জেলা প্রশাসন | District Administration

জেলা প্রশাসন | District Administration

1. ভারতের জেলায় জেলাশাসকের (District Magistrate) ভূমিকাটি ব্যাখ্যা কর।

উত্তর : জেলার চুড়ান্ত প্রশাসনিক ক্ষমতা জেলাশাসকের হস্তে নিয়ােজিত থাকে। সংক্ষেপে বলা যায় জেলার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব ভার জেলাশাসককে গ্রহণ করতে হয়। জেলাশাসককে এই প্রশাসনিক দায়িত্ব পালন করতে একজন সহকারী বা অতিরিক্ত জেলাশাসক (Additional District Magistrate) থাকেন এবং সেই সঙ্গে কয়েকজন WBCS অফিসার সাহায্য করেন। এই সমস্ত অফিসারগণ জেলাশাসকের নিয়ন্ত্রণাধীন থাকেন।

2. ভারতের জেলায় জেলাশাসকের কয়েকটি কার্য (Functions) উল্লেখ করাে।

উত্তর : জেলার শান্তিশৃঙ্খলা (Law and order) রক্ষায় জেলাশাসকের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলায় শান্তি ব্যাহত হলে তিনি পুলিশ সুপারিনটেনডেন্টের সাহায্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট তার নিয়ন্ত্রণাধীন থাকেন।

Leave a Comment

Scroll to Top