1)
(D) 16 (2)
40. বর্তমানে সম্পত্তির অধিকারটি (Right of Property) ভারতীয় সংবিধানের কোন অংশে (Part) যুক্ত হয়েছে?
(A) Part-III
(B) Part-IV
(C) Part-X
(D) Part-XII
Constitution of India MCQ in Bengali – Set 3
41. বর্তমানে কোন্ মৌলিক অধিকারটি রাষ্ট্রকর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে, নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না।
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) সম্পত্তির অধিকার
42. গােলকনাথ মামলায় সুপ্রীমকোর্টের রায় পরবর্তী কোন্ মামলার রায়ে সুপ্রীমকোর্ট বাতিল করে দিয়েছিল?
(A) কেশবানন্দ ভারতী মামলা
(B) মানেকা গান্ধী মামলা
(C) বেরুবাড়ী মামলা
(D) মিনার্ভা মিলস মামলা
43. বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলােচিত হয়েছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ভারত
(C) ব্রিটেন
(D) কানাডা
44. কোন্ মামলায় সুপ্রীমকোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশােধন করতে পারে না?
(A) শঙ্করী প্রসাদ মামলা, ১৯৫১
(B) গােলকনাথ মামলা, ১৯৬৭
(C) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩
(D) মিনার্ভা মিলস মামলা, ১৯৮০
45. বিশ্বের কোন্ দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আলােচিত হয়েছে?
(A) ভারত
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) ব্রিটেন
(D) কানাডা
46. নীচের কোন্ অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপর বর্তায়?
(A) 17 ধারা
(C) 24 ধারা
(B) 18 ধারা
(D) সবগুলিই
47. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, তফশিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারী চাকরী সংরক্ষিত থাকবে?
(A) 16 ধারা
(B) 16 (4) ধারা
(C) 14 ধারা
(D) 19 ধারা
48. ভারতীয় সংবিধানের 16(4) ধারানুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারী চাকরী সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে?
(A) 30%
(B) 40%
(C) 33%
(D) 50%
49. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, পার্লামেন্ট অস্পৃশ্যতাবিরােধী আইন প্রণয়ন করতে পারবে?
(A) 32 ধারা
(B) 33 ধারা
(C) 34 ধারা
(D) 35 ধারা
50. 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতাবিরােধী আইন পাস করে সংবিধানের কোন ধারানুসারে ?
(A) 35 ধারা
(B) 37 ধারা
(C) 17 ধারা
(D) 35 ও 17 ধারা
51. ভারতীয় সংবিধানে নীচের কোন্ স্বাধীনতার উল্লেখ নেই?
(A) বাক স্বাধীনতা
(B) মতামত প্রকাশের স্বাধীনতা
(C) সংবাদপত্রের স্বাধীনতা
(D) সংগঠন করার স্বাধীনতা
52. নাগরিকদের জন্য প্রয়ােজনীয় অত্যাবশ্যক পণ্যের উৎপাদন সরবরাহ ও বণ্টনের বিঘ্ন ঘটলে নিবর্তনমূলক আটক আইন (Preventive Detention Act) জারী করতে পারে—
(A) কেন্দ্রীয় সরকার
(B) রাজ্য সরকার
(C) স্থানীয় সরকার
(D) স্থানীয় প্রশাসন
53. নিবর্তনমূলক আটক আইনে সরকার কোনাে অপরাধীকে প্রাথমিকভাবে কতদিন আটক রাখতে পারে?
(A) একমাস
(B) দু\’মাস
(C) তিনমাস
(D) ছয়মাস
54. ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে?
(A) ২০ ধারা
(B) ২১ ধারা
(C) ২২ ধারা
(D) ২৩ ধারা
55. ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযােগটি ভােগ করেন ?
(A) গ্রেপ্তারের কারণ জানতে পারা
(B) পছন্দমতাে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার
(C) আত্মপক্ষ সমর্থনের অধিকার
(D) উপরের সবগুলিই
56. ভারতীয় সংবিধানে কত বছরের নীচের শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়ােগকে নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে ?
(A) ১৪ বছর
(B) ১৫ বছর
(C) ১৬ বছর
(D) ১০ বছর
57. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোনাে সংস্কৃতি চাপিয়ে দেবে না।
(A) 25(1) ধারা
(B) 29(1) ধারা
(C) 28(1) ধারা
(D) 30(1) ধারা
58. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনাে সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ (full compensation) দিতে হবে ?
(A) 29(1) ধারা
(B) 30(IA) ধারা
(C) 32(1) ধারা
(D) 28(1A) ধারা
59. ভারতীয় সংবিধানের কোন্ ধারানুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে?
(A) 25 ধারা
(B) 28 ধারা
(C) 29 ধারা
(D) 30 ধারা
60. কোন মামলায় সুপ্রীমকোর্ট রায় দিয়েছিল যে, সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকার সম্পত্তির মালিককে যে \’ক্ষতিপূরণ\’ (Compensation) দেবে তা যুক্তিসঙ্গত কিনা—আদালত তা পরীক্ষা করতে পারবে?
(A) মিনার্ভা মিলস্ মামলা
(B) কেশবানন্দ ভারতী মামলা
(C) মানেকা গান্ধী মামলা
(D) কোনােটিই নয়
Constitution of India MCQ in Bengali – Set 4
61. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি সংবিধানের কোন্ অংশে প্রতিফলিত হয়েছে?
(A) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
(B) মৌলিক অধিকার
(C) মৌলিক কর্তব্য
(D) কোনােটিই নয়
62. কে মন্তব্য করেছিলেন যে, \’আমাদের পরিকল্পনার লক্ষ্য হল সমাজতান্ত্রিক ধাঁচের এক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয়\’। (A Socialistic pattern of society, not socialism, is the objective of our Planning)
(A) পণ্ডিত জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী
(C) মতিলাল নেহরু
(D) ড. বি. আর. আম্বেদকর
63. নীচের কোনটি সঠিক-
(A) মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে তােলে
(B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সঙ্কুচিত করে তােলে
(C) মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সঙ্কুচিত করে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিদিকে বিস্তৃত করে
(D) উভয়ই রাষ্ট্রের কার্যের পরিধিকে সঙ্কুচিত করে
64. ভারতীয় সংবিধানের কোন অংশে (Part) রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে?
(A) Part-I
(B) Part-II
(C) Part-III
(D) Part-IV
65. ভারতীয় সংবিধানের Part-III ও Part-IV—এই দুটি অংশের মধ্যে বিরােধ বাধলে, সংবিধান অনুসারে কোন্ অংশটি কার্যকর হবে?
(A) Part-III
(B) Part-IV
(C) উভয় অংশই
(D) দুটি অংশই বাতিল হবে
66. রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি নীচের কোনটিতে পরিণত হয়?
(A) মৌলিক কর্তব্যে
(B) মৌলিক অধিকারে
(C) অর্ডিন্যান্সে
(D) সাধারণ আইনে
67. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে ?
(A) 350 A ধারা
(B) 360 A ধারা
(C) 113 A ধারা
(D) 122 A ধারা
68. ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দী ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে?
(A) 351 ধারা
(B) 355 ধারা
(C) 350 ধারা
(D) 357 ধারা
69. রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ব্যবস্থাটির পরিবর্তন করা যায়, যদি উক্ত সংশােধনী বিলটি পাস হয়—
(A) পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
(B) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
(C) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ও অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমােদিত হলে
(D) সুপ্রীমকোর্টের নির্দেশে
70. সপ্তম তফশিল (7th Schedule) ভুক্ত তালিকার বিষয়টি সংশােধন করা যায়, যদি উক্ত সংশােধনীটি পাস হয়-
(A) পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
(B) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
(C) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ এবং অন্ততঃ অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক অনুমােদিত হলে
(D) সুপ্রীমকোর্টের নির্দেশে
71. ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করা যায়, যদি সংশােধনীটি পাস হয়-
(A) পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
(B) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
(C) পার্লামেন্টে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায়
(D) রাষ্ট্রপতির নির্দেশে
72. ভারতের সংবিধান সংশােধন পদ্ধতিটি যুক্ত হয়—
(A) 360 ধারায়
(B) 368 ধারায়
(C) 372 ধারায়
(D) 268 ধারায়
73. ভারতের সংবিধান সংশােধিত হয়ে থাকে-
(A) পার্লামেন্টের দ্বারা
(B) একটি সংবিধান সভার দ্বারা
(C) সুপ্রীমকোর্টের দ্বারা
(D) রাষ্ট্রপতির দ্বারা
74. ভারতে সংবিধান সংশােধনী বিল উত্থাপন হতে পারে-
(A) রাজ্য আইনসভায়
(B) শুধুমাত্র লােকসভায়
(C) শুধুমাত্র রাজ্যসভায়
(D) পার্লামেন্টের যে কোনাে কক্ষে
75. ভারতে সংবিধান সংশােধনের জন্য যে সব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়ােজন হয়, তা মােট অঙ্গরাজ্যের-
(A) এক-তৃতীয়াংশ
(B) দুই-তৃতীয়াংশ
(C) অর্ধেক
(D) তিন-চতুর্থাংশ
76. মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান সংশােধনের জন্য অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়ােজন হয় মােট অঙ্গরাজ্যের-
(A) এক-তৃতীয়াংশে
(B) দুই-তৃতীয়াংশ
(C) অর্ধেক
(D) তিন-চতুর্থাংশে
77. রাষ্ট্রপতি কেন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন?
(A) অর্থ বিল
(B) সংবিধান সংশােধনী বিল
(C) অর্থ বিল ও সংবিধান সংশােধনী বিল
(D) সাধারণ বিল
78. কেন সংবিধান সংশােধনের মাধ্যমে ঘােষণা করা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধান সংশােধনী বিলে তার সম্মতিপ্রদানে বাধ্য থাকবেন?
(A) 42nd, 1976
(B) 44th, 1978
(C) 24th, 1971
(D) 73rd, 1992
79. কোন মামলায় সুপ্রীমকোর্ট রায় দেন যে, ভারতার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির সংশােধন করতে হলে একটি গণপরিষদ (A new constituent Assembly) গঠন করতে হবে?
(A) শঙ্করী প্রসাদ মামলা, ১৯৫১
(B) গােলকনাথ মামলা, ১৯৬৭
(C) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩
(D) মিনার্ভা মিলস মামলা, ১৯৮০
80. গােলকনাথ মামলার রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশােধনী আইন প্রণয়ন করে ?
(A) 42nd, 1976
(B) 24th, 1971
(C) 44th, 1978
(D) 61st, 1989
Constitution of India MCQ in Bengali – Set 5
81. কোন্ মামলায় সুপ্রীমকোর্ট রায় দিয়েছিল যে, বিচার বিভাগীয় পর্যালােচনা (Judicial Review) হল ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য ?
(A) শঙ্করী প্রসাদ মামলা, ১৯৫১
(B) গােলকনাথ মামলা, ১৯৬৭
(C) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩
(D) মিনার্ভা মিক্স মামলা, ১৯৮০
82. ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরােধী যে-কোনাে আইনকে বাতিল করার?
(A) 13 ধারা
(B) 14 ধারা
(C) 15 ধারা
(D) 16 ধারা
83. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, জরুরী অবস্থা ঘােষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না ?
(A) 352 ধারা
(B) 356 ধারা
(C) 360 ধারা
(D) 359 ধারা
84. নীচের কোনটি সঠিক?
(A) লেখ (writs) জারীর ক্ষেত্রে সুপ্রীমকোর্টের ক্ষমতা বেশী
(B) লেখ জারীর ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশী
(C) লেখ জারীর ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান
(D) সুপ্রীমকোর্ট লেখ জারী করতে পারে না
85. ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রীমকোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক (The protector and guarantor of fundamental rights) বলে উল্লেখ করা হয়েছে?
(A) 32 (1) ধারা
(B) 33(1) ধারা
(C) 13 (1) ধারা
(D) 14 (1) ধারা
86. পরমাদেশ (Mandamus) নীচের কাদের ক্ষেত্রে জারী করা যায় না?
(A) রাষ্ট্রপতির ক্ষেত্রে
(B) রাজ্যপালের ক্ষেত্রে
(C) কোনাে বেসরকারী আধিকারিকের ক্ষেত্রে
(D) উপরের সবগুলির ক্ষেত্রেই
87. সরকারী কোনাে পদ কোনাে ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুগ্রীম কোর্ট কোন্ লেখটি জারী করতে পারে ?
(A) পরমাদেশ
(B) উৎপ্রেষণ
(C) অধিকার পৃচ্ছা
(D) প্রতিষেধ
88. কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে?
(A) 33 ধারা
(B) 34 ধারা
(C) 35 ধারা
(D) 360 ধারা
89. আইনবিরােধী কাজকর্ম প্রতিরােধ আইন (Unlawful Activities Prevention Act) ভারতে কবে পাস হয়?
(A) 1965
(B) 1967
(C) 1977
(D) 1980
90. বলপূর্বক শ্রমবিরােধী আইন (The Bonded Labour System Abolition Act) ভারতে কবে পাস হয় ?
(A) 1976
(B) 1979
(C) 1980
(D) 1997
91. সংবিধান সংশােধনী বিল কোথায় পাস হতে হয়?
(A) শুধুমাত্র লােকসভায়
(B) শুধুমাত্র রাজ্যসভায়
(C) পার্লামেন্টের উভয় কক্ষে
(D) বিধান পরিষদে
92. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে?
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) কোনােটিই নয়
93. 19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত?
(A) 2টি
(B) 5টি
(C) 6টি
(D) 7টি
94. কোন্ সংবিধান সংশােধনের মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সঙ্কুচিত করা হয়?
(A) প্রথম সংশােধন
(B) দ্বিতীয় সংশােধন
(C) তৃতীয় সংশােধন
(D) চতুর্থ সংশােধন
95. কোন্ মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে ?
(A) সাম্যের অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সংস্কৃতি ও শিক্ষার অধিকার
96. ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারী অর্থে গঠিত ও পরিচালিত হােটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
(A) 14 ধারা
(B) 15 ধারা
(C) 16 ধারা
(D) 17 ধারা
97. অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে কোন অধিকারটিকে সুনিশ্চিত করার জন্য?
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) কোনােটিই নয়
98. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না (Punishment for the same offence more than one once)।
(A) 18 ধারা
(B) 19 ধারা
(C) 20 ধারা
(D) 21 ধারা
99. কততম সংবিধান সংশােধনের মাধ্যমে সরকারী ও (Public services) ক্ষেত্রে তফসিলী জাতি, উপজাতিলে সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় ?
(A) 77th
(B) 78th
(C) 79th
(D) 73th
100. নীচের কোনটি একটি আইনগত অধিকার (A legal right) হিসাবে গণ্য হয় ?
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) সম্পত্তির অধিকার
Constitution of India MCQ in Bengali – Set 7
121. গণপরিষদের খসড়া কমিটির মােট সদস্যসংখ্যা কত ছিল?
(A) সাত জন
(B) দশ জন
(C) পাঁচ জন
(D) আট জন
122. ভারতীয় সংবিধানের প্রথম খসড়া (The first draft of the Constitution of India) কবে প্রকাশিত হয় ?
(A) February 1948
(B) May 1947
(C) February 1950
(D) June 1946
123. সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হবার পর ভারতীয় জনগণকে কত মাস সময় দেওয়া হয়েছিল তাদের বক্তব্য বা মতামত জানানাের জন্য?
(A) দু\’ মাস
(B) তিন মাস
(C) আট মাস
(D) দশ মাস
124. ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া (Second (draft) কবে প্রকাশিত হয়েছিল?
(A) অক্টোবর 1948
(B) মে 1946
(C) জুন 1949
(D) জানুয়ারি 1950
125. ভারতে কাকে আধুনিক মনু (Molern Manu) বলে গণ্য করা হয়?
(A) পণ্ডিত জওহরলাল নেহরু
(B) ড, বি, আর, আম্বেদকর
(C) উ, রাজেন্দ্র প্রসাদ
(D) উ. কে. এম. মুন্সী
126. \’Father of the Constitution of India\’—কাকে বলা হয় ?
(A) পণ্ডিত জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী
(C) ড. বি. আর. আম্বেদকর
(D) ড. রাজেন্দ্রপ্রসাদ
127. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল ?
(A) ড. বি, আর, আম্বেদকর
(B) কে, এম, মুন্সী
(C) পণ্ডিত জওহরলাল নেহরু
(D) মহাত্মা গান্ধী
128. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল?
(A) July 22, 1947
(B) June 22, 1946
(C) July 21, 1948
(D) May 10, 1949
129. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত (National Anthem) গ্রহণ করেছিল?
(A) July 22, 1947
(B) January 24, 1950
(C) January 24, 1948
(D) January 24, 1947
130. ভারতীয় গণপরিষদ কবে জাতীয় গীত (National Song) গ্রহণ করেছিল?
(A) July 22, 1947
(B) January 24, 1950
(C) January 24, 1948
(D) January 24, 1947
131. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন (First general election) অনুষ্ঠিত হয়েছিল-
(A) 1950–1951
(B) 1951-1952
(C) 1952-1953
(D) 1947–1948
132. গণপরিষদের সভাপতি (President) কে নির্বাচিত হয়েছিলেন?
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) ড, বি, আর, আম্বেদকর
(C) মহাত্মা গান্ধী
(D) কে. এম. মুন্সী
133. গণপরিষদের সহ-সভাপতি (Vice-President) কে নির্বাচিত হন?
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) পণ্ডিত জে. নেহরু
(C) এইচ. সি. মুখার্জী
(D) কে. এম. মুন্সী
134. গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা (Constitutional advisor) হিসাবে কে নিযুক্ত হন?
(A) স্যার বি. এন. রাও
(B) ড. বি. আর. আম্বেদকর
(C) এইচ. সি. মুখার্জী
(D) কে. এম. মুন্সী
135. ভারতীয় গণপরিষদ যখন একটি \’আইনসভা\’ হিসাবে (Legislative body) কাজ করে তখন কে তার সভাপতি হন?
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) জি. ভি. মােভালংকার
(C) কে. এম. মুন্সী
(D) পণ্ডিত. জে. নেহেরু
136. 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভাল গণপরিষদের সদস্যসংখ্যা কত স্থির হয়েছিল?
(A) 332
(B) 340
(C) 389
(D) 489
137. ভারতীয় গণপরিষদ ড. রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল?
(A) January 24, 1950
(B) January 20, 1950
(C) January 26, 1950
(D) May 20, 1948
138. 26th November, 1949 ভারতীয় সংবিধানের কোন্ বিষয়টি কার্যকর হয়েছিল?
(A) নাগরিকতা
(B) মৌলিক অধিকার
(C) মৌলিক কর্তব্য
(D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
139. 26th January দিনটিতে ভারতীয় সংবিধানকে কেন কার্যকর করা হয় ?
(A) ঐ দিনটিতে জাতীয় কংগ্রেস গঠিত হয়
(B) ঐ দিনটিতে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবী করে
(C) ঐ দিনটিতে মহাত্মা গান্ধী কংগ্রেসে যােগ দেন
(D) উপরের কোনােটিই নয়
140. ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেওয়া হয়ে থাকে?
(A) প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা নয়
(B) জাতীয় কংগ্রেসের একক প্রাধান্য
(C) প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়
(D) উপরের সবগুলিই
Constitution of India MCQ in Bengali – Set 9
161. \’প্রধানমন্ত্রী শাসিত\’ শাসনব্যবস্থা বলতে কোন প্রকার শাসনব্যবস্থাকে বােঝায়?
(A) মন্ত্রীপরিষদ শাসিত
(B) ক্যাবিনেট শাসিত
(C) সংসদীয় শাসন
(D) উপরের সবগুলিই
162. ভারতে অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয় ?
(A) প্রধানমন্ত্রী
(B) লােকসভার স্পীকার
(C) আমলা
(D) বিচারপতি
163. ‘দেশের স্টিলফ্রেম’ কাদের বলে?
(A) আমলা
(B) প্রধানমন্ত্রী
(C) রাষ্ট্রপতি
(D) মুখ্যমন্ত্রী
164. ভারতীয় সংবিধানের কোন্ ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলােচিত হয়েছে?
(A) 54 ও 55 ধারা
(B) 56 ও 57 ধারা
(C) 57 ও 58 ধারা
(D) 110 ও 111 ধারা
165. ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিপদের যােগ্যতা বিষয়ে আলােচনা করা হয়েছে?
(A) 55 ধারা
(B) 56 ধারা
(C) 57 ধারা
(D) 58 ধারা
166. ভারতীয় সংবিধানের 58নং ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্রপতি যােগ্যতা স্বরূপ-
(A) লােকসভার সদস্য নির্বাচিত হবার যােগ্যতাসম্পন্ন হতে হবে
(B) রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যােগ্যতাসম্পন্ন হতে হবে
(C) যে-কোনাে কক্ষের সদস্য নির্বাচিত হবার যােগ্যতাসম্পন্ন হতে হবে
(D) উপরের কোনােটিই নয়
167. প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং রাষ্ট্রপতি হবার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন ?
(A) স্বরাষ্ট্র
(B) অর্থ
(C) প্রতিরক্ষা
(D) বিদেশ
168. \’রাষ্ট্রপতি নির্বাচন আইন\’ কোন্ খ্রিস্টাব্দে পাস হয় ?
(A) 1974
(B) 1975
(C) 1976
(D) 1977
169. 1974 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতির নির্বাচন আইন অনুসারে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কত টাকা জামানত হিসাবে জমা দিতে হয় ?
(A) 10,000 টাকা
(B) 15,000 টাকা
(C) 20,000 টাকা
(D) 25,000 টাকা
170. রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনােনয়ন পত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে?
(A) 50 জন
(B) 70 জন
(C) 80 জন
(D) 100 জন
171. রাষ্ট্রপতির নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা (Electoral college) গঠনের কথা কোন্ ধারায় উল্লেখ করা হয়েছে?
(A) 54 ধারা
(B) 59 ধারা
(C) 112 ধারা
(D) 261 ধারা
172. কোনটি সঠিক?রাষ্ট্রপতির নির্বাচনের জন্য গঠিত \’নির্বাচক সংস্থা\’র
(A) সকল সদস্যের ভােটমূল্য সমান
(B) সকল সদস্যের ভােটমূল্য সমান নয়
(C) কোনাে ভােটমূল্য নির্ধারিত হয় না
(D) কোনােটিই সঠিক নয়
173. 2002 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতির নির্বাচনে ড. এ. পি. জে. আবদুল কালামের বিরােধী প্রার্থী কে ছিলেন?
(A) প্রতিভা পাটিল
(B) শীলা দীক্ষিত
(C) শ্ৰীমতী লক্ষ্মী সায়গল
(D) ড. ভি. ভি. গিরি
174. মহাবিচার পদ্ধতি বা Impeachment বলতে বােঝায় যে পদ্ধতিতে-
(A) রাজ্যপালকে অপসারণ করা হয়
(B) প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়
(C) মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হয়
(D) রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়
175. রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন?
(A) এক মাস
(B) দু-মাস
(C) তিন মাস
(D) ছ-মাস
176. জাতীয় জরুরী অবস্থা (352 ধারা) ঘােষিত হলে তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমােদিত হতে হবে?
(A) এক মাস
(B) দু-মাস
(C) তিন মাস
(D) ছ-মাস
177. পার্লামেন্ট কর্তৃক অনুমােদিত হবার পর সাধারণভাবে কত মাস জাতীয় জরুরী অবস্থা (National Emergency) জারী থাকবে?
(A) এক মাস
(B) দ-মাস
(C) তিন মাস
(D) ছ মাস
178. রাজ্যে রাষ্ট্রপতি শাসনজারী হলে (365 নং ধারা) তা কতমাসের মধ্যে পার্লামেন্টে অনুমােদিত হতে হবে ?
(A) এক মাস
(B) দু-মাস
(C) তিন মাস
(D) ছ-মাস
179. ভারতীয় সংবিধানের কোন্ ধারাবলে রাষ্ট্রপতি সমস্ত সরকারী কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন?
(A) 352 ধারা
(B) 356 ধারা
(C) 360 ধারা
(D) 110 ধারা
180. কে সংসদের কোনাে কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন?
(A) ইন্দিরা গান্ধী
(B) রাজীব গান্ধী
(C) মােরারজী দেশাই
(D) পি. ভি. নরসীমা রাও
Constitution of India MCQ in Bengali – Set 10
181. ভারতে কয় প্রকার \’রাষ্ট্রকৃত্যক কমিশন’ (Public Service Commission) রয়েছে?
(A) এক প্রকার
(B) দু-প্রকার
(C) তিন প্রকার
(D) চার প্রকার
182. কেন্দ্রীয় রাষ্ট্রকত্যক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন?
(A) প্রধানমন্ত্রী
(B) স্পীকার
(C) রাষ্ট্রপতি
(D) উপরাষ্ট্রপতি
183. যৌথ রাষ্টকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিযুক্ত করেন?
(A) উপরাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) প্রধান বিচারপতি
(D) রাষ্ট্রপতি
184. রাজ্য রাষ্টকৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ নিযুক্ত হন?
(A) রাজ্যপাল
(B) মুখ্যমন্ত্রী
(C) রাষ্ট্রপতি
(D) স্পীকার
185. কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকৃত্যক কর্মীদের পদচ্যুতি ঘটে ?
(A) ভারত
(B) ব্রিটেন
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) কোনােটিই নয়
186. রাষ্ট্রকৃত্যক বা Public Service সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে আলােচিত হয়েছে?
(A) 308 – 323 ধারা
(B) 329 –333 ধারা
(C) 411 – 412 ধারা
(D) 220 – 225 ধারা
187. সর্বভারতীয় কৃত্যক রাজ্যসভা গঠন করতে পারে যদি ঐ সম্পর্কিত প্রস্তাবটি রাজ্যসভায় পাস হয়-
(A) সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়
(B) এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
(C) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়
(D) কোনােটিই নয়
188. ‘লী কমিশন’ (Lee Commission) নীচের কোন্ বিষয়টির সাথে যুক্ত?
(A) শিল্প
(B) কৃষি
(C) রাষ্ট্রকৃত্যক কমিশন গঠন
(D) ভূমি সংস্কার
189. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন কবে গঠিত হয়?
(A) ১লা অক্টোবর, ১৯২৬
(B) ১লা মে, ১৯২৭
(C) ১লা এপ্রিল, ১৯৩৪
(D) ২৬শে জানুয়ারী ১৯৫০
190. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের (UPSC) সদস্য হতে হলে সংশ্লিষ্ট সদস্য বা প্রার্থীকে কত বছরের সরকারী কর্মচারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে?
(A) ৫ বছর
(B) ১০ বছর
(C) ১৫ বছর
(D) ২০ বছর
191. কোন ধারাবলে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্টকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন?
(A) 312 ধারা
(B) 315 ধারা
(C) 317 ধারা
(D) 320 ধারা
192. রাষ্ট্রপতি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের পদচ্যুত করতে পারেন কার পরামর্শে বা অনুমােদনক্রমে?
(A) প্রধানমন্ত্রী
(B) উপরাষ্ট্রপতি
(C) কেন্দ্রীয় আইনমন্ত্রী
(D) সুপ্রীমকোর্টের পরামর্শে
193. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করে?
(A) রাষ্ট্রপতি
(B) উপরাষ্ট্রপতি
(C) প্রধানমন্ত্রী
(D) সুপ্রীমকোর্ট
194. লােকসভার সদস্যসংখ্যা অপরিবর্তিত রাখা হবে কোন্ খ্রিস্টাব্দ পর্যন্ত?
(A) 2009
(B) 2010
(C) 2011
(D) 2012
195. নাচের কোন ক্ষেত্রে লােকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভােগ করে থাকে?
(A) রাষ্ট্রপতিকে পদচ্যুত করা
(B) মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা
(C) সুপ্রীমকোর্টের বিচারপতিকে পদচ্যুত করা
(D) উপরের সবগুলিই
196. উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে—
(A) রাজ্যসভা
(B) লােকসভা
(C) উভয় কক্ষই
(D) রাষ্ট্রপতি
197. ভারতের বিচারব্যবস্থাকে অনেকে নীচের কোন্ আকারটির সাথে তুলনা করেন ?
(A) গােলক
(B) আয়তাকার
(C) পিরামিড
(D) কোনােটিই নয়
198. সুপ্রীমকোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কার চোখে একজন বিচক্ষণ আইন-বিশারদ বলে গণ্য হতে হবে?
(A) প্রধানমন্ত্রী
(B) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
(C) রাষ্ট্রপতি
(D) কেন্দ্রীয় আইনমন্ত্রী
199. ভারতের মূল সংবিধান অনুসারে সুপ্রীমকোর্টের মােট বিচারপতির সংখ্যা কত ছিল?
(A) আট জন
(B) দশ জন
(C) বারাে জন
(D) কুড়ি জন
200. ভারতীয় সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
(A) শ্রীমতী শীলা শেঠ
(B) শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি
(C) শ্ৰীমতী সানাে দেবী
(D) শ্ৰীমতী লক্ষ্মী সাইগল
Constitution of India MCQ in Bengali – Set 11
201. অবসর গ্রহণের পর সুপ্রীমকোর্টের একজন বিচারপতি কোন্ পদে নিযুক্ত হতে পারেন না?
(A) রাষ্ট্রদূত
(B) রাজ্যপাল
(C) উপরাষ্ট্রপতি
(D) হাইকোর্টের বিচারপতি
Note : সুপ্রীমকোর্টের প্রাক্তন বিচারপতি হিদায়েতুল্লা উপরাষ্ট্রপতি পদে আসীন হন। এছাড়া, সুপ্রীমকোর্টের বিচারপতিদের প্রায়শই বিভিন্ন কমিশনের প্রধান পদে নিযুক্ত হতে দেখা যায়। যেমন সারকারিয়া কমিশন, ওয়াঞ্চ কমিশন প্রভৃতি।
202. ভারতের সর্বোচ্চ ফৌজদারী আদালত কোনটি ?
(A) হাইকোর্ট
(B) সুপ্রীমকোর্ট
(C) রাজ্যসভা
(D) লােকসভা
203. ভারতীয় সংবিধানের কোন ধারাবলে রাষ্ট্রপতি প্রয়ােজনে সুপ্রীমকোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন?
(A) 140 ধারা
(B) 141 ধারা
(C) 142 ধারা
(D) 143 ধারা
Note :সংবিধান অনুসারে সুপ্রীমকোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে যেমন বাধ্য নয় ; তেমনি রাষ্ট্রপতিও সুপ্রীমকোর্টের পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকেন না। কিন্তু বাস্তবে আজ পর্যন্ত রাষ্ট্রপতি সুপ্রীমকোর্টের কাছে যতবার পরামর্শ চেয়েছেন, সুপ্রীমকোর্ট ততবারই পরামর্শ দিয়েছে এবং রাষ্ট্রপতি প্রতিটি ক্ষেত্রে তা গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায় ১৯৫৭ খ্রিস্টাব্দে কেরল শিক্ষা বিল, ১৯৫৯ খ্রিস্টাব্দে বেরুবারী হস্তান্তর, ১৯৮২ খ্রিস্টাব্দে জন্ম ও কাশ্মীর পুনর্বাসন বিল, ১৯৮৫ খ্রিস্টাব্দে সংরক্ষণ (কর্ণাটক) সংক্রান্ত বিল প্রশ্নে রাষ্ট্রপতি পরামর্শ চাইলে সুপ্রীমকোর্ট সেই সবক্ষেত্রে পরামর্শ দেয় ও রাষ্ট্রপতি তা গ্রহণ করেন।
204. সুপ্রীমকোর্ট নীচের কোন্ কাজটি করতে পারে?
(A) আদালত অবমাননাকারীকে শাস্তি দিতে পারে।
(B) নিজের দেওয়া রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
(C) স্বীয় কার্যকলাপকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাষ্ট্রপতির অনুমােদন নিয়ে সংসদীয় আইনের সঙ্গে সমতা রেখে প্রয়ােজনীয় নিয়মাবলী প্রণয়ন করতে পারে।
(D) লােকসভার স্পীকারের যে-কোনাে সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে।
205. কলিকাতা ও বােম্বাই হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(A) 1862
(B) 1864
(C) 1874
(D) 1884
206. কোন্ সংবিধান সংশােধনে বলা হয় যে, দুই বা ততােধিক রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে
(A) সপ্তম সংশােধন, (১৯৫৬)
(B) অষ্টম সংশােধন, (১৯৬০)
(C) প্রথম সংশােধন, (১৯৫১)
(D) কোনােটিই নয়
207. কোনাে হাইকোর্টের কাজের চাপ হ্রাসের জন্য রাষ্ট্রপতি কতবছরের জন্য অতিরিক্ত বিচারপতি নিয়ােগ করে থাকেন?
(A) ২ বছর
(B) ৫ বছর
(C) ৬ বছর
(D) ৭ বছর
208. হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন?
(A) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
(B) রাষ্ট্রপতি
(C) পার্লামেন্ট
(D) প্রধানমন্ত্রী
209. রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারেন?
(A) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
(B) প্রধানমন্ত্রী
(C) পার্লামেন্ট
(D) রাজ্যপাল
210. হাইকোর্টের কোনাে বিচারপতি অবসর গ্রহণের পর কোন্ ক্ষেত্রে নিযুক্ত হতে পারেন না।
(A) নিম্ন আদালতের কোনাে অ্যাডভােকেট বা আইন-ব্যবসায়ী
(B) কেন্দ্রীয়মন্ত্রী
(C) রাজ্যপাল
(D) রাষ্ট্রদূত
211. হাইকোর্টের বিচার করার ক্ষমতা বা এক্তিয়ার কে সম্প্রসারিত করতে পারে ?
(A) রাষ্ট্রপতি
(B) পার্লামেন্ট
(C) সুপ্রীমকোর্ট
(D) প্রধানমন্ত্রী
Note : গৌহাটি হাইকোর্টের অধীনে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যাণ্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুর—এই সাতটি রাজ্য রয়েছে। উল্লেখ্য গৌহাটি হাইকোর্ট 1948 খ্রিস্টাব্দে স্থাপিত
212. রাজস্ব সংক্রান্ত বিষয়টি হাইকোর্টের কোন এলাকাভুক্ত ক্ষমতা হিসাবে গণ্য হয় ?
(A) মূল এলাকা
(B) আপীল এলাকা
(C) অধিকার সংক্রান্ত এলাকা
(D) আইনের বৈধতা বিচার এলাকা
213. কলিকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন্ প্রকার মামলা অন্তর্ভুক্ত নয় ?
(A) দেওয়ানী মামলা
(B) ফৌজদারী মামলা
(C) দেওয়ানী ও ফৌজদারী মামলা
(D) কোনােটিই নয়
Note :মূল এলাকার অর্থ হল সরাসরি মামলা দায়ের করার ক্ষমতা। সংবিধানের 42তম সংশােধনে (১৯৭৬) রাজস্ব সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের মূল এলাকার বিলােপ করা হয়। কিন্তু 44তম সংশােধনের (১৯৭৮) মাধ্যমে এই ক্ষমতা আবার হাইকোর্টকে ফিরিয়ে দেওয়া হয়। কলিকাতা, বােম্বাই ও মাদ্রাজ হাইকোর্টের পূর্বে দেওয়ানী ও ফৌজদারী উভয় ক্ষেত্রেই মূল এলাকা ছিল। কিন্তু ১৯৭৩ খ্রিস্টাব্দে ফৌজদারী দণ্ডবিধি (The Criminal Procedure Code, 1973)\’র মাধ্যমে উক্ত হাইকোর্টগুলির ফৌজদারী মূল এলাকাটির বিলােপ ঘটানাে হয়। ফলে উক্ত হাইকোর্টগুলির বর্তমানে শুধুমাত্র দেওয়ানী মামলার ক্ষেত্রেই মূল এলাকাটি স্বীকৃত। এই তিনটি প্রেসিডেন্সী শহরে নগর দায়রা আদালত (City Sessions Court) ফৌজদারী মামলার বিচার করে। দেওয়ানী মামলা সংক্রান্ত মূল এলাকাটি কেবলমাত্র কলিকাতা, বােম্বাই ও মাদ্রাজ হাইকোর্টেরই রয়েছে।
214. দায়রা জজ কোনাে ফৌজদারী মামলায় কোনাে ব্যক্তিকে কত বছরের কারাদণ্ড দিলে, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল
(A) এক বছর
(B) সাত বছর
(C) দশ বছর জেনাবেল সারা
(D) চোদ্দ বছর
215. লেখ বা নির্দেশ (Writs) জারীর ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভােগ করে ?
(A) জজ কোর্ট
(B) হাইকোর্ট
(C) সুপ্রীমকোর্ট
(D) নগর দায়রা আদালত
Note: লেখ বা নির্দেশ (writs) জারীর ক্ষেত্রে সুপ্রীমকোর্টের তুলনায় হাইকোর্ট অধিক ক্ষমতা ভােগ করে। কারণ সুপ্রীমকোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারী করার ক্ষমতা ভােগ করে। অপরদিকে হাইকোর্ট মৌলিক অধিকার ও অন্যান্য আইনগত অধিকার বলবৎ করার জন্যও লেখ জারী করতে পারে। লেখ জারীর ক্ষেত্রে হাইকোর্টগুলির এই অতিরিক্ত ক্ষমতা সংবিধানের 42তম সংশােধনের মাধ্যমে বিলােপ করা হলেও 44তম সংশােধনের মাধ্যমে হাইকোর্টগুলিকে উক্ত ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়। এই সংশােধনী আইন অনুসারে হাইকোর্টের ‘বন্দী প্রত্যক্ষীকরণ’ নামক লেখ জারীর ক্ষমতা জরুরী অবস্থাকালীন সময়েও খর্ব করা যায় না।
216, অভিলেখ আদালত (Court of Record) হিসাবে কোন্ আদালত কাজ করে থাকে ?
(A) হাইকোর্ট
(B) সুপ্রীমকোর্ট
(C) হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট
(D) কোনােটিই নয়
217. জেলা জজের নিয়ােগ, বদলী বা পদোন্নতির বিষয় কে সিদ্ধান্ত নিয়ে থাকেন ?
(A) রাজ্যপাল
(B)হাইকোর্টের প্রধান বিচারপতি
(C) রাষ্ট্রপতি
(D) মুখ্যমন্ত্রী
218. জেলার সর্বোচ্চ আদালত কোনটি?
(A) জেলা জজের আদালত
(B) মুন্সেফ আদালত
(C) ন্যায় পঞ্চায়েত
(D) হাইকোর্ট
219. জেলা জজ আদালতের নীচে কোন্ আদালতের অবস্থান?
(A) সাব জজ আদালত
(B) মুন্সেফ আদালত
(C) ন্যায় পঞ্চায়েত
(D) লােক আদালত
220. সাব জজ আদালতের নীচে কোন্ আদালতের অবস্থান?
(A) মুন্সেফ আদালত
(B) ন্যায় পঞ্চায়েত
(C) লােক আদালত
(D) কোনােটিই নয়
221. জেলার সর্বোচ্চ ফৌজদারী আদালত হল-
(A) লােক আদালত
(B) ন্যায় পঞ্চায়েত
(C) মুন্সেফ আদালত
(D) দায়রা জজ আদালত
222. প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নীচের কোন্ আদালত বিচার করে?
(A) পঞ্চায়েত আদালত
(B) লােক আদালত
(C) সাব জজ আদালত
(D) কোনােটিই নয়
223. লােক আদালতের কোন এক্তিয়ার বা ক্ষমতাটি রয়েছে ?
(A) দেওয়ানী এক্তিয়ার
(B) ফৌজদারী এক্তিয়ার
(C) দেওয়ানী ও ফৌজদারী উভয়
(D) কোনােটিই নয়
224. লােক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যায় ?
(A) সাব-জজ আদালতে
(B) হাইকোর্টে
(C) পঞ্চায়েত আদালতে
(D) কোনাে আদালতেই নয়।
Note : লােক আদালত যেহেতু বাদী ও বিবাদী উভয় পক্ষের সহমতের ভিত্তিতে বিচারকার্য সম্পাদন করে, তাই এই আদালতের রায়