ভারতীয় সংসদ | Indian Parliament
1. ভারতীয় পার্লামেন্টের গঠনতন্ত্রটি (composition) ব্যাখ্যা করাে।
Ans. ভারতীয় সংবিধান ব্রিটেনের ধরনের সংসদীয় বা পার্লামেন্টীয় শাসনব্যবস্থার প্রবর্তন করেছে। ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট। বলা হয়। পার্লামেন্ট রাষ্ট্রপতি, লােকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হয়। পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা (Rajya Sabha or, Council of States) এবং নিম্নকক্ষের নাম লােকসভা (Lok Sabha or, House of the People.)
2. পার্লামেন্টের সদস্যপদের জন্য কী কী যােগ্যতার (qualifica- tions) প্রয়ােজন হয় ?
Ans. পার্লামেন্টের সদস্য হতে হলে (a) প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে; (b) প্রার্থী যদি লােকসভার সদস্যপদ প্রার্থী হতে চান তবে তার বয়স কমপক্ষে ২৫ বছর এবং রাজ্যসভার সদস্যপদ প্রার্থী হতে চাইলে তার বয়স কমপক্ষে ৩০ বছর হওয়া প্রয়ােজন; (c) প্রার্থীর পার্লামেন্টের আইন দ্বারা ঘােষিত অন্যান্য যােগ্যতাও থাকা প্রয়ােজন।