ভারতে পরিকল্পনা পদ্ধতি | Planning Process in India
1. ভারতে পরিকল্পনা কমিশনের উদ্ভবের (Genesis) ইতিহাসটি নির্দেশ কর।
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ই মার্চ জওহরলাল নেহরুর সভাপতিত্বে গৃহীত ভারত সরকারের এক প্রস্তাব অনুসারে দেশের সম্পদের সুষম ও সার্থক ব্যবহার কিভাবে করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা রচনার জন্য ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। এই কমিশন বস্তুতপক্ষে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান। এ কারণে পরিকল্পনা কর্মসূচী রূপায়ণ সংক্রান্ত কোনাে দায়িত্ব কমিশনের উপর ন্যস্ত করা হয়নি।
2. একটি যৌথ সংস্থা (collective) হিসেবে পরিকল্পনা কমিশনের ভূমিকাটি লেখাে।
উত্তর: পরিকল্পনা সংস্থা একটা যৌথ সংস্থা হিসাবে কাজ করে এবং এর দায়িত্বও যৌথ। তবে কাজের সুবিধার জন্য এক একজন সদস্যের উপর একাধিক বিষয়ের বা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। যেমন—কোনাে সদস্যের দায়িত্বে থাকে শিল্প, শ্রম, পরিবহণ ও শক্তি, আর একজন দেখাশােনা করে কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, অপর একজনের দায়িত্বে থাকে সর্বাংশে যথানুপাত অনুযায়ী পরিকল্পনা এবং আর একজনের হাতে থাকে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং সমাজসেবা প্রভৃতি বিভাগ।