সাধারণ জ্ঞান – পশ্চিমবঙ্গ

About West Bengal State || General Knowledge of West Bengal

পশ্চিমবঙ্গ

  1. পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হল কেন ?
    উ: ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গদেশও দুই ভাগে ভাগ হয়। বঙ্গদেশের পূর্বঅংশটি যুক্ত হয় পাকিস্তানের সঙ্গে এবং পশ্চিম অংশটি পড়ে ভারতের মধ্যে। তাই এই রাজ্যের নাম হয় পশ্চিমবঙ্গ।
  2. পশ্চিমবঙ্গের ভৌগােলিক সীমানা লেখাে।
    উ: পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বতমালা এবং সিকিম ও ভুটান রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘালয়, বাংলাদেশ ও অসম এবং পশ্চিমে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড।
  3. পশ্চিমবঙ্গের আয়তন কত ?
    উ: পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গকিলােমিটার।
  4. পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ ও কী কী ?
    উ: পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ। মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ,  ও মেদিনীপুর বিভাগ।
  5. পশ্চিমবঙ্গের কোন বিভাগে কী কী জেলা আছে লেখাে।
    উ: মালদহ বিভাগ:-  ১. মালদহ, ২. উত্তর দিনাজপুর, ৩. দক্ষিণ দিনাজপুর, ৪. মুর্শিদাবাদ; বর্ধমান বিভাগ:- ১. পূর্ব বর্ধমান, ২. পশ্চিম বর্ধমান,  ৩. বীরভূম, ৪. হুগলী; জলপাইগুড়ি বিভাগ:- ১. আলিপুরদুয়ার, ২. কোচবিহার, ৩. দার্জিলিং, ৪. জলপাইগুড়ি, ৫. কালিম্পং; প্রেসিডেন্সি বিভাগ:- ১. কলকাতা, ২. উত্তর চব্বিশ পরগনা, ৩. দক্ষিণ চব্বিশ পরগনা, ৪. হাওড়া, ৫. নদিয়া; মেদিনীপুর বিভাগ:- ১. বাঁকুড়া, ২. ঝাড়গ্রাম, ৩. পুরুলিয়া, ৪. পূর্ব মেদিনীপুর, ৫. পশ্চিম মেদিনীপুর।
  6. পশ্চিমবঙ্গে কয়টি জেলা ?
    উ: পশ্চিমবঙ্গে 23টি জেলা (as on 2020)।
  7. পশ্চিমবঙ্গের লােকসংখ্যা কত?
    উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের লােকসংখ্যা 91,276,115 জন।
  8. পশ্চিমবঙ্গের প্রতি বর্গকিলােমিটারে কত লােক বাস করে।
    উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতি বর্গকিলােমিটারে 1028 জন লােক বাস করে।
  9. পশ্চিমবঙ্গে শিক্ষিতের হার কত ?
    উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে শিক্ষিতের হার 76.26%
  10. পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা কত ?
    উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা 940 জন।
  11. পশ্চিমবঙ্গে কয়টি মহকুমা আছে ?
    উ: পশ্চিমবঙ্গে 66 টি মহকুমা আছে (as on 2020)।
  12. জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বড়াে জেলা কোনটি ?
    উ: জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বড়াে জেলাটি হল উত্তর চব্বিশ পরগনা।
  13. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনবহুল জেলা কোনটি ?
    উ: পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনবহুল জেলাটি হল দক্ষিণ দিনাজপুর।
  14. আয়তনে পশ্চিমবঙ্গের বড়াে জেলা কোনটি ?
    উ: আয়তনে পশ্চিমবঙ্গের বড়াে জেলাটি হল দক্ষিণ চব্বিশ পরগনা।
  15. পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরের সংখ্যা কত ?
    উ: ২০১১ খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরের সংখ্যা যথাক্রমে, গ্রাম-40,996 টি ও শহর—239 টি।
  16. পশ্চিমবঙ্গের লােকসভার সদস্যসংখ্যা কত ?
    উ: পশ্চিমবঙ্গের লােকসভার সদস্য সংখ্যা 42 জন।
  17. পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যসংখ্যা কত ?
    উ: পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যসংখ্যা 294 জন।
  18. ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
    উ: ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা- (১) উত্তরের পার্বত্য অঞ্চল (২) পশ্চিমের মালভূমি, (৩) বিস্তীর্ণ সমভূমি।

Leave a Comment

Scroll to Top