1000+ Chemistry GK MCQ in Bengali | PDF Download | রসায়ন MCQ
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 1
1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়?
(A) পদার্থের ভর আছে
(B) পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য
(C) পদার্থ গতিশীল
(D) পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে
2. নীচের কোনটি অসমসত্ত্ব পদার্থ?
(A) বায়ু
(B) জল
(C) CO2
(D) H2S
3. পদার্থের ধর্মের ভিত্তিতে কতভাগে ভাগ করা যায় ?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
4. পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি ?
(A) N2
(B) O2
(C) H2
(D) Si
5. নিম্নলিখিত কোন্ আয়নটি সমুদ্রজলে সবচেয়ে কম আছে?
(A) ক্যালশিয়াম
(B) পটাশিয়াম
(C) ম্যাগনেশিয়াম
(D) ব্রোমাইড
6. আর্সেনিক একপ্রকার-
(A) ধাতু
(B) ধাতুকল্প
(C) অধাতু
(D) ধাতবমল
7. ধাতুকল্পের মধ্যে থাকে—
(A) ধাতুর বৈশিষ্ট্য
(B) অধাতুর বৈশিষ্ট্য
(C) ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য
(D) নতুন বৈশিষ্ট্য
8. ক্রোমাটোগ্রাফী হল—
(A) ক্রোমােজোম আলাদা করার পদ্ধতি
(B) উর্দ্ধপাতন করার পদ্ধতি
(C) মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
(D) কোনটাই নয়
9. সবচেয়ে ভারি অধাতু কোনটি ?
(A) Br2
(B) Cl2
(C) I2
(D) F
10. নীচের কোনটি অধাতু হলেও তড়িৎধনাত্মক?
(A) H2
(B) Cl2
(C) C
(D) S
11. সারা পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গসেমিতে কত লিটার জল রয়েছে ?
(A) 260
(B) 240
(C) 293
(D) 273
12. লিথােস্ফিয়ার পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে?
(A) 25
(B) 30
(C) 35
(D) 40
13. নীচের কোনটি চকচকে অধাতু?
(A) সালফার
(B) অক্সিজেন
(C) গ্রাফাইট
(D) ক্লোরিন
14. সবচেয়ে হাল্কা ধাতু কোনটি ?
(A) Li
(B) Na
(C) Mg
(D) Be
15. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন?
(A) Mg এর দহন
(B) Pt তারের দহন
(C) দাবানল
(D) লােহায় মরিচা পড়া
16. রক্ত কী ধরনের মিশ্রণ ?
(A) প্রকৃত দ্রবণ
(B) কলয়েড দ্রবণ
(C) সাসপেনশন
(D) কোনােটিই নয়
17. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে?
(A) চিনি
(B) খাদ্যলবণ
(C) কলিচুন
(D) সােডা
18. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে?
(A) NH3
(B) NaCl
(C) CaCO3
(D) কোনটিই নয়
19. জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে?
(A) দার্জিলিং-এ কম কিন্তু কলকাতায় বেশি
(B) কলকাতায় কম, দার্জিলিং-এ বেশি
(C) দুটি জায়গাতে সমান
(D) কোনােটিই নয়
20. ধোঁয়া হল-
(A) তরল অ্যারােসল
(B) উদগ্রাহী পদার্থ
(C) জলাকর্ষী পদার্থ
(D) কঠিন অ্যারােসল
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 2
21. কলয়েড দ্রাব কণার ব্যাস কত?
(A) সেমি.
(B) সেমি.
(C) সেমি.
(D) সেমি. বা তার বেশি
22. দ্রাব্যতার একক কী?
(A) গ্রাম/সিসি
(B) গ্রাম/°C/সিসি
(C) নির্দিষ্ট একক নেই (শুধু সংখ্যামাত্র)
(D) কিগ্রা/°C/সিসি
23. নীচের কোনটি একটি জলাকর্মী পদার্থ?
(A) NH3
(B) P2O5
(C) HCI
(D) HI
24. নীচের কোন্টি একটি উদত্যাগী পদার্থ?
(A) Na2CO3, 10H20
(B) Na2CO3 5H2O
(C) MgCl2, 10H2O
(D) MgCl2, 5H2O
25. কোন ধরনের পর্দার মধ্য দিয়ে কোলয়েড কণা যেতে পারে না। কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে ?
(A) পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার
(B) ফিল্টার কাগজ
(C) ছাঁকনি
(D) কোনােটিই নয়
26. দ্রাব ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে কতভাগে ভাগ করা যায় ?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
27. সংকর ধাতু ব্রোঞ্জে কোটি দ্রাব ও দ্রাবক?
(A) Al—দ্রাব ও Mg-দ্রাবক
(B) Mg-দ্রাব ও Al-দ্রাব
(C) Cu-দ্রাবক ও Sn—দ্রাব
(D) Sn—দ্রাব ও Al-দ্রাবক
28. দুধের কলয়েড দ্রবণে কোন্টি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম ?
(A) বিস্তার মাধ্যম প্রােটিন ও বিস্তৃত দশা ফ্যাট
(B) বিস্তার মাধ্যম ফ্যাট ও বিস্তৃত দশা প্রােটিন
(C) বিস্তার মাধ্যম জল, বিস্তৃত দশা ফ্যাট
(D) বিস্তার মাধ্যম জল, বিস্তৃত দশা প্রােটিন
29. নিম্নের পদার্থগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বের করুন :
A B
(1) CuSO4, 5H2O (A) হােয়াইট ভিট্রিয়ল
(2) MgSO4, 7H2O (B) ব্লু ভিট্রিয়ল
(3) ZnSO4, 7H2O (C) গ্রিন ভিট্রিয়ল।
(4) FeSO4, H2O (D) এপসম সল্ট
(i) 1-b, 2-d, 3-c, 4-a
(ii) 1-d, 2-b, 3-a, 4-c
(iii) 1-b, 2-d, 3-a, 4-c
(iv) 1-d, 2-b, 3-c, 4-a
30. তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার?
(A) নিউটনের
(B) চার্লসের
(C) বয়েলের
(D) হেনরীর
31. হিরাকসের সঙ্কেত কী?
(A) FeSO4, 7H20
(B) NaCl
(C) AgCI
(D) C
32. সােডাওয়াটার বা লেমনেডের বােতলের ছিপি খুললেই কি গ্যাস বেরিয়ে আসে?
(A) CO
(B) NO
(C) CO2
(D) NO2
33. FeCl3 কী ধরনের পদার্থ?
(A) উদত্যাগী পদার্থ
(B) জলাকর্ষী পদার্থ
(C) উদগ্রাহী পদার্থ
(D) কোনােটিই নয়
34. তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ—
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) প্রথমে সমানুপাতিক পরে ব্যস্তানুপাতিক
(D) কোনােটিই নয়
35. দ্রবণ কোন ধরনের পদার্থ?
(A) মিশ্র পদার্থ
(B) মৌলিক পদার্থ
(C) যৌগিক পদার্থ
(D) কোনােটিই নয়
36. নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
(A) নিউল্যান্ড
(B) ডােবেনিয়ার
(C) মেন্ডেলিফ
(D) বাের
37. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মােট কটি শ্রেণী রয়েছে?
(A) 16
(B) 17
(C) 18
(D) 19
38. মেন্ডেলিফের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করছে?
(A) ‘O’
(B) ‘V’
(C) ‘VII’
(D) ‘II’
39. মেন্ডেলিফ নিম্নের কোন্ মৌলকে দুষ্ট মৌল (Rogue element) রূপে চিহ্নিত করেছেন?
(A) N
(B) U
(C) Th
(D) H
40. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র নিম্নের কিসের ভিত্তিতে করা হয়েছে?
(A) পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে
(B) পারমাণবিক সংখ্যার ভিত্তিতে
(C) মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে
(D) উপরের সবকটির ভিত্তিতে
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 3
41. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড়াে?
(A) Li
(B) Be
(C) B
(D) C
42. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত?
(A) 105
(B) 109
(C) 108
(D) 110
43. বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কত?
(A) 14
(B) 15
(C) 13
(D) 16
44. বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে ?
(A) V
(B) VI
(C)VII
(D) II
45. অ্যাক্টিনাইডস মৌলের প্রধান ধর্ম কী?
(A) এরা ধাতু
(B) এরা তড়িৎঋণাত্মক
(C) এরা রঙিন
(D) এরা তেজস্ক্রিয়
46. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক?
(A) Na
(B) Mg
(C) S
(D) AI
47. অ্যাক্টিনাইডস্ মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে ?
(A) V
(B) VI
(C) VII
(D) VIII
48. নিম্নের কোনটি সন্ধিগত মৌল?
(A) Fe
(B) Np
(C) He
(D) Na
49. নিম্নের কোটি ইউরেনিয়ামােত্তর মৌল?
(A) Ce
(B) Lu
(C) He
(D) Pu
50. নিম্নের কোন্টি আদর্শ মৌল?
(A) Ne
(B) Mg
(C) Fe
(D) U
51. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন ?
(A) নিউটন
(B) মেন্ডেলিফ
(C) বাের
(D) প্ল্যাঙ্ক
52. মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি ?
(A) লুটেসিয়াম
(B) নেপচুনিয়াম
(C) হ্যানিয়াম
(D) মাইটনেরিয়াম
53. পর্যায় সারণীর কোন্ কোন পর্যায়ের মৌলকে বলে আদর্শ মৌল ?
(A) দ্বিতীয় ও তৃতীয়
(B) তৃতীয় ও চতুর্থ
(C) প্রথম ও দ্বিতীয়
(D) চতুর্থ ও পঞ্চম
54. সােডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেলনপথ্যালিনের বর্ণ কেমন?
(A) অপরিবর্তিত থাকে
(B) পরিবর্তিত হয়
(C) কালাে হয়
(D) লাল হয়
55. NH3, আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতি করে?
(A) ফুসফুস
(B) কিডনি
(C) হার্ট
(D) চোখ
56. KO2 কী ধরনের অক্সাইড?
(A) পলি অক্সাইড
(B) মিশ্র অক্সাইড
(C) সুপার অক্সাইড
(D) সাব অক্সাইড
57. প্রশম দ্রবণের pH কত ?
(A) ৪
(B) 5
(C) 6
(D) কোনটাই নয়
58. হাইপাে ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
(A) 2
(B) 1
(D) 4
(C) 3
59. BF3 কী ধরনের অ্যাসিড?
(A) লুইস অ্যাসিড
(B) সাব অ্যাসিড
(C) ফ্লোরিক অ্যাসিড
(D) নর্মাল অ্যাসিড
60. কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র?
(A) লঘু অ্যাসিড
(B) গাঢ় অ্যাসিড
(C) তরল অ্যাসিড
(D) কঠিন অ্যাসিড
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 4
61. লেবুতে থাকে নীচের কোন অ্যাসিড?
(A) ফর্মিক অ্যাসিড
(B) সাইট্রিক অ্যাসিড
(C) ল্যাকটিক অ্যাসিড
(D) ম্যালিক অ্যাসিড
62. KNO3 নিম্নের কোন্ ধরনের লবণ?
(A) নর্মাল লবণ
(B) বেসিক লবণ
(C) বাই লবণ
(D) কোনটাই নয়
63. কোন যুগের বিজ্ঞানীরা HNO3-কে বলতেন অ্যাকোয়া ফরটিস ?
(A) ভিক্টোরিয়ান যুগ
(B) নিউটন যুগ
(C) চসার যুগ
(D) অ্যালকেমী যুগ
64. বিলীয়মান রঙ তৈরি করতে অ্যামােনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে নিচের কোনটি মেশানাে হয় ?
(A) মিথাইল অরেঞ্জ
(B) লিটমাস
(C) ফেনপথ্যালিন
(D) মিথাইল রেড
65. রসায়নের রাজা নিচের কোন্ পদার্থকে বলা হয়?
(A) HCI
(B) H2SO4
(C) HNO3
(D) H3PO4
66. HCI প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী?
(A) প্রিস্টলী
(B) ল্যাভয়সিয়ে
(C) ক্যাভেন্ডিস
(D) পাউলিং
67. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন?
(A) লাল
(B) কমলা
(C) হলুদ
(D) বর্ণহীন
68. নিচের কোনটি হাইড্রোনিয়াম আয়ন?
(A) H3O–
(B) OH–
(C) H3O+
(D) H+
69. KHCO3 নিচের কোন্ ধরনের লবণ?
(A) শমিত লবণ
(B) বাইলবণ
(C) অ্যাসিড লবণ
(D) ক্ষারীয় লবণ
70. বায়ু কী জাতীয় পদার্থ?
(A) জলীয়
(B) গ্যাসীয়
(C) সমসত্ত্ব
(D) অসমসত্ন
71. চিলি সল্ট পিটার-এর সঙ্কেত নিম্নলিখিত কোনটি?
(A) NaNO3
(B) Na2SO4
(C) NaCl
(D) Na2CO3
72. চিলি সন্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়?
(A) এশিয়া
(B) ইউরােপ
(C) দক্ষিণ আমেরিকা
(D) উত্তর আমেরিকা
73. ক্ষারীয় দ্রবণের pH কত?
(A) 7 এর বেশি
(B) 7 এর কম
(C) 7
(D) কোনােটাই নয়
74. কোনটি সবচেয়ে হালকা মৌল ?
(A) H2O
(B) H2
(C) SO4
(D) 2NaH
75. সামুদ্রিক অ্যাসিড কোন্ অ্যাসিডকে বলা হয় ?
(A) H2SO4
(B) HCl
(C) HNO3
(D) HI
76. তিন আয়তন ঘন HCl-এর সাথে কয় আয়তন ঘন HNO3 দিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি হয় ?
(A) এক আয়তন
(B) দুই আয়তন
(C) তিন আয়তন
(D) চার আয়তন
77. নিচের কোনটি জল শােষণ করতে পারে?
(A) লঘু HCl
(B) গাঢ় HCl
(C) লঘু H2SO4
(D) গাঢ় H2SO4
78. হিরাকষের সঙ্কেত কী?
(A) Fe2S
(B) Fe2O3
(C) FeCl3
(D) FeSO4
79. জারণ হল-
(A) ইলেকট্রন গ্রহণ
(B) ইলেকট্রন বর্জন
(C) দুটোই
(D) কোনটাই নয়
80. নিম্নলিখিত কোনটি জারক পদার্থ?
(A) S
(B) H2S
(C) SO2
(D) HBr
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 5
81. নিম্নলিখিত কোনটি বিজারক দ্রব্য ?
(A) HNO3
(B) গাঢ় H2SO4
(C) S
(D) HI
82. নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক?
(A) জারক পদার্থ নিজে জারিত হয়।
(B) বিজারক পদার্থ নিজে বিজারিত হয়
(C) জারণ ও বিজারণ একইসাথে ঘটে
(D) সবকটি ঠিক
83. বিজারণ হল—
(A) ইলেকট্রন বর্জন
(B) ইলেকট্রন গ্রহণ
(C) দুটোই
(D) কোনটাই নয়
84. Na সাধারণত কি করে—
(A) 2e গ্রহণ করে
(B) 2e বর্জন করে
(C) le গ্রহণ করে
(D) 1e বর্জন করে
85. জারক পদার্থ নিজে কি হয়—
(A) জারিত হয়
(B) বিজারিত হয়
(C) দ্রবীভূত হয়
(D) কেলাসিত হয়
86. নিচের কোনটি বিজারক দ্রব্য ?
(A) CO
(B) Br2
(C) S
(D) H2SO4
87. CO ও Cl2 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় COCl2। এটি কী বিক্রিয়া?
(A) সংযােগ
(B) প্রতিস্থাপন
(C) যুত
(D) বিনিময়
8৪. রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়ে তথ্য পাওয়া যায়?
(A) পদার্থের অণু-পরমাণুর সংখ্যা
(B) বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ
(C) গ্যাসীয় পদার্থের আয়তনমাত্রিক সম্পর্ক
(D) সবকটি থেকে
89. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকরী পদার্থকে কী বলে?
(A) বিকারক
(B) বিক্রিয়াজাত
(C) বিগালক
(D) সংযুক্তি
90. নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়?
(A) বিক্রিয়া বা বিক্রিয়াজাত দ্রব্যের ভৌত অবস্থা
(B) বিক্রিয়াটি তাপ উৎপাদক কিনা
(C) বিক্রিয়াটি উভমুখী কিনা
(D) সবকটি থেকে
91. H2-এর নাম জ্বলন্ত বায়ু কে দেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) ক্যাভেন্ডিস
(C) রবার্ট বয়েল
(D) পাউলিং
92. নিম্নলিখিত কোনটি অনুঘটকের বিষ হিসাবে কাজ করে?
(A) AS2O3
(B) Pt
(C) Mo
(D) Pb
93. কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হীরক হল বিশুদ্ধতম কার্বন ?
(A) রবার্ট বয়েল
(B) নিউটন
(C) টেন্যান্ট
(d) পাউলিং
94. সবচেয়ে উচ্চমানের কয়লা নিম্নলিখিত কোনটি ?
(A) পিট
(B) অ্যানথ্রাসাইট
(C) বিটুমিনাস
(D) লিগনাইট
95. 1 আন্তর্জাতিক ক্যারট = কত গ্রাম?
(A) 0.002
(B) 0.200
(C) 0.003
(D) 0:300
96. কোন্ মৌলটির অন্তর্ভূতি ক্ষমতা রয়েছে?
(A) Pd
(B) O2
(C) H2
(D) S
97. পরা অনুঘটক কাকে বলে ?
(A) পজিটিভ অনুঘটক
(B) নেগেটিভ অনুঘটক
(C) স্বয়ং অনুঘটক
(D) উদ্দীপক
98. অক্সি-অ্যাসিটিলিন গ্যাসের শিখার তাপমাত্রা কত হয় ?
(A) 200°C
(B) 3000°C
(C) 300°C
(D) 2000°C
99. কোনটি অক্সিজেন শােষণ করে নেয় ?
(A) ম্যাগনেশিয়াম পাইরােগ্যালেট
(B) সােডিয়াম পাইরােগ্যালেট
(C) পটাশিয়াম পাইরােগ্যালেট
(D) জিঙ্ক পাইরােগ্যালেট
100. বসের পদ্ধতি দ্বারা নিচের কোন্ মৌল তৈরি হয়?
(A) O2
(B) N2
(C) C
(D) H2
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 6
101. সমআয়তন CO ও H2-এর মিশ্রণকে কী বলে?
(A) ওয়াটার গ্যাস
(B) হাইড্রোজেন গ্যাস
(C) পলিউটেড গ্যাস
(D) লাফিং গ্যাস
102. অধিশােষণ পদার্থের কোন্ তল দ্বারা ঘটে?
(A) উল
(B) নিম্নল
(C) পার্শ্বতল
(D) পৃষ্ঠতল
103. জাপান ব্ল্যাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয় ?
(A) গ্যাস কার্বন
(B) কোক
(C) অঙ্গার
(D) ঝুল
104. অঙ্গার বা চারকোল জলে ভাসে কারণ-
(A) এটি জলের চেয়ে হালকা
(B) এটি H-এর চেয়ে হালকা
(C) এটির ঘনত্ব জলের চেয়ে কম
(D) এটি সচ্ছিদ্র
105. কোন্ দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হীরক পাওয়া যায় ?
(A) দক্ষিণ আফ্রিকায়
(B) ব্রাজিলে
(C) রাশিয়ায়
(D) চিলিতে
106. হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুত হয় ?
(A) N2
(B) O2
(C) H2
(D) C
107. কোন ধরনের কয়লার অন্তর্ভূম পাতনে কোক পাওয়া যায় ?
(A) পিট
(B) লিগনাইট
(C) বিটুমিনাস
(D) অ্যানথ্রাসাইট
108. গ্যাস-থার্মোমিটারে নিম্নলিখিত কোন গ্যাস থাকে ?
(A) O2
(B) H2
(C) N2
(D) Cl2
109. ভারি জলের সঙ্কেত কী ?
(A) S2O
(B) D2O
(C) N2O
(D) K2O
110. জল একটি যৌগিক পদার্থ নিচের কোন্ বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন ?
(A) পাউলিং
(B) রবার্ট বয়েল
(C) ক্যাভেণ্ডিস
(D) প্রীষ্টলী
111. কোন্ জল পানের পক্ষে বেশি বিশুদ্ধ?
(A) পাতিত জল
(B) আয়নমুক্ত জল
(C) ঝরনার জল
(D) সমুদ্রের জল
112. খর জলে সাবান ব্যবহারের অসুবিধা কী ?
(A) কাপড় পরিষ্কার হয় না
(B) কাপড় কালাে হয়ে যায়
(C) কাপড় নােনতা হয়ে যায়
(D) সাবানের অপচয় ঘটে
113. তেল ছবির সাদা রঙ কালাে হয় কোন পদার্থ উৎপন্ন হওয়ার ফলে?
(A) PbS
(B) PbS2
(C) AgCl
(D) MgSO4
114. পচা ডিমের গন্ধযুক্ত কোন্ গ্যাস?
(A) NO
(B) NH3
(C) H2S
(D) NO2
115. CO2 আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
(A) ভন হেলমেন্ট
(B) ক্যাভেণ্ডিস
(C) ল্যাভয়সিয়ে
(D) প্রীস্টলী
116. ইডিওমিটার যন্ত্রটি ইংরেজি কোন্ অক্ষরের মতাে দেখতে ?
(A) L
(B) N
(C) S
(D) U
117. অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কেমন?
(A) ক্ষারধর্মী
(B) অ্যাসিডধর্মী
(C) প্রশম
(D) উভধর্মী
118. H2S গ্যাস প্রস্তুতিতে কোন দ্রব্য দ্বারা একে শুদ্ধ করা হয় ?
(A) P2O5
(B) V2O5
(C) CaO
(D) CaCl2
119. ইউরিয়া থেকে নিচের কোন পদার্থ প্রস্তুত করা যায় ?
(A) H2S
(B) HgO
(C) H2O
(D) NH3
120. বাতাসে CO2 শতকরা কত ভাগ আছে?
(A) 1.03
(B) 2.03
(C) 0.05
(D) 0.03
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 7
121. শুষ্ক বরফ (Dry ice) আসলে কী?
(A) NH3
(B) H20
(C) CO2
(D) H2SO4
122. নিচের কোনটি জলের খরতার কারণ ?
(A) লৌহঘটিত লবণ
(B) সালফেট লবণ
(C) ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের বাইকার্বনেট
(D) সবকটি
123. জলে অতিবেগুনী রশ্মি চালনা করলে কী হবে?
(A) আয়নমুক্ত হবে
(B) জীবাণুমুক্ত হবে
(C) খরতা দূর হবে
(D) সবকটি
124. অগ্নিনির্বাপক হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(A) NH3
(B) H2S
(C) CO2
(D) H2SO4
125. কোন বিখ্যাত গ্রন্থে S-কে জলন্ত পাথর হিসাবে বলা হয়েছে?
A) কোরান
(B) বাইবেল
(C) বেদ
(D) জেন্দাবেস্তা
126. রম্বিক সালফারের কয়টি তল থাকে?
(A) 7
(B) 6
(C) 8
(D) 9
127. Na2S2O3 বা সােডিয়াম থায়ােসালফেট যৌগ কোন্ শিল্পে কাজে লাগে?
(A) বস্ত্রশিল্প
(B) কাগজশিল্প
(C) হস্তশিল্প
(D) ফটোগ্রাফী
128. গ্যালেনা কীসের আকরিক?
(A) SO2
(B) S
(C) C
(D) CO2
129. নিচের কোন্ পদার্থে সালফার দ্রবীভূত হয়?
(A) উত্তপ্ত জল
(B) উত্তপ্ত বেঞ্জিন
(C) ঠাণ্ডা জল
(D) উত্তপ্ত HCl
130. আলট্রামেরিন-এর রঙ কেমন?
(A) নীল
(B) হলুদ
(C) কালো
(D) সাদা
131. S-এর নিষ্কাশন কোন উপায়ে হয় ?
(A) ওয়াল্ড পদ্ধতি
(B) হেবার পদ্ধতি
(C) ভন পদ্ধতি
(D) হ্রাস পদ্ধতি
132. SO2 কী ধরনের অক্সাইড ?
(A) আম্লিক
(B) ক্ষারীয়
(C) প্রশম
(D) উভধর্মী
133. ফসফিনের গন্ধ কেমন?
(A) পচা মাছ
(B) পচা সবজি
(C) পচা মাংস
(D) পচা ডাল
134. তেজস্ক্রিয় P কোন রােগের চিকিৎসায় কাজে লাগে?
(A) যক্ষ্মা
(B) এইডস
(C) ক্যান্সার
(D) গ্যাংগ্রীন
135. ফসফরাসের আবিষ্কারক ব্রান্ড পেশায় কী ছিলেন?
(A) ইঞ্জিনিয়ার
(B) চিকিৎসক
(C) বিজ্ঞানী
(D) জেলে
136. কোন P-কে জলের নিচে রাখা হয়?
(A) লাল
(B) সাদা
(C) কালাে
(D) হলুদ
137. সাদা P-এর জন্য কোন্ রােগ হয়?
(A) কুষ্ঠ
(B) গ্যাংগ্রীন
(C) ফসিজ
(D) ক্যান্সার
138. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্যে কোন্ যৌগ ব্যবহৃত হয়?
(A) PH3
(B) NH3
(C) CO3
(D) H2S
139. ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন্ পদার্থের জন্য ?
(A) Ca
(B) Cl
(C) OCl
(D) সবকটি
140. তুঁতের রঙ কেমন ?
(A) হলুদ
(B) সবুজ
(C) সােনালী
(D) নীল
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 8
141. কাওকোসিন থাকে বলে মেথিলেটেড স্পিরিটের কোন্ ধর্ম প্রকাশ পায়?
(A) সুগন্ধ
(B) বিষাক্ত
(C) হলুদ বর্ণের
(D) এটি বিজারক
142. কীটনাশক কোনটি ?
(A) ন্যাপথালিন
(B) ভিনিগার
(C) মেথিলেটেড স্পিরিট
(D) রেক্টিফায়েড স্পিরিট
143. কাপড়কাচা সােডার সঙ্কেত কী?
(A) Na2CO3, 9H2O
(B) Na2CO3, 10H2O
(C) Na2CO3, 11H2O
(D) Na2CO3, 8H2O
144. লাইম ওয়াশ হিসাবে নিচের কোন্ পদার্থটি ব্যবহৃত হয়?
(A) Ca(OH)2
(B) Ca0
(C) CaCl2
(D) CaSO4
145. কাঠ সংরক্ষণে কোন্ দ্রব্যটি ব্যবহৃত হয় ?
(A) Ca(OCl)Cl
(B) NaCl
(C) Na2CO3
(D) CuSO4
146. ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ?
(A) জৈব লবণ
(B) অজৈব লবণ
(C) যুগ্না লবণ
(D) জৈব ও অজৈব লবণের মিশ্রণ
147. রেক্টিফায়েড স্পিরিট-এ কতভাগ C2H5OH থাকে?
(A) 90%
(B) 86-5%
(C) 100%
(D) 95.6%
148. পুকুর বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় কেন?
(A) O2 কমে যায় বলে
(B) O2 বেড়ে যায় বলে
(C) জলে নুন বেশি হয়ে যায় বলে
(D) জলে তেল বেড়ে যায় বলে
149. ন্যাপথালিনের সঙ্কেত কোনটি ?
(A) CO10H8
(B) C11H8
(C) C9H7
(D) C9H10
150. নিম্নের কোন মিশ্রণকে বলে বরডিয়াক্স ?
(A) কলিচুন ও পােড়াচুন
(B) কলিচুন ও সাবান
(C) পুঁতে ও কলিচুন
(D) কুঁতে ও পােড়াচুন
151. ডিনেচার্ড স্পিরিট নামে নিচের কোনটি পরিচিত?
(A) মেথিলেটেড স্পিরিট
(B) রেক্টিফায়েড স্পিরিট
(C) স্পিরিট
(D) কোনটাই নয়
152. ঘুমের ঔষধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A) কলিচুন
(B) অ্যামােনিয়াম সালফেট
(C) ইউরিয়া
(D) সােডিয়াম কার্বনেট
153. হিমমিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A) CaCl2
(B) NaCl
(C) AlCl3
(D) HCl
154. ফটকিরি তৈরি করতে কোন্ পদার্থ ব্যবহৃত হয়?
(A) সাবান
(B) ডিটারজেন্ট
(C) (NH4)2SO4
(D) CuSO2
155. নিচের কলাম দুটির ম্যাচিং করুন—
(A) আয়রন (i) ক্যালামাইন
(B) পটাশিয়াম (ii) হেমাটাইট
(C) ম্যাঙ্গানিজ (iii) সােরা বা নাইটার
(D) জিঙ্ক (iv) পাইরােলুসাইট
(i) A-iv, B-iii, C-ii, D-i
(ii) A-ii, B-iv, C-i, D-iii
(iii) A-ii, B-iii, C-iv, D-i
(iv) A-ii, B-iii, C-i, D-iv
156. সােনার পারদ সংকর কোন কাজে ব্যবহৃত হয়?
(A) দাঁতের কাজে
(B) দর্পণ তৈরিতে
(C) বিজারক রূপে
(D) সবকটি
157. ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি?
(A) Mg
(B) Hg
(C) CO2
(D) Al
158. ক্রাইওলাইট কোন্ ধাতুর আকরিক?
(A) Mg
(B) AI
(C) Hg
(D) Zn
159. নিচের কোন পদ্ধতি দ্বারা Cu নিষ্কাশন করা হয় ?
(A) থার্মিট পদ্ধতি
(B) স্বতঃবিজারণ পদ্ধতি
(C) কার্বন বিজারণ পদ্ধতি
(D) (A) ও (C) দুটোই
160. কাসাতে কোন্ কোন্ পদার্থ থাকে?
(A) Cu ও Sn
(B) Cu ও Zn
(C) Cu, Sn, AL
(D) Cu, Sn, Mg
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 9
161. পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
(A) নিকেল স্টিল
(B) মােনেল মেটাল
(C) ইনভার
(D) ব্রোঞ্জ
162. অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন্ সংকর ধাতু ব্যবহৃত হয়?
(A) ডুরায়রন
(B) মােনেল মেটাল
(C) নিকেল স্টিল
(D) ব্রোঞ্জ
163. গান মেটাল সংকর ধাতুতে Cu ও Zn-এর সাথে অন্য কোন্ ধাতু লাগে?
(A) AL
(B) Mg
(C) Sn
(D) Fe
164. অ্যালুমিনিয়াম ব্রোঞ্জে Al ছাড়া আর কোন্ ধাতু ব্যবহৃত হয় ?
(A) Sn
(B) Mg
(C) Cu
(D) Zn
165. সােরা বা নাইটার-এর সঙ্কেত কী?
(A) Na2SO4
(B) NaNO3
(C) K2SO4
(D) KNO3
166. Fe, Co, Ni-কে কোন ধরনের মৌল বলে?
(A) জোড় মৌল
(B) বিজোড় মৌল
(C) বিরল মৌল
(D) সন্ধিগত মৌল
167. “সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়”-
(A) ভুল
(B) ঠিক
(C) মাঝে মাঝে ঠিক
(D) কোনটিই নয়
168. পিচব্রেন্ড কোন্ ধাতুর আকরিক?
(A) আয়রন
(B) ইউরেনিয়াম
(C) জিঙ্ক
(D) অ্যালুমিনিয়াম
169. ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি ?
(A) সংবর্ত
(B) ইলেকট্রিক
(C) বিসিমার
(D) সবকটি
170. চারটি ধাতুর মিশ্রণে (Al, Cu, Mg, Mn) গঠিত সংকর ধাতু কী ?
(A) ডুরালুমিন
(B) ডুরায়রন
(C) ইনভার
(D) মােনেল মেটাল
171. শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোন্টি ?
(A) স্টিল
(B) কাষ্ট আয়রন
(C) রট আয়রন
(D) কোনটিই নয়
172. নিচের কোনটি মরিচা তৈরির শর্ত?
(A) আয়রনে অবিশুদ্ধি থাকতে হবে
(B) আয়রনকে H2O ও O2-এর সংস্পর্শে আসতে হবে
(C) দুটিই
(D) কোনটিও নয়
173. নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখতে হয় ?
(A) ধুমায়মান HNO3
(B) ধূমায়মান H2SO4
(C) ধূমায়মান HCl
(D) ধূমায়মান H3PO4
174. অ্যালনিকো কোন কাজে ব্যবহৃত হয়?
(A) ছুরি কাচি তৈরিতে
(B) গাড়ির ফ্রেম তৈরিতে
(C) রেললাইন
(D) উচ্চক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে
175. নিচের কোন্ ধরনের আয়রনের গঠন তন্তুময়?
(A) কাস্ট আয়রন
(B) স্টিল আয়রন
(C) রট আয়রন
(D) অ্যালনিকো
176. টাংস্টেন স্টিল সংকর ধাতুতে টাংস্টেন ও স্টিল ছাড়া আর কোন্ ধাতু থাকে ?
(A) Al
(B) CO
(C) Cr
(D) Mn
177. মরিচার রঙ কেমন?
(A) লালচে-বাদামী
(B) কালচে-বাদামী
(C) হলুদ
(D) কালচে-হলুদ
178. নিচের কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়?
(A) কাস্ট আয়রন
(B) রট আয়রন
(C) স্টিল আয়রন
(D) কোনটিকেও নয়
179. স্টিলের নমনীয়তা, কাঠিন্য ও স্থিতিস্থাপকতা কীসের উপর নির্ভর করে?
(A) Cr
(B) C
(C) CO
(D) Al
180. কে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করেন?
(A) ল্যাভয়সিয়ে
(B) ফ্রেডরিক ভেলহার
(C) প্রীস্টলী
(D) ক্যাভেণ্ডিস
General Science Chemistry | GK MCQ in Bengali | Set 10
181. সরলতম বদ্ধশৃঙ্খল জৈব যৌগ কোনটি ?
(A) টলুইন
(B) ফেনল
(C) বেঞ্জিন
(D) সাইক্লোহেক্সেন
182. কার্বনের কোন্ ধর্মের জন্য জৈব যৌগগুলি শৃঙ্খলিত হতে পারে?
(A) ক্যাটিনেশন
(B) সমাবয়বতা
(C) দুটোই
(D) কোনটাই নয়
183. বদ্ধশৃঙ্খল যৌগকে আর কী নামে ডাকা হয় ?
(A) আলফা যৌগ
(B) বিটা যৌগ
(C) রিং যৌগ
(D) গামা যৌগ
184. ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কী?
(A) কার্বক্সিল
(B) কার্বনিল
(C) হাইড্রক্সিল
(D) নাইট্রো
185. অ্যালকিল নাইট্রাইল শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কী?
(A) নাইট্রো
(B) অ্যামিনাে
(C) ইথার
(D) সায়ানাে
186. অ্যারােমা (aroma) শব্দটির অর্থ কী?
(A) গন্ধ
(B) বর্ণ
(C) আকার
(D) গঠন
187. জৈবযৌগ নামকরণ করার পদ্ধতিকে কী বলে?
(A) I.U.P.A.C.
(B) I.D.P.A.C
(C) I.K.PA.C
(D) I.L.P.A.C
188. অ্যাসিটিলিনে কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায় ?
(A) Sp3
(B) Sp
(C) Sp2
(D) Sp4
189. অর্বিটালের হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে?
(A) ক্যাভেণ্ডিস ও পাউলিং
(B) আইনস্টাইন ও স্লেটার
(C) পাউলিং ও স্লেটার
(D) ক্যাভেণ্ডিস ও আইনস্টাইন
190. Sp3 হাইব্রিড অবিট্যাল এর বন্ধন কোণ কত?
(A) 120°
(B) 180°
(C) 109°28′
(D) 128°9′
191. ভ্যান্ট হফ ও লা-বেল কার্বন যােজ্যতার কোন্ মডেলের কথা বলেন?
(A) সমচতুস্তলকীয় মডেল
(B) সমতৃস্তরীয় মডেল
(C) সমপঞ্চস্তলকীয় মডেল
(D) ষড়ভুজাকৃতি মডেল
192. নর্মাল পেন্টেন, আইসােপেন্টেন ও নিওপেন্টেন—এদের মধ্যে কী ধরনের সমাবয়ব দেখা যায়?
(A) মেটামেরিজম
(B) শৃঙ্খলা সমাবয়ব
(C) অবস্থানগত সমাবয়বতা
(D) ফাংশনাল সমাবয়বতা
193. ল্যাকটিক অ্যাসিড ও প্রােপানােয়িক অ্যাসিডে কোন্ ধরনের আইসােমেরিজম বা সমাবয়বতা দেখা যায় ?
(A) অবস্থানগত সমাবয়বতা
(B) আলােকীয় সমাবয়বতা
(C) শৃঙ্খলা সমাবয়বতা
(D) ফাংশনাল সমাবয়বতা
194. যে মিশ্রণে সমপরিমাণ আইসােমার থাকে তাকে কী বলে?
(A) বরডিয়াক্স মিশ্রণ
(B) রেক্সিন মিশ্রণ
(C) সেরামিক মিশ্রণ
(D) রেসিমিক মিশ্রণ
195. ডাইমিথাইল ইথার ও মিথাইল প্রােপাইল ইথারে কোন ধরনের আইসােমার দেখা যায় ?
(A) মেটামেরিজম
(B) শৃঙ্খল সমাবয়বতা
(C) অবস্থানগত সমাবয়বতা
(D) কোনটাই নয়
196. ম্যালিক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিডে কী ধরনের আইসােমার আছে?
(A) মেটামেরিজম
(B) ফাংশনাল আইসােমেরিজম
(C) ত্রিমাত্রিক বা স্টিরিও আইসােমেরিজম
(D) শৃঙ্খল আইসােমেরিজম
197. মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত?
(A) ইথেন
(B) মিথেন
(C) প্রােপেন
(D) বিউটেন
198. ফর্মালিনে কত শতাংশ ফর্মালডিহাইড থাকে ?
(A) 20
(B) 74
(C) 35
(D) 40
199. ফর্মিক অ্যাসিডের সঙ্কেত কী?
(A) H3COOH
(B) CH3COOH
(C) HCHO
(D) HCOOH
200. আলকাতরার মধ্যে বেঞ্জিনের উপস্থিতি কে প্রমাণ করেন?
(A) বিজ্ঞানী হফম্যান
(B) বিজ্ঞানী ফিডারম্যান
(C) বিজ্ঞানী পলম্যান
(D) বিজ্ঞানী সােডরম্যান