About West Bengal State || General Knowledge of West Bengal
পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হল কেন ?
উ: ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গদেশও দুই ভাগে ভাগ হয়। বঙ্গদেশের পূর্বঅংশটি যুক্ত হয় পাকিস্তানের সঙ্গে এবং পশ্চিম অংশটি পড়ে ভারতের মধ্যে। তাই এই রাজ্যের নাম হয় পশ্চিমবঙ্গ। - পশ্চিমবঙ্গের ভৌগােলিক সীমানা লেখাে।
উ: পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বতমালা এবং সিকিম ও ভুটান রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘালয়, বাংলাদেশ ও অসম এবং পশ্চিমে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড। - পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উ: পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গকিলােমিটার। - পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ ও কী কী ?
উ: পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ। মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, ও মেদিনীপুর বিভাগ। - পশ্চিমবঙ্গের কোন বিভাগে কী কী জেলা আছে লেখাে।
উ: মালদহ বিভাগ:- ১. মালদহ, ২. উত্তর দিনাজপুর, ৩. দক্ষিণ দিনাজপুর, ৪. মুর্শিদাবাদ; বর্ধমান বিভাগ:- ১. পূর্ব বর্ধমান, ২. পশ্চিম বর্ধমান, ৩. বীরভূম, ৪. হুগলী; জলপাইগুড়ি বিভাগ:- ১. আলিপুরদুয়ার, ২. কোচবিহার, ৩. দার্জিলিং, ৪. জলপাইগুড়ি, ৫. কালিম্পং; প্রেসিডেন্সি বিভাগ:- ১. কলকাতা, ২. উত্তর চব্বিশ পরগনা, ৩. দক্ষিণ চব্বিশ পরগনা, ৪. হাওড়া, ৫. নদিয়া; মেদিনীপুর বিভাগ:- ১. বাঁকুড়া, ২. ঝাড়গ্রাম, ৩. পুরুলিয়া, ৪. পূর্ব মেদিনীপুর, ৫. পশ্চিম মেদিনীপুর। - পশ্চিমবঙ্গে কয়টি জেলা ?
উ: পশ্চিমবঙ্গে 23টি জেলা (as on 2020)। - পশ্চিমবঙ্গের লােকসংখ্যা কত?
উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের লােকসংখ্যা 91,276,115 জন। - পশ্চিমবঙ্গের প্রতি বর্গকিলােমিটারে কত লােক বাস করে।
উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতি বর্গকিলােমিটারে 1028 জন লােক বাস করে। - পশ্চিমবঙ্গে শিক্ষিতের হার কত ?
উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে শিক্ষিতের হার 76.26% - পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা কত ?
উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 940 জন। - পশ্চিমবঙ্গে কয়টি মহকুমা আছে ?
উ: পশ্চিমবঙ্গে 66 টি মহকুমা আছে (as on 2020)। - জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বড়াে জেলা কোনটি ?
উ: জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বড়াে জেলাটি হল উত্তর চব্বিশ পরগনা। - পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনবহুল জেলা কোনটি ?
উ: পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনবহুল জেলাটি হল দক্ষিণ দিনাজপুর। - আয়তনে পশ্চিমবঙ্গের বড়াে জেলা কোনটি ?
উ: আয়তনে পশ্চিমবঙ্গের বড়াে জেলাটি হল দক্ষিণ চব্বিশ পরগনা। - পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরের সংখ্যা কত ?
উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরের সংখ্যা যথাক্রমে, গ্রাম-40,996 টি ও শহর—239 টি। - পশ্চিমবঙ্গের লােকসভার সদস্যসংখ্যা কত ?
উ: পশ্চিমবঙ্গের লােকসভার সদস্য সংখ্যা 42 জন। - পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যসংখ্যা কত ?
উ: পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যসংখ্যা 294 জন। - ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
উ: ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা- (১) উত্তরের পার্বত্য অঞ্চল (২) পশ্চিমের মালভূমি, (৩) বিস্তীর্ণ সমভূমি।