বুন্দেলা রাজবংশের উত্থান – আঞ্চলিক শক্তির উত্থান | Rise of the Bundela Dynasty

বুন্দেলা রাজবংশের উত্থান – আধুনিক যুগের ইতিহাস (Rise of the Bundela Dynasty)

বুন্দেলা রাজবংশের উত্থান : ১৬০২ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর আবুল ফজলকে হত্যা করার জন্য বীর সিং বুন্দেলাকে নিয়ােগ করেন। জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে পুরস্কার হিসাবে বীর সিং বুন্দেলাকে ৩০০০ মনসব এবং উর্চার শাসনকর্তা নিয়ােগ করেন। ১৬২৭ খ্রিস্টাব্দে বুন্দেলার মৃত্যুর পর ঝুঝার সিং সিংহাসনে বসেন। বুঝর সিং ১৬৩৪ খ্রিস্টাব্দে চৌরগড়ের শাসক প্রেম নারায়ণকে পরাস্ত করে রাজধানী গােন্ড অধিকার করেন। শাহজাহানের সঙ্গে তার সংঘর্ষ হলে শাহজাহান ঔরঙ্গজেবকে পাঠান তার বিদ্রোহ দমনে।

Leave a Comment

Scroll to Top