WBCS Preliminary Examination 2020 Solved Question Paper In Bengali | WBCS Previous Year Question Paper

WBCS Preliminary Examination 2020 Solved Question Paper In Bengali
WBCS Previous Year Question Paper

1. Use the right preposition.
He deals ___ cosmetic goods.
(A) of
(B) with
(C) in
(D) on

2. Which complex form is correct for the following sentence?
\’Everyone is happy during Christmas celebration.\’
(A) When Christmas celebrations occur everyone is happy.
(B) During Christmas celebration everyone is happy.
(C) Everyone during Christmas celebration is happy.
(D) Happy is everyone when Christmas celebration occurred.

3. Select the correct option :
I need a _ note.
(A) five hundred rupees
(B) five-hundred rupee
(C) five hundreds rupees
(D) five hundreds rupee

4. It is nine o\’clock in Darjeeling in the morning and ____.
(A) there is snow
(B) it is snowing
(C) it snows
(D) it snowed

5. The idiomatic expression \’pull yourself together\’-
(A) drag oneself
(B) help one
(C) get angry
(D) calm down by oneself

6. Use the correct expression :
I ___ the patient will die.
(A) hope
(B) think
(C) see
(D) am afraid

7. We ___ our dinner last night.
Fill in the blank with the right verb form.
(A) have taken
(B) took
(C) had taken
(D) take

8. Never___ upon the marginalized. Fill in with the right phrasal verb.
(A) look over
(B) look down
(C) look through
(D) look into

9. The word \’Genocide\’ means
(A) Racial killing
(B) Murder
(C) Suicide
(D) Slaughter

10. What is the time ___ your watch?
(A) by
(B) in
(C) with
(D) on

11. Select the correct option:
I was sure I ___ meet him.
(A) would
(B) will
(C) shall
(D) should

12. \’Impassioned\’ means
(A) Ardent
(B) Dispassionate
(C) Passionless
(D) Unemotional

13. Find the appropriate synonym for the word \’Climactic\’. 
(A) Culminating
(B) Climatic
(C) Temperate
(D) Atmospheric

14. Choose the correct indirect statement.
He said, \”grass is green.\”
(A) He told that grass is green.
(B) He told that grass was green.
(C) He told that grass had been green.
(D) He told that grass will always be green.

15. Correct passive form of the following sentence –
\’Orange tastes sour\’ is :
(A) Orange is tasted sour.
(B) Orange is sour after tasting.
(C) Orange is sour when tasted.
(D) Orange is tasted as sour.

16. Babies ___ when they are hungry.
(A) cries
(B) cried
(C) are crying
(D) cry

17. The word \’Analogous\’ means
(A) analytical
(B) artificial
(C) comparable
(D) aural

18. Tick the correct option:
___are still tortured in remote villages.
(A) Daughter-in-laws
(B) Daughters-in-laws
(C) Daughters-in-law
(D) Daughter-in-law

19. Add a suitable prefix to \’Embark\’.
(A) Disembark
(B) Unembark
(C) Imembark
(D) Inembark

20. Fill in the blank with right option.
He cannot cope ___ this pressure.
(A) up
(B) with
(C) in
(D) for

21. Convert the given sentence into an interrogative sentence and see below for the correct option :
\”Honesty is the best policy\”
(A) Is honesty the best policy?
(B) Is not honesty the best policy?
(C)Is honesty nor the best policy?
(D) Why is honesty the best policy?

22. The correct antonym of \’Lecherous\’ is
(A) Passionate
(B) Dirty
(C) Nasty
(D) Chaste

23. Use the appropriate preposition in the following sentence:
We sat ___ the shade of the tree.
(A) under
(B) below
(C) in
(D) through

24. He will reach home ___ at evening.
(A) lately
(B) late
(C) later
(D latest

25. He solved the ___ problem.
(A) hardly
(B) hard
(C) hardlier
(D) hardliest

26. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি?
(A) কল্লেরু হ্রদ
(B) পুলিকট হ্রদ
(C) চিল্কা হ্রদ
(D) লোকতাক হ্রদ

27. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল
(A) ভারত
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) চিন
(D) অস্ট্রেলিয়া

28. NATGRID শুরু হবে
(A) 31 শে ডিসেম্বর 2020-এর মধ্যে
(B) 31 শে ডিসেম্বর 2019-এর মধ্যে
(C) 31 শে মার্চ 2002-এর মধ্যে।
(D) 15 ই আগস্ট 2020-এর মধ্যে

29. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল
(A) ভারতীয় ন্যাশানাল কংগ্রেস
(B) ইণ্ডিয়ান লিগ
(C) ভারতীয় সাংবিধানিক সভা
(D) উপরের কোনােটিই নয়

30. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি (কুঠী) নির্মাণ করেন?
(A) বােম্বে
(B) সুরাট
(C) সুতানুটি
(D) মাদ্রাজ

31. A হল C-এর ছেলে। C এবং Q দুই বােন। Z হল Q- এর মা। P হল Z- এর ছেলে। A ও P- এর মধ্যে সম্পর্ক কী?
(A) ভাই
(B) মামা
(C) কাকা
(D) দাদু

32. অ্যাক্ট III, 1872 ছিল?
(A) সমাজ সংস্কার আইন
(B) জুরি আইন
(C) রাজস্ব আইন
(D) শাসনসংক্রান্ত হন

33. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) Zoology
(B) Physiology
(C) Botany
(D) Philosophy

34. কে আংলাে-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) লালা হংসরাজ
(C) আহ্বান পান্ডুরঙ্গ
(D) মহাদেব গােবিন্দ রানাডে

35 ভারতের\’ প্রথম \”G.I. Tag\” প্রাপ্ত পদার্থ হল
(A) এলাচ
(B) দার্জিলিং চা
(C) বাসমতি চাল
(D) গােবিন্দভােগ চাল

36. একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানাে হয়েছে। “?” চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে?

5 9 14 20
9 17 27 ?

(A) 15
(B) 37
(C) 39
(D) 41

37. Census 2011- পশ্চিমবঙ্গের literacy rate হল-
(A) 97%
(B) 70%
(C) ৪0%
(D) 77%

38. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারী মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESC0- র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে?
A) Santali ভাষা
(B) Kurukh ভাষা
(C) Kurmali.
(D) Sadri ভাষা

39. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন
(A) আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে
(B) আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে
(C) আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে
(D) আমদানি ও রপ্তানির উপর কোনাে প্রভাব পড়ে না

40. স্যার সি ভি রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য?
(A) বিক্ষেপণ
(B) বিচ্ছুরণ
(C) ব্যতিচার
(D) সমবর্তন

41. দীনবন্ধু মিত্র রচিত \’নীল দর্পণ\’ ”গুছে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে?
(A) বাংলার কারিগর
(B) নীল চাষী
(C) ভূমিহীন মজুর
(D) উপরােক্ত প্রতিটি শ্রেণিরই

42. L, M, N, O, P, Q, R, S এবং T অক্ষরগুলি পরপর আছে। এই অক্ষরগুজির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হল। কিন্তু এইগুলি পরপর নয়। এক্ষেত্রে P হল 4। P ও T- এর পার্থক্য হল 5। N ও T- এর পার্থক্য হল 3। তাহলে N এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে?
(A) 7
(B) 5
(C) 4
(D) 6

43. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) সুভাষচন্দ্র বসু
(C) চিত্তরঞ্জন দাস
(D) মতিলাল নেহরু

44. একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 inches উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় সে 5 inches উপরে ওঠে আবার রাতের বেলায় 4 inches করে নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌছবে?
(A) 70 তম দিনে
(B) 71 তম দিনে
(C) 12 তম দিনে
(D) 75 তম দিনে

45. কে \”স্পিরিট অব ইসলাম\” লিখেছিলেন?
(A) আবদুল ওয়াহাব
(B) থিয়ােডাের বেক
(C) সৈয়দ আমির আলী
(D) মহসিন উল মূলক

46. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়-
(A) 23 শে মার্চ
(B) ৪ ঠা জুলাই
(C) 22 শে সেপ্টেম্বর
(D) 26 শে জুন

47. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?
(A) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
(B) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
(C) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
(D) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন।

48. সােমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) অন্ধ্র প্রদেশ
(D) মহারাষ্ট্র

49. খােদা-ই-খিদমগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) আব্বাস তায়েবজী
(B) খান আব্দুল গফফর খান
(C) মৌলানা আজাদ
(D) ডঃ আনসারি

50. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
(A) 4
(B) 6
(C) 5
(D) 3

51. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন?
(A) লাল্লুজী লাল
(B) পদ্মাকর ভট
(C) প্রেমচাঁদ
(D) হরিশচন্দ্র


52. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?
(A) 14 জানুয়ারি, 1969
(B) 4 ডিসেম্বর, 1969
(C) 27 জানুয়ারি, 1969
(D) 16 আগস্ট, 1969


53. ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হল
(A) 1
(B) 2
(C) 4
(D) 3


54. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?
(A) 1991
(B) 1990
(C) 1992
(D) 1994


55. নীচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হল।
1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস ।
2. এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়।
3. এটি একটি শােন নদীর শাখা নদী।
উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুন
(A) উত্তর কোয়েল নদী
(B) মেচি নদী
(C) মহানন্দা নদী
(D) মহাদায়ী নদী

56. বােঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ,
(A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল।
(B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয়।
(C) এখানে প্রাপ্ত লেখমালা-য় বৈদিক দেব-দেবীদের নাম উল্লিখিত আছে।
(D) উপরের কোনােটিই নয়


57. নিম্নোক্তদের মধ্যে \’আলাই দরওয়াজা’-র নির্মাতা কে?
(A) আলাউদ্দিন খিলজী
(B) আকবর
(C) মহম্মদ বিন তুঘলক
(D) জাহাঙ্গীর


58. D, C ও E- এর চেয়ে লম্বা। A, E- এর মত লম্বা নয়। C, A- এর চেয়ে লম্বা। D, B- এর মত লম্বা নয়। তাহলে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে?
(A) B
(B) C
(C) D
(D) E

59. উত্তর গােলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুনঃ
1. মকর সংক্রান্তি — ডিসেম্বর 22nd
2. জলবিষুব — সেপ্টেম্বর 23rd
3. কর্কট সংক্রান্তি জুন 21st
4. মহাবিষুব — মার্চ 21st
প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুনঃ
(A) 1 এবং 2
(B) 2 এবং 3
(C) 3 এবং 4
(D) সবকটি সঠিকভাবে মেলে

60. মােট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census -এ পশ্চিমবঙ্গের স্থান হল-
(A) দশম
(B) চতুর্থ
(C) দ্বিতীয়
(D) পঞ্চম


61. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত \’ডাণ্ডি পদযাত্রা\’ দিয়ে শুরু হয়?
(A) খিলাফত আন্দোলন
(B) অসহযােগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারত ছাড়াে আন্দোলন


62. ধরুন \"x_{1},x_{2}\" ___, \"x_{100}\" -100 টি সংখ্যা যাতে সকল i- এর জন্য\"x_{i}+x_{i+1}=100\" হয়। যদি \"x_{10}\" = 1 হয়, তবে \"x_{1}\" কত হবে ?
(A) 100
(B) 99
(C) 101
(D) 1

63. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে?
(A) বনস
(B) চম্বল
(C) শতদ্রু
(D) যমুনা


64. 2019-এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূণাবর্ত হয়েছে তার নাম
(A) Fani
(B) Bulbul
(C) Phinge
(D) Sumi

65. কোনো বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সোমবারের তারিখ জোড় সংখ্যা। এ মাসের 15 তারিখ কী বারে পড়বে?
(A) সোমবার
(B) বুধবার
(C) শুক্রবার
(D) রবিবার


66. “শিক্ষক দিবস” ভারতে প্রতি বছর পালিত হয়
(A) 5ই সেপ্টেম্বর
(B) 2রা অক্ট্রোবর
(C) 6ই নভেম্বর
(D) 25শে ডিসেম্বর


67. Constitute Assembly \”ভারতীয় সংবিধান\” গ্রহণ করেছে
(A) 15ই আগস্ট, 1947
(B) 26শে জানুয়ারী, 1950
(C) 26শে নভেম্বর, 1949
(D) 2রা অক্টোবর, 1950

68. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানীকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত?
(A) মুক্তো
(B) মূল্যবান পাথর
(C) অশ্ব
(D) রেশম


69. \”FACT Check Module\” -এর লক্ষ্য হল
(A) বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা  সৃষ্টি নিয়ন্ত্রণ করতে।
(B) অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা।
(C) সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে।
(D) ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে। .

70. \’রাজতরঙ্গিনী\’-র রচয়িতা কে?
(A) মেগাস্থিনিস
(B) কল্হন
(C) অল-বিরুনি
(D) হেরোডোটাস

71. ভারতে \’অর্থনৈতিক সংস্কার\” নীতিগুলি আনুষ্ঠানিকভাবে (formally) উপস্থাপিত হয়
(A) জুলাই, 1991
(B) আগস্ট, 1947
(C) জানুয়ারী, 1980
(D) মার্চ, 1990

72. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়?
(A) 1818
(B) 1821
(C) 1819
(D) 1823

73. \”চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠনের\” পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল?
(A) গণেশ ঘোষ
(B) চন্দ্রশেথর আজাদ
(C) সূর্য সেন
(D) লালা হরদয়াল

74. 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল
(A) 8ই নভেম্বর, 2016
(B) 1লা জানুয়ারী, 2017
(C) 15ই আগস্ট, 2016
(D) 31শে মার্চ, 2017

75. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
(A) জয়প্রকাশ নারায়ণ
(B) মােরারজি দেশাই
(C) চৌধুরী চরণ সিং
(D) অটল বিহারী বাজপেয়ী

76. বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন
(A) অরুণ জেটলি
(B) নির্মলা সিতারামন
(C) পি. চিদাম্বরম
(D) প্রণব মুখার্জী

77. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল –
(A) তাপ
(B) কৌণিক ভরবেগ
(C) সময়
(D) কাজ

78. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
(A) প্রতাপগড়
(B) মেহেরগড়
(C) কোয়েটা
(D) কালাট

79. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে ‘RTI \’প্রয়ােগ করা যাবে
(A) Office of the CBI তেও
(B) Office of the NIA তেও
(C) Office of the CJI তেও
(D) Office of the PMO তেও

80. সূর্য থেকে আলাে আমাদের কাছে পৌঁছতে সময় লাগে
(A) 2 মিনিট
(B) ৪ মিনিট
(C) 4 মিনিট
(D) 16 মিনিট

81. Fit India Movement August 2019-এর শুরু করেন
(A) কপিলদেব
(B) সৌরভ গাঙ্গুলী
(C) নরেন্দ্র মােদী (প্রধানমন্ত্রী)
(D) বিরাট কোহলি

82. জন, অ্যারিস ও যােসেফ বিভিন্ন বয়সের তিন ভাই দেওয়া আছে :
(i) অ্যারিস সবার বড়
(ii). যােসেফ সবার বড় নয়
(iii) জন সবার ছােট নয়
তবে, কে সবার ছােট?
(A) অ্যারিস
(B) জন
(C) যােসেফ
(D) দেয় তথ্য থেকে বলা সম্ভব নয়

৪3. \”গরিবি হঠাও\” শ্লোগানটি প্রথম দিয়েছিলেন
(A) ইন্দিরা গান্ধী
(B) রাজীব গান্ধী
(C) সােনিয়া গান্ধী
(D) রাহুল গান্ধী

84. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
(A) তেলেঙ্গানা
(B) কেরল
(C) জম্মু ও কাশ্মীর
(D) অন্ধ্র প্রদেশ

85. 14 টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়
(A) 1969 সালে
(B) 1980 সালে
(C) 1971 সালে
(D) 1991 সালে

86. ভারতের পারমাণবিক শক্তি কমিশন (AEC) 1948 সালে কে প্রতিষ্ঠা করেন?
(A) P.K. Iyengar
(B) M.R. Srinivasan
(C) Vikram Sarabhai
(D) Homi Bhabha

Leave a Comment

Scroll to Top