WBBSE Class 8 History Chapter 3 Questions and Answers
WBBSE Class 8 History Chapter 3 Atit o Aityaja Questions and Answers | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় | অতীত ও ঐতিহ্য – ঔপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা
ভেবে দেখো খুঁজে দেখো
১। বেমানান শব্দটি খুঁজে বার করাে:
ক) বােম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা
খ) ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে, কর্নওয়ালিস
গ) বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা
ঘ) ডেভিড হেয়ার, উইলিয়ম কেরি, জোনাথন ডানকন, উইলিয়ম পিট
২। নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও:
ক) বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতাে।
খ) বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান।
গ) উইলিয়ম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য।
ঘ) দশ বছরের ভূমি-রাঁজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল।
৩। অতি সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ) :
ক) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
খ) কোম্পানি-পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্ণওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন?
গ) কোম্পানির সিপাহিবাহিনী বলতে কী বোঝো?
ঘ) কোম্পানি-শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল-এর কী ভূমিকা ছিল?
৪। নিজের ভাষায় লেখো (১২০-১৬০ টি শব্দ) :
ক) ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্ণওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এ সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল?
খ) ভারতে কোম্পানি-শাসনের বিস্তার ও সেনা বাহিনীর বৃদ্ধির মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তিদাও।
গ) ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে এক্যবদ্ধ হয়েছিলো।
ঘ) কোম্পানি-শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কী? কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কীভাবে পড়েছিল বলে তোমার মনে হয়?
ঙ) কোম্পানি-শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল?
৫। কল্পনা করে লেখো (২০০ টি শব্দের মধ্যে) :
ক) ধরো তুমি কোম্পানির একজন সিপাহি। তোমার কাজ ও কাজের পরিবেশ বিষয়ে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো।
খ) ধরো তুমি উনবিংশ শতকের প্রথমভাগে কলকাতার বাসিন্দী। হিন্দু কলেজ ও বেখুন স্কুল প্রতিষ্ঠার সময় কলকাতার দু-জন শিক্ষিত ভারতীয়দের মধ্যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথোপকথন লেখো।
Read More :