Model Activity Task IV Class 8 History October 2021
১. ক স্তম্বের সাথে খ স্তম্ব মেলাও : ১ X ৪ = ৪
ক – স্তম্ভ | খ – স্তম্ভ | ||
১.১ আত্মীয় সভা |
(ক) জ্যোতিরাও ফুলে |
⟷ | সত্যশােধক সমাজ |
১.২ জাতীয় মেলা |
(খ) রামমােহন রায় |
⟷ | আত্মীয় সভা |
১.৩ সত্যশােধক সমাজ |
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী |
⟷ | আর্য সমাজ |
১.৪ আর্য সমাজ |
(ঘ) নবগােপাল মিত্র |
⟷ | জাতীয় মেলা |
২. শূন্যস্থান পূরণ করাে : ১ X ৪ = ৪
২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন ।
২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় নেতৃত্বে।
২.৩ আলিগড় অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমদ খান ।
২.৪ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সন্মেলনে যােগদান করেন।
৩. দু-তিনটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬
৩.১ বারাসাত বিদ্রোহ কী?
৩.২ ‘নব্যবঙ্গ\’ নামে কারা পরিচিত ছিলেন ?
৩.৩ মােপালা বিদ্রোহ কেন হয়েছিল?
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ x ২ = ৬
৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে \’হিন্দু প্যাট্রিট’ কেমন ভূমিকা পালন করেছিল?
৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযােগ্য পরিবর্তনের উল্লেখ করাে।