Most Important Computer Awareness GK MCQ in Bengali | PDF Download | কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর
Computer Awareness | GK MCQ in Bengali | Set 1
1. সর্ববৃহৎ কম্পিউটারের নাম কী?
(A) সুপার কম্পিউটার
(B) মেগা কম্পিউটার
(C) জায়ান্ট কম্পিউটার
(D) ইউনিভার্সাল কম্পিউটার
2. হেক্সা ডেসিম্যাল সংখ্যা কীসের মিশ্রণ ?
(A) ইংরেজি বর্ণমালার CAPITAL অক্ষর ও ডেসিম্যাল সংখ্যার
(B) ইংরেজি বর্ণমালা এবং ডেসিম্যাল সংখ্যার
(C) ডেসিম্যাল সংখ্যা ও নন-ডেসিম্যাল সংখ্যার
(D) ওপরের কোনােটিই নয়
3. FORTRAN, COBOL, LOTUS-এর মধ্যে কোনটি কম্পিউটারের ভাষা নয় ?
(A) FORTRAN
(B) COBOL
(C) LOTUS
(D) সব কটিই
4. FORTRAN কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
(A) হিসাব
(B) বিজ্ঞান
(C) ব্যবসা বাণিজ্য
(D) কোনােটিই নয়
5. একটি বাইটে কটি বিট থাকে?
(A) 8টি
(B) 10টি
(C) 116টি
(D) 132টি
6. কোন্ আকারের (ব্যাসের মাপ) ফ্লপি ডিস্ক বাজারে পাওয়া যায় ?
(A) 2
(B) 3
(C) 3
(D) 4
7. ROM কী দিয়ে গঠিত?
(A) বিশেষ ধরনের চিপস (Chips) দ্বারা
(B) বিশেষ ধরণের জেল (gel)
(C) ইলেকট্রিক সার্কিট
(D) সব কটি
8. IC. চিপস প্রথম কে তৈরী করেন?
(A) বিল গেটস
(B) জ্যাক কিলবাই
(C) টমাস হ্যারিয়েট
(D) টিম বার্ণার -লি
9. COBOL ভাষা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(A) বিজ্ঞানের ক্ষেত্রে
(B) সাধারণ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে
(C) ব্যবসায়িক ক্ষেত্রে
(D) কোনােটিই নয়
10. একটি ডিজিট্যাল কম্পিউটার কোন্ নীতির উপর নির্ভরশীল?
(A) বাইনারি নাম্বার সিস্টেম (0 এবং 1)
(B) বীজগণিতের সূত্র
(C) ক্যালকুলাস
(D) কোনােটিই নয়
11. একটি হার্ড ডিস্কের গতি কত ?
(A) 2200 সাইকেলস/মিনিট
(B) 3600 সাইকেলস/মিনিট
(C) 3900 সাইকেলস/মিনিট
(D) 4800 সাইকেলস/মিনিট
12. একটি রৈখিক প্রিন্টারের গতিবেগের একক কী ?
(A) শব্দ/মিনিট
(B) অক্ষর/মিনিট
(C) লাইন/মিনিট
(D) বাইট/মিনিট
13. সঞ্চয় ভান্ডারের ধারণ ক্ষমতার একক কী ?
(A) বিট
(B) মেগাবাইট
(C) গিগাবাইট
(D) বাইট
14. ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত ?
(A) Printer
(B) Key Board
(C) CPU
(D) Mouse
15. একটি চৌম্বকীয় ফিডার প্রমান মাপ কত?
(A) 2400 ফুট
(B) 1000 ফুট
(C) 1600 ফুট
(D) 1800 ফুট
16. কম্পিউটারের ভাইরাসকে কী বলে?
(A) উইন্ডােস
(B) বুট
(C) র্যাম
(D) বাগ (Bug)
17. কাকে কম্পিউটারের জনক বলা হয় ?
(A) বিল গেটস
(B) চার্লস ব্যাবেজ
(C) জ্যাক কিলবাই
(D) টমাস হ্যারিয়েট
18. কম্পিউটারের অগ্রগতির ক্ষেত্রে নীচের কোন্ নামটি উল্লেখযােগ্য ?
(A) টমাস হ্যারিয়েট
(B) ভন নিউম্যান
(C) কে এস কিলবাই
(D) এদের কেউই নন
19. 1971 সালে নীচের কোন কম্পিউটারটি ভারতীয় জনগণনার কাজে ব্যবহৃত হয় ?
(A) ইন্টেল-4
(B) পেন্টিয়াম-1 প্রসেসর
(C) I.B.M. 1401
(D) কোনােটিই নয়
20. পৃথিবীর প্রথম ইলেকট্রনিক্স ডিজিট্যাল কম্পিউটারের নাম কী ?
(A) এনিয়াক
(B) ইজিফেলা
(C) কনিয়াক
(D) ডিপ্ল্যাক
Computer Awareness | GK MCQ in Bengali | Set 2
21. ভারতে তৈরী প্রথম কম্পিউটারের নাম কী ?
(A) আর্যভট্ট
(B) সম্রাট
(C) সিদ্ধার্থ
(D) বিশ্বকর্মা
22. ভারতে প্রথম কম্পিউটার তৈরী করে কোন্ সংস্থা ?
(A) উইপ্রাে (WIPRO)
(B) বেল (BEL)
(C) এইচ.সি.এল. (HCL)
(D) ই. সি. আই. এল (ECIL)
23. ভারতের একটি কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া (E.C.I.L.) কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(A) 1966
(B) 1968
(C) 1967
(D) 1965
24. ভারতের প্রথম কম্পিউটারচালিত ডাকঘর কোনটি ?
(A) নিউদিল্লি
(B) মুম্বাই
(C) ব্যাঙ্গালাের
(D) চেন্নাই
25. 1982 সালে ভারতের প্রথম কম্পিউটার পত্রিকা নীচের কোনটি ?
(A) Data Quest
(B) Tela Quest
(C) Compu Mag
(D) Com News
26. কম্পিউটারে ব্যবহৃত IC চিপস (CHips) কী দ্বারা নির্মিত?
(A) প্ল্যাটিনাম
(B) টাঙ্গস্টেন
(C) সিলিকন
(D) কার্বন
27. ভারতের “সিলিকন ভ্যালি” কোথায় ?
(A) নিউদিল্লি
(B) ব্যাঙ্গালাের
(C) হায়দ্রাবাদ
(D) নর্মদা ভ্যালি
28. কম্পিউটার সাইন্সে প্রথম ভারতীয় Ph.D. হলেন-
(A) ডঃ রাজ রেভিড়
(B) ডঃ সি ভেঙ্কটরাঘবন
(C) শ্যাম পিত্রাদা
(D) প্রণয় রায়
29. ভারতের প্রথম কম্পিউটারচালিত দূষণমুক্ত পেট্রোল পাম্প কোথায় অবস্থিত?
(A) ব্যাঙ্গালাের
(B) হায়দ্রাবাদ
(C) মুম্বাই
(D) চেন্নাই
30. I.B.M. এর পুরাে নাম হল-
(A) International Business Machine
(B) Input Base Management
(C) Intregrated Management
(D) Indian Business Machine
31. C.P.U. এর পুরাে নাম-
(A) Control Panel Unit
(B) Central Panel Unit
(C) Central Processing Unit
(D) Control Processing Unit
32. নীচের কোনটি হিন্দিতে নির্দেশ গ্রহণ করতে পারে ?
(A) PRADESH
(B) RASHTRA
(C) PRADHAN
(D) SIDHARTH
33. কম্পিউটারচালিত সংরক্ষণ ব্যবস্থা কোথায় চালু হয়?
(A) মুম্বাই
(B) ব্যাঙ্গালাের
(C) নিউদিল্লি
(D) হায়দ্রাবাদ
34. কম্পিউটার দ্বারা নির্মিত ভারতের প্রথম গানের অ্যালবাম কী ?
(A) LATA
(B) NIGHTANGLE
(C) COM. MUSIC
(D) BABY DOLL
35. কম্পিউটারের প্রথম প্রােগ্রামিং-এর ভাষা কী ?
(A) JAVA
(B) FORTRAN
(C) COBOL
(D) EXCEL
36. একটি সমীক্ষায় জানা গেছে যে 3% to 50% কম্পিউটারের নামে ভয় পায়। কম্পিউটারের ভাষায় এই ভয় পাওয়াকে কী বলে?
(A) সাইবার ম্যানিয়া
(B) কম্পি ফোবিয়া
(C) সিলিকন ফোবিয়া
(D) সাইবার ফোবিয়া
37. ভারতের প্রথম প্রাইভেট কম্পিউটার বিশ্ববিদ্যালয়ের নাম কী ?
(A) রাজীব গান্ধী কম্পিউটার বিশ্ববিদ্যালয়
(B) জওহরলাল নেহের কম্পিউটার বিশ্ববিদ্যালয়
(C) ইন্দিরা গান্ধী কম্পিউটার বিশ্ববিদ্যালয়
(D) ড. রাজ রেডিড কম্পিউটার বিশ্ববিদ্যালয়
38. DOS কথাটির অর্থ কী?
(A) ডাইরেক্ট অপারেটিং সিস্টেম
(B) ডিস্ক অপারেটিং সিস্টেম
(C) ডিস্ক ওরিয়েন্টেড স্টোরেজ
(D) ড্রাইভ অপারেশন সিস্টেম
39. চীনে তৈরী নীচের কোন সুপার কম্পিউটারটি 1 সেকেন্ডে 13 লক্ষ গণনা করতে পারে?
(A) D-BASE 6
(B) SUPER CYBER-1
(C) CHINCOM-2
(D) YINTHE-3
40. LOTUs 1-2-3 কী ?
(A) হার্ড ডিস্ক
(B) মাইক্রোপ্রসেসর
(C) কম্পিউটার সফটওয়্যার
(D) ম্যাগনেটিক
Computer Awareness | GK MCQ in Bengali | Set 3
41. নীচের কোনটি “The heart, soul and brain of the computer” নামে পরিচিত?
(A) হার্ডওয়্যার
(B) সফটওয়্যার
(C) কি-বাের্ড
(D) সি.পি.ইউ
42. COBOL এক পুরাে কথাটি কী?
(A) Computer aided Basic Office Language
(B) Common Business Oriented Language
(C) Computer operated Base of Logic
(D) কোনােটিই নয়।
43. BASIC-এর পুরাে কথাটি কী?
(A) Beginners All purpose Symbolic Instruction Code
(B) Basic Integrated Circuit
(C) Basis of Input Coding
(D) Business and Science Information Code
44. ALU-এর পুরাে কথাটি কী?
(A) Algorithmic Language
(B) Access to Logical Unit
(C) Arithmetic Language Unit
(D) Arithmetic Logical Unit
45. পাঞ্চ কার্ডের কোড আবিষ্কার করেন কে?
(A) জন হুইট
(B) হার্মান হলেরিথ
(C) কে এস কিলবাই
(D) টিম বার্ণারস লি
46. একটি সুপার কম্পিউটার মােটামুটি কত মাইক্রো কম্পিউটারের ক্ষমতার সমতুল্য?
(A) 40,000
(B) 60,000
(C) 100000
(D) 10,000
47. বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি?
(A) CRAY
(B) IBM3033
(C) “Kre KIS”
(D) CYBER
48. বিশ্বের প্রথম সুপার কম্পিউটারটির আবিষ্কারক কে?
(A) সিমাের ক্রে
(B) বিল গেটস
(C) চার্লস ব্যাবেজ
(D) টমাস হারিয়েট
49. বিশ্বের প্রথম সুপার কম্পিউটারটি কত সালে আবিষ্কৃত হয়?
(A) 1975
(B) 1976
(C) 1977
(D) 1978
50. 1996 সালে ভারতে কারা প্রথম সাইবার স্কুল খােলে?
(A) আই. বি. এম
(B) কর্পোরেশন ইন্টেল
(C) ওয়েবেল
(D) উইপ্রাে
51. ভারতের প্রথম সাইবার স্কুল কোথায় খােলা হয় ?
(A) নিউদিল্লির ন্যাশনাল সাইন্স সেন্টার
(B) আন্নামালা ইউনিভার্সিটি, চেন্নাই
(C) সাইন্টিফিক রিসার্চ সেন্টার, ব্যাঙ্গালাের
(D) সিকিম মণিপাল ইউনিভার্সিটি
52. নীচের কোনটিকে সংক্ষেপে RAM বলে?
(A) Read All Memory
(B) Read Any Memory
(C) Random Awareness Memory
(D) Random Access Memory
53. C, C++, JAVA- এগুলি কীসের উদাহরণ?
(A) ব্যাণিজ্যিক কম্পিউটার ব্র্যান্ড
(B) কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশ
(C) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ
(D) অপারেটিং সিস্টেম
54. নীচের কোনটির উদাহরণ Unix, Windows, DOS?
(A) অপারেটিং সিস্টেম
(B) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ
(C) ওয়ার্ড প্রসেসর
(D) বাণিজ্যিক কম্পিউটার ব্র্যান্ড
55. 1997 সালে নীচের কোন্ কম্পিউটার দাবা বিশ্বচ্যাম্পিয়ানশিপে গ্যারি কাসপরভকে হারিয়েছিল?
(A) ডিপ-ব্লু
(B) সােবিট-97
(C) ইউনিভ–96
(D) এক্সট্রা এক্সট্রা
56. ডিগার, প্রিন্স প্যারাট্রাম এগুলি কী?
(A) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ
(B) সফটওয়্যার
(C) কম্পিউটারের খেলা
(D) কম্পিউটারের বিভিন্ন অংশ
57. মােটামুটি কোন্ সালকে কম্পিউটারের ক্ষেত্রে বিপ্লব সূচনার কাল হিসেবে ধরা যায়?
(A) 1960
(B) 1962
(C) 1964
(D) 1966
58. মাইক্রো কম্পিউটারের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কী বলে?
(A) ডাটাবেস ম্যানেজমেন্ট
(B) ডি-বেস
(C) ডাটাবেস
(D) এম-ডি-বেস
59. নীচের কোনটি information super highway নামেও পরিচিত?
(A) ইন্টারনেট
(B) ডাব্লু ডাব্লু ডাব্লু
(C) আই. এস. ডাব্লু
(D) সি. পি. ইউ
60. ওয়ার্ড স্টারে প্রতিটি লাইনে কটি অক্ষর লেখা যায়?
(A) 65
(B) 85
(C) 75
(D) 95
Computer Awareness | GK MCQ in Bengali | Set 4
61. ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
(A) আমেরিকা
(B) চীন
(C) জাপান
(D) কোরিয়া
62. প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী ছিল?
(A) ডিজিকম
(B) UNIVEC
(C) VECUNI
(D) কোনােটিই নয়
63. ভারতে সর্বপ্রথম কোন্ রাজনৈতিক দলের ইন্টারনেট ওয়েবসাইট ছিল ?
(A) বামফ্রন্ট
(B) ভারতের জাতীয় কংগ্রেস
(C) তেলেণ্ড দেশম
(D) ভারতীয় জনতা পার্টি
64. নীচের কোনটি দ্রুততম প্রিন্টার ?
(A) লেসার প্রিন্টার
(B) ড্রাম প্রিন্টার
(C) ডট মেট্রিক্স প্রিন্টার
(D) ড্রাম প্লাটার প্রিন্টার
65. প্রথম কোন খবরের কাগজ ইন্টারনেটে উপলব্ধ হয় ?
(A) আনন্দবাজার
(B) টাইমস অফ ইন্ডিয়া
(C) দ্য হিন্দু
(D) হিন্দুস্থান টাইমস
66. প্রথম কোন ম্যাগাজিন ইন্টারনেটে উপলব্ধ হয়?
(A) মালায়ালাম মনােরম
(B) বিজনেস ওয়ার্ল্ড
(C) ইন্ডিয়া টুডে
(D) রিডার্স ডাইজেস্ট
67. পৃথিবীর মধ্যে কোন্ দেশে সবচেয়ে বেশি কম্পিউটার ব্যবহৃত হয়?
(A) জাপান
(B) আমেরিকা
(C) ব্রিটেন
(D) কোরিয়া
68. ROM-এর সম্পূর্ণ নাম কী?
(A) Randomness of Memory
(B) Regulation of Memory
(C) Revival of Memory
(D) Read Only Memory
69. তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটারে কে করেছিলেন?
(A) হাওয়ার্ড একেন
(B) চার্লস ব্যাবেজ
(C) কনরাড জিডর্স
(D) ব্রেই পাসকেল
70. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কটি প্রধান অংশ থাকে?
(A) 3টি
(B) 5টি
(C) 4টি
(D) 6টি
71. আধুনিক কম্পিউটারের সূত্রপাত হিসেবে কোন্ সালকে চিহ্নিত করা যায়?
(A) 1950 সাল
(B) 1951 সাল
(C) 1952 সাল
(D) 1953 সাল
72. ই কমার্স-এ ভারতের স্থান বিশ্বে
(A) 13তম
(B) 14তম
(C) 17তম
(D) 15তম
73. ভারতে সফটওয়্যার সংস্থা আছে মােটামুটি-
(A) 600টি
(B) 700টি
(C) 800টি
(D) 900টি
74. ভারতের সফ্টওয়্যার টেকনােলজি শিল্প মােটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত, সেই দুটি শহর হল—
(A) মুম্বাই ও দিল্লি
(B) চেন্নাই ও মুম্বাই
(C) ব্যাঙ্গালাের ও মুম্বাই
(D) ব্যাঙ্গালাের ও দিল্লি
75. নিম্নলিখিত কোন বিজ্ঞানীকে ইন্টারনেটের জনক হিসেবে চিহ্নিত করা যায়?
(A) রবাট টেলার
(B) হাইজবাগ
(C) সুগার
(D) জুল
76. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত আছে, সেটি হল-
(A) এক্সপ্যানসন প্লট
(B) এক্সপ্যানসন কার্ড
(C) পাওয়ার সাপ্লাই
(D) অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট
77. নিম্নলিখিত কোনটি একটি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
(A) বেসিক
(B) কমনস
(C) অ্যাবজল
(D) মিক্সড ডিভাইডস
78. মােজেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
(A) রেডিও লাইনের সংযােগ স্থাপিত হয়
(B) টেলিভিশন লাইনের সংযােগ স্থাপিত হয়
(C) ইন্টারনেট লাইনের সংযােগ সাধন হয়
(D) টেলিফোন লাইনের সংযােগ সাধন হয়
79. স্ক্যানার হল একটি-
(A) ইনপুট ডিভাইস
(B) আউটপুট ডিভাইস
(C) কো-অর্ডিনেটিং ডিভাইস
(D) মিক্সড ডিভাইস
80. ভিডিও কার্ড হল একটি-
(A) এক্সপ্যানসন প্লট
(B) এক্সপ্যানশন কার্ড
(C) পাওয়ার সাপ্লাই কার্ড
(D) মনিটর
Computer Awareness | GK MCQ in Bengali | Set 5
81. ইনজেক্ট প্রিন্টার একটি
(A) ইমপ্যাক্ট প্রিন্টার
(B) ডিজিট্যাল প্রিন্টার
(C) কম্পিউটিক্স প্রিন্টার
(D) নন-ইমপ্যাক্ট প্রিন্টার
82. বেসিক হল একটি-
(A) কম্পিউটার প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ
(B) কম্পিউটার বেসিক ল্যাঙ্গুয়েজ
(C) কম্পিউটার সুপার ল্যাঙ্গুয়েজ
(D) কম্পিউটার আলট্রা ল্যাঙ্গুয়েজ
83. পেন্টিয়াম 586 হল একটি
(A) নতুন জেনারেশন কী বাের্ড
(B) নতুন জেনারেশনের স্ক্যানার
(C) নতুন জেনারেশনের মাউস
(D) নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
84. প্রধান মেমরির মধ্যে থাকে—
(A) প্রয়ােজনীয় তথ্য
(B) গাণিতিক তথ্য
(C) সম্পূর্ণ সমাধান
(D) অন্তর্বর্তী ফল
85. অ্যাকসেন্ট মেমরি হল—
(A) মনিটর
(B) পাওয়ার সাপ্লাই
(C) মেমারি চিপ
(D) এক্সপ্যানশন কার্ড
86. বর্তমানে ভারত যে পরিমাণ সফ্টওয়্যার পণ্য বিদেশে রপ্তানি করে তার আর্থিক মূল্য প্রায়
(A) 10 হাজার কোটি টাকা
(B) 20 হাজার কোটি টাকা
(C) 15 হাজার কোটি টাকা
(D) 12 হাজার কোটি টাকা
87. মনিটরের কাজ হল-
(A) গাণিতিক সমাধান করা
(B) লেখা ও ছবি দেখানাে
(C) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন
(D) এর কোনােটিই নয়
88. পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি সেটি হল-
(A) কোর অর্ডিনেটর
(B) কম্পিউটার নেট
(C) স্যামুয়েল
(D) আরপানেট
89. মেমারি ভাগ করা হয়েছে-
(A) দুভাগে
(B) তিনভাগে
(C) চারভাগে
(D) পাঁচভাগে
90. এক্সপ্যানশন কার্ড হল একটি
(A) ইলেকট্রিক বাের্ড
(B) সার্কিট বাের্ড
(C) পাওয়ার সাপ্লাই বাের্ড
(D) এক্সপ্যানশন প্লট
91. FDD-এর পুরাে নাম-
(A) ফ্রিক ডিস্ক ডিরাইভ
(B) ফ্লপি ডিস্ক ডেসট্রাকশন
(C) ফাউন্ড ডিস্ক ডিরাইভ
(D) ফ্লপি ডিস্ক ডিরাইভ
92. CAD কথাটি যুক্ত-
(A) ডাটা সার্ভিসের ক্ষেত্রে
(B) নেটওয়ার্কের ক্ষেত্রে
(C) ডিজাইনের ক্ষেত্রে
(D) ডকুমেন্টের ক্ষেত্রে
93. WRITE হল-
(A) অপারেটিং সিস্টেম
(B) টেক্সট এডিটর
(C) অ্যাপ্লিকেশন
(D) ডিজিট
94. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং-এর কাজটি করে
(A) Control Unit
(B) RAM
(C) ALU
(D) Memory
95. 1024 বাইট = কত ?
(A) 1 মেগাবাইট
(B) 1 কিলােবাইট
(C) 1 গিগাবাইট
(D) 1 টেরাবাইট
96. “ভােলাটাইল মেমরি” হল-
(A) RAM
(B) ROM
(C) RAM ও ROM দুটোই
(D) কোনােটিই নয়
97. ফ্লপির সঞ্চয় ক্ষমতা কত ?
(A) 1.34 MB
(B) 1.98 MB
(C) 1.28 MB
(D) 1.44 MB
98. W. W. W এর পুরাে নাম কী ?
(A) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)
(B) উইক রঙ ওয়ার্ক (Weak Wrong Work)
(C) ওয়ার্ল্ড উইনডাে ওয়ার্ক (World Window Work)
(D) ওয়ার্ল্ড উইক ওয়েব (World Weak Web)
99. ওয়েবসাইট তৈরী করতে ওয়েব পেজে (Web Page) কোন ভাষা (Language) ব্যবহৃত হয়?
(A) C+
(B) Unix (ইউনেক্স)
(C) HTML (এইচ. টি. এম. এল)
(D) Oracle (ওরাকেল)
100. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (W. W. W.) এর আবিষ্কারক হলেন—
(A) টমি নি জোন্স
(B) টিম বার্নারস-লি
(C) টিম হেনম্যান
(D) গ্যাব্রিয়েল ব্রিগেঞ্জা