জাঠ শক্তির উত্থান – আঞ্চলিক শক্তির উত্থান | Rise of Jat power

জাঠ শক্তির উত্থান – আধুনিক যুগের ইতিহাস (Rise of Jat power)

জাঠদের রাজধানী ছিল ভরতপুর। চুড়ামন জাঠবংশ প্রতিষ্ঠা করেন।

বাদান সিং (১৭২২-১৭৫৬) : জাঠ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৭৫২ খ্রিস্টাব্দে তিনি মহেন্দ্র’ উপাধি নেন। তিনি ভরতপুরে একটি রাজপ্রাসাদ ও ‘বৃন্দাবন ধীরে সমীর\’ নামে একটি মন্দির তৈরী করে ব্রহ্মরাজ\’ উপাধি নেন। ১৭৪৫ খ্রিস্টাব্দে তিনি রােহিলাদের বিরুদ্ধেএবং মারাঠাদের সঙ্গে ভাগরূর যুদ্ধে পরাস্ত হন।

সুরজমল (১৭৫৬-১৭৬৫) : সুরজমল সবচেয়ে শক্তিশালী জাঠ নেতা ছিলেন এবং তাকে বলা হত জাঠদের প্লেটো ও ইউলিসিস। সুরজমল সুরজকুন্ত, গােপালভবন, সুরজভবন এবং কৃষ্ণভবন নির্মাণ করেন।

Leave a Comment

Scroll to Top