1000+ Biology GK MCQ in Bengali | PDF Download | জীবন বিজ্ঞান MCQ

General Science Biology | GK MCQ in Bengali | Set 1

1. ভূতাত্ত্বিকের মতানুসারে জীবনের সূচনা হয়েছিল –
(A) প্যালিওজোয়িক যুগে
(B) মেসােজোয়িক যুগে
(C) প্রােটোজোয়িক যুগে
(D) সিনােজোয়িক যুগে


2. জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল-
(A) অ্যামাইনাে অ্যাসিডের সৃষ্টি
(B) কার্বোহাইড্রেটের সৃষ্টি
(C) জিৰ্বেরেলিক অ্যাসিডের সৃষ্টি
(D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি

3. নিম্নের কোনটি জীবনসৃষ্টির একবারে প্রথমে উৎপন্ন হয়েছিল ?
(A) প্রােক্যারিওটিক কোশ
(B) ইউক্যারিওটিক কোশ
(C) উভয়ই A এবং B
(D) কোনােটিই নয়

4. বর্তমানকালে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযােগ্য মতবাদটি হল-
(A) আধুনিক রাসায়নিক উদ্বর্তন
(B) বিশেষভাবে সৃষ্টির তত্ত্ব
(C) সবই
(D) কোনােটিই নয়

5. কে এই ধারণাটি দেন যে  ‘Hotdilute Soup’?
(A) ফক্স
(B) কেলভিন
(C) কোপারনিকাস
(D) হল্ডেন

6. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল—
(A) জল
(B) স্থল
(C) বায়ু
(D) কোনােটিই নয়

7. কোন্ রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন – ‘Origin of Species’?
(A) তাকতাজান
(B) ডারউইন
(C) নিধাম
(D) গ্যাগারিন

8. ভূতাত্ত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক-
(A) 3.6 লক্ষ বছর আগে
(B) 4.6 বিলিয়ন বছর আগে
(C) 5.6 লক্ষ বছর আগে
(D) 6.6 লক্ষ বছর আগে

9. কেমােজেনি কি ?
(A) ভৌত উদবর্তন
(B) যৌগিক উদবর্তন
(C) রাসায়নিক উদবর্তন
(D) মৌলিক উদবর্তন

10. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন ?
(A) 1928
(B) 1940
(C) 1941
(D) 1942

11. কোশ কথাটি প্রবর্তন করেন-
(A) রবার্ট হুক
(B) রবার্ট ব্রাউন
(C) পারকিনজি
(D) স্লেইডেন ও স্বােয়ান

12. গাছের যে অংশ সূর্যালােক পায়—
(A) ক্লোরােপ্লাস্টিড
(B) ক্রোমােপ্লাস্টিড
(C) লিউকোপ্লাস্টিড
(D) প্রটিনোপ্লাস্টিড

13. সেন্ট্রোজোম থাকে—
(A) উদ্ভিদকোশে
(B) প্রাণীকোশে
(C) আদি কোশে
(D) আদর্শ কোশে

14. আয়তনে বৃহৎ প্রাণীকোশ-
(A) নার্ভকোশ
(B) রেমি উদ্ভিদের তন্তু
(C) উটপাখির ডিম
(D) মাইকোপ্লাজমা

15. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু হল—
(A) লাইসােজোম
(B) সেন্ট্রোজোম
(C) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম
(D) গলগিবডি

16. কোশের শক্তিঘর বলা হয়-
(A) লাইসােজোম
(B) গলগিবডি
(C) রাইবােজোম
(D) মাইটোকনড্রিয়া

17. পিনােসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়—
(A) কঠিন খাদ্য
(B) তরল খাদ্য
(C) কঠিন তরল খাদ্য
(D) অর্ধতরল খাদ্য

18. কোয়ান্টোজোম থাকে—
(A) লিউকোপ্লাস্টে
(B) ক্রোমােপ্লাস্টে
(C) ক্লোরােপ্লাস্টে
(D) জ্যান্থোপ্লাস্টে

19. স্নেহপদার্থ সঞ্চিত থাকে—
(A) অ্যামাইলােপ্লাস্ট
(B) অলিউরােনােপ্লাস্ট
(C) এলাইওপ্লাস্ট
(D) লিউকোপ্লাস্টে

20. কোশের মস্তিষ্ক বলা হয়—
(A) নিউক্লিয়াস
(B) রাইবােজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) প্লাস্টিড

Mondal’s Sure Success General Science in Bengali by Kartick Ch. Mandal – Buy Now

General Science Biology | GK MCQ in Bengali | Set 2

21. আত্মঘাতী থলি বলে—
(A) রাইবােজোম
(B) ডিকটিওজোম
(C) এন্ডােপ্লাজমিক জালিকা
(D) লাইসােজোম


22. RNA-এর একটি বেস হল-
(A) অ্যাডেনাইন
(B) ইউরাসিল
(C) গুয়ানিন
(D) সাইটোসিন

23. প্রােটিন সংশ্লেষে সাহায্যকারী কোশ অঙ্গানুটি হল—
(A) মেসােজোম
(B) লাইসােজোম
(C) ডিকটিওজোম
(D) রাইবােজোম

24. ক্যানসার প্রতিরােধী ক্রোমােজোমীয় অংশটি হল-
(A) ক্রোমাটিড
(B) টেলােমিয়ার
(C) স্যাটেলাইট
(D) সেন্ট্রোমিয়ার

25. কোশচক্রের বিভিন্ন দশাগুলির ক্রমপর্যায় হল—
(A) G1, G2, M, S
(B) G1, S, G2, M
(C) G2, G1, S, M
(D) G1, G2, S, M

26. ক্যানসার কোশের কারণ—
(A) প্রােটোওঙ্কোজিন
(B) ওঙ্কোজিন
(C) হেলাকোশ
(D) সারকোমা

27. অনিয়ন্ত্রিত কোশগুচ্ছের বিভাজনকে বলে—
(A) হাইপারট্রফি
(B) হাইপারপ্লাসিয়া
(C) মেটাপ্লাসিয়া
(D) ক্যানসার কোশ

28. একটি কোশের একবার মাইটোসিসের পর কতগুলাে অপত্য কোশের সৃষ্টি হয়?
(A) 2টি
(B) 4টি
(C) 8টি
(D) 16টি

29. কোশে জল ছাড়া সর্বাধিক পরিমানে থাকে—
(A) প্রােটিন
(B) কার্বোহাইড্রেট
(C) স্নেহপদার্থ
(D) ক্ষার

30. আদর্শ ক্যানসার কোশের নিদর্শন হল-
(A) মেলা কোশ
(B) হেলা কোশ
(C) ভেলা কোশ
(D) কলা কোশ

31. হরমােনের আধিক্য হলে কি হয় ?
(A) হাইপারপ্লাসিয়া
(B) হাইপারট্রফি
(C) সাদা দাগ
(D) শ্বেতী

32. কোশচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে?
(A) 1টি
(B) 3টি
(C) 2টি
(D) 4টি

33. কোনাে কারণে কোশের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে-
(A) হেলাকোশ
(B) মেটাপ্লাসিয়া
(C) হাইপারপ্লাসিয়া
(D) কোনটাই নয়

34. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে—
(A) G1 দশা
(B) G2 দশা
(C) G3 দশা
(D) G0 দশা

35. M-দশার কয়টি ভাগ?
(A) 4
(B) 3
(C) 2
(D) 6

36. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C) মিয়ােসিস
(D) সমবিভাজন

37. ক্রোমােজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে-
(A) প্রফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলােফেজ

38. ক্রোমােজোম যে দুইটি তপ্ত দ্বারা গঠিত তা হল-
(A) ক্রোমােনিমাটা
(B) ক্রোমাটিড
(C) পলিপেপটাইড
(D) DNA তন্তু

39. ক্রোমােজোমের স্বতন্ত্র মেকযুক্ত প্রান্তকে বলে-
(A) ক্রোমােমিয়ার
(B) সেন্ট্রোমিয়ার
(C) টেলােমিয়ার
(D) কাইনেটোকর

40. একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী DNA থাকে তাদের সংখ্যা হল
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

1000+ Physics GK MCQ in Bengali | PDF Download | পদার্থবিজ্ঞান MCQ
1000+ Chemistry GK MCQ in Bengali | PDF Download | রসায়ন MCQ
1000+ Indian History GK MCQ in Bengali | PDF Download | ভারতের ইতিহাস MCQ
1000+ Geography GK MCQ in Bengali | PDF Download | ভূগোল প্রশ্ন ও উত্তর
1000+ Indian Constitution GK MCQ in Bengali | PDF Download | ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর
1000+ Indian Economy GK MCQ in Bengali | PDF Download | ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর
1000+ Child Development and Pedagogy MCQ in Bengali | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF
Most Important Computer Awareness GK MCQ in Bengali | PDF Download | কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর

General Science Biology | GK MCQ in Bengali | Set 3

41. সমসংস্থ ক্রোমােজোমের জোড় বাঁধাকে বলে—
(A) বাইভ্যালেন্ট
(B) বােকে দশা
(C) টেট্রাড অবস্থা
(D) সিন্যাপসিস


42. মানুষের দেহকোষে ক্রোমােজোম সংখ্যা-
(A) 46 জোড়া
(B) 23 জোড়া
(C) 22 জোড়া
(D) 12 জোড়া

43. গােনাডস-এর বৃদ্ধিতে কীরূপ কোশবিভাজন দেখা যায় ?
(A) মাইটোসিস
(B) মিওসিস
(C) দ্বি-বিভাজন
(D) অ্যামাইটোসিস

44. কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে—
(A) প্রফেজ
(B) মেটাফেজ
(C) আনাফেজ
(D) ইন্টারফেজ

45. সমসংস্থ ক্রোমােজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বলে—
(A) সাইন্যাপস
(B) সাইন্যাপসিস
(C) সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স
(D) বাইভ্যালেন্ট

46. সমসংস্থ ক্রোমােজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে-
(A) কায়াজমা
(B) ক্রসিংও ভার
(C) ট্রান্সলােকেসান
(D) সাইন্যাপসিস

47. উদ্ভিদ কোষে বেতন্তু গঠিত হয়-
(A) মাইক্রোটিউবিউল থেকে
(B) নিউক্লিওরস থেকে
(C) মাইক্রোবড়ি থেকে
(D) মাইক্রোফিলামেন্ট থেকে

48. ক্রোমােজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে-
(A) মাইটোসিস বিভাজন
(B) মুক্ত নিউক্লিও বিভাজন
(C) মিওসিস বিভাজন
(D) অ্যামাইটোসিস কোশ বিভাজন

49. DNA-তে থাকে-
(A) দ্রাক্ষা শর্করা
(B) রাইবােজ শর্করা
(C) ডি. অক্সিরাইবােজ শর্করা
(D) ইক্ষু শর্করা

50. নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে—
(A) নাইট্রিক অ্যাসিড
(B) ফসফরিক অ্যাসিড
(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(D) সালফিউরিক অ্যাসিড

51. DNA-এর পিউরিন বেস হল-
(A) ইউরাসিল
(B) থাইমিন
(C) সাইটোসিন
(D) অ্যাডেনিন

52. RNA-তে অবস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হল-
(A) রাইবােজ শর্করা
(B) ইক্ষু শর্করা
(C) দ্রাক্ষা শর্করা
(D) ডি-অক্সিরাইবােজ শর্করা

53. কেবলমাত্র RNA-তে থাকে এমন একপ্রকার N-যুক্ত ক্ষারমূলক হল-
(A) অ্যাডেনিন
(B) ইউরাসিল
(C) গুয়ানিন
(D) সাইটোসিন

54. কোন মৌলটি DNA-এর গঠনে ব্যবহৃত হয় না?
(A) কার্বন
(B) ফসফরাস
(C) নাইট্রোজেন
(D) সালফার

55. ক্রোমােজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে—
(A) হ্যাপ্লয়ডি
(B) ডিপ্লয়ডি
(C) পলিপ্লয়ডি
(D) মনােপ্লয়ডি

56. ‘Terminalization’ ঘটে—
(A) লেপ্টোটিন
(B) ডিপ্লোটিন
(C) জাইগােটিন
(D) প্যাকাইটিন

57. DNA-এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন—
(A) লিনিয়াস
(B) রবার্ট ব্রাউন
(C) ডারউইন
(D) ওয়াটসন ও ক্রিক

58. কোন্ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?
(A) অ্যামাইটোসিস
(B) মাইটোসিস
(C) মিওসিস
(D) কোনটি নয়

59. সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায়-
(A) নিউক্লিয়াসে
(B) সাইটোপ্লাজমে
(C) মাইটোকনড্রিয়ায়
(D) গলগিবডিতে

60. মিওসিস বিভাজন ঘটে—
(A) জনন কোশে
(B) দেহকোশে
(C) যকৃৎকোশে
(D) অগ্ন্যাশয়ে

General Science Biology | GK MCQ in Bengali | Set 4

61. ক্রোমােজোমের প্রান্তীয় অংশকে বলে—
(A) সেন্টোমিয়ার
(B) ক্রোমােমিয়ার
(C) টেলােমিয়ার 
(D) কোনটি নয়


62. সালােকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী
(A) অ্যামিবা
(B) ক্রাইস্যামিবা
(C) এন্টামিবা
(D) ভলভক্স

63. সালােকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ
(A) মস
(B) ভুল ভঙ্গ
(C) মিউকর
(D) ফার্ন

64. সালােকসংশ্লেষের প্রধান স্থান-
(A) পাতা
(B) কাণ্ড
(C) বৃতি
(D) মেসােফিল কলা

65. সালােকসংশ্লেষে উৎপন্ন Oগ্যাসের উৎস হল-
(A) H2O
(B) CO2
(C) NO2
(D) H2O2   

66. জীবকোশে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হল-
(A) ADP
(B) ATP
(C) RuBP
(D) NADP

67. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হল-
(A) NADP
(B) সূর্যালােক
(C) ADP
(D) ATP

68. সালােকসংশ্লেষীয় একক—
(A) অক্সিজোম
(B) কোয়ান্টোজোম
(C) স্ফিরােজোম
(D) ক্লোরােফিল

69. ক্লোরােফিলের প্রধান উপাদানগুলি হল—
(A) K, C, H, O, N, Mg
(B) C, H, O, Mg
(C) C, H, O, N, Mg
(D) C, H, O, N, Fe

70. ফটোলাইসিস বা জলের আলােক বিশ্লেষণে সাহায্য করে
(A) chl-a
(B) chl-b
(C) chl-c
(D) chl-d

71. সালােকসংশ্লেষের অন্ধকার দশায় CO2সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটি হল-
(A) কাবন্নিলেজ
(B) RuBP কার্বক্সিলেজ RuBisCo
(C) RuBP-অক্সিজেনেজ
(D) ডিহাইড্রোজিনেজ

72. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়
(A) তাপশক্তি হিসাবে
(B) রাসায়নিক শক্তি হিসাবে
(C) গতিশক্তি
(D) আলােকশক্তি হিসাবে

73. অন্ধকার দশায় কত অণু ATP ও NADPH2, প্রয়ােজন হয় ?
(A) 12 ATP, 12 NADPH2
(B) 10 ATP, 10 NADPH2
(C) 10 ATP, 12 NADPH2
(D) 6 ATP, 6 NADPH2

74. সালােকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হল—
(A) PGA
(B) গ্লুকোজ
(C) PGAld
(D) প্রােটিন

75. ক্লোরােফিলকে সক্রিয় করে
(A) কোয়ান্টাম
(B) ADP
(C) ফোটন
(D) NADP

76. বর্ণালীর কোন্ রঙে সালােকসংশ্লেষ সবচেয়ে বেশি সম্ভব হয় ?
(A) লাল-হলুদ
(B) লাল-নীল
(C) হলুদ-নীল
(D) নীল-বেগুনি

77. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল—
(A) CO2
(B) H2O
(C) NO2
(D) SO2

78. ADP ও pi-এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে—
(A) কার্বক্সিলেশান
(B) ডি-কার্বক্সিলেসান
(C) ফসফোরাইলেসান
(D) ডি-ফসফোরাইলেসান

79. পরাশ্রয়ী উদ্ভিদের জল শােষণকারী অঙ্গটি হল—
(A) মূলরােম
(B) হস্টোরিয়া
(C) পরাশ্রয়ী মূল
(D) ভেলামেন

80. সালােকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল-
(A) সাইটোক্রোম
(B) প্লাস্টোকুইনােন
(C) প্লাস্টোসায়ানিন
(D) ফ্ল্যাভােপ্রােটিন

General Science Biology | GK MCQ in Bengali | Set 5

81. পরিবেশে O2, ও CO2-এর ভারসাম্য বজায় থাকে—
(A) সালােকসংশ্লেষ দ্বারা
(B) শ্বসন দ্বারা
(C) সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা 
(D) শ্বসন ও রেচন দ্বারা


82. ক্যারােটিন ও জ্যান্থােফিলকে একত্রে কী বলে?
(A) ফাইকোবিলিন
(B) ক্যারােটিনয়েডস
(C) ফাইকোসায়ানিন
(D) বিটাক্যারােটিন

83. এনার্জি কারেন্সি কাকে বলে?
(A) GTP
(B) NADP
(C) AMP
(D) ATP-কে

84. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল-
(A) PGA
(B) PGAld
(C) গ্লুকোজ
(D) শ্বেতসার

85. সক্রিয় ক্লোরােফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH আয়নে পরিণত হওয়াকে বলে-
(A) হাইড্রোলাইসিস
(B) ফটোলাইসিস
(C) গ্লাইকোলাইসিস
(D) ক্রেসচক্র

86. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে—
(A) গ্লাইকোজেনরূপে
(B) ফ্যাটরূপে
(C) স্টার্চরূপে
(D) তেলরূপে

87. সালােকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো-এনজাইমটি হল-
(A) ADP
(B) NADP
(C) RuBP
(D) FAD

8৪. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন—
(A) বার্নেস
(B) কেলভিন
(C) ব্ল্যাকমেন
(D) এমারসন

89. নীচের কোটি কোশের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয় ?
(A) নিউক্লিয়াস
(B) রাইবােজোম
(C) ক্লোরােফিল
(D) ক্লোরােপ্লাস্ট

90. কোন তাপমাত্রায় সালােকসংশ্লেষ ভালাে হয় ?
(A) 20°-22°C
(B) 25°–37°C
(C) 40°–45°C
(D) 45°—50°C 

91. আলােক দশাটি ঘটে-
(A) গ্রানায়
(B) স্ট্রোমায়
(C) থাইলাকয়েডে
(D) কোয়ান্টোজোমে

92. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণী-
(A) ইউগ্লিনা
(B) স্পঞ্জ
(C) প্রবাল
(D) কোনটি নয়

93. সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ
(A) সূর্যশিশির
(B) কলসপত্রী
(C) স্বর্ণলতা
(D) কোনটি নয়

94. কোন ব্যাকটেরিয়া সালােকসংশ্লেষে সক্ষম
(A) রাইজোবিয়াম
(B) রােডােস্পাইরিলাম
(C) ই. কোলাই
(D) কোনটি নয়।

95. বায়ুধারকত্ব হ্রাস পায় নিম্নের কোন রােগে ?
(A) এনকেফেলাইটিস
(B) যক্ষ্মা
(C) টাইফয়েড
(D) আন্ত্রিক প্রদাহ

96. আবহসহিষ্ণুতা কোন্ উচ্চতা পর্যন্ত সম্ভব?
(A) 16000 ফুট
(B) 10000 ফুট
(C) 12000 ফুট
(D) 18000 ফুট

97. যক্ষ্মারােগে প্রাথমিকভাবে শরীরের কোন্ অঙ্গ আক্রান্ত হয় ?
(A) ফুসফুস
(B) যকৃত
(C) গলা
(D) লসিকাগ্রন্থি

98. কোন্ উচ্চতা থেকে পর্বতপীড়া শুরু হয়?
(A) 16000 ফুট
(B) 10000 ফুট
(C) 20000 ফুট
(D) 18000 ফুট

99. হাঁপানি রােগের লক্ষণ কী?
(A) স্বাসক্রিয়ার হার বৃদ্ধি
(B) স্বাসক্রিয়ার সময় সাঁ সাঁ করে শব্দ সৃষ্টি হয়
(C) ত্বকে লাল ফোলা দাগ
(D) সবকটি ঠিক

100. আমাদের ফুসফুসের বায়ু ধারকত্ব কত?
(A) 4.7 লি
(B) 4.5 লি
(C) 4.3 লি
(D) 4.8 লি

General Science Biology | GK MCQ in Bengali | Set 6

101. প্রত্যহ মােটামুটিভাবে কতগুলি সিগারেট মানুষের ফুসফুসের ক্যানসারের কারণ হতে পারে?
(A) 30টি
(B) 31টি
(C) 39টি
(D) 40টি


102. নীচের কলাম দুটির ম্যাচ করান :
                  A                                   B
  1. কেঁচো               (i) ম্যান্টলপর্দা
  2. রাজকাকড়া      (ii) দেহত্বক
  3. আরশােলা        (iii) বইফুলকা
  4. শামুক               (iv) ট্রাকিয়া

A. 1-ii, 2-iii, 3-i , 4-iv
B. 1-iii, 2-ii, 3–jv, 4-i
C. 1-iii, 2-iv, 3-ii, 4-i
D. 1-i, 2-iii, 3-iv, 4-i


103. ভাসমান বা ফ্লোটিং শ্বসনে নীচের কোন্ পদার্থের শ্বসন হয় ?
(A) প্রােটিন
(B) গ্লুকোজ
(C) ফ্যাট
(D) ভিটামিন

104. E.M.P. পথ কাকে বলে?
(A) গ্লাইকোলিসিস
(B) ক্রেবসচক্র
(C) অবাতশ্বসন
(D) সতশ্বসন

105. সাইট্রিক অ্যাসিড নিম্নের কী থেকে প্রস্তুত হয় ?
(A) আখের রস
(B) ছানার জল
(C) গ্লুকোজ
(D) গুড়

106. বিয়ারে অ্যালকোহল থাকে কত শতাংশ?
(A) 10-12
(B) 16
(C) 4-৪
(D) 1-2

107. অ্যাসেটিক অ্যাসিড কী থেকে প্রস্তুত করা হয় ?
(A) আখের রস
(B) ছানার জল
(C) গ্লুকোজ
(D) গুড়

108. C2 চক্র অন্য কী নামে পরিচিত?
(A) ক্রেবস চক্র
(B) গ্লাইকোলিসিস চক্র
(C) গ্লাইকোলেট চক্র
(D) E.M.P. চক্র

109. অ্যামিবার শ্বসঅঙ্গ কোনটি ?
(A) দেহত্বক
(B) ফুলকা
(C) দেহতল
(D) দেহগাত্র

110. ব্যাঙের করােটি স্নায়ুর সংখ্যা
(A) 12 জোড়া
(B) 10 জোড়া
(C) 31 জোড়া
(D) 13 জোড়া

111. ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের?
(A) মিশ্র স্নায়ু
(B) চেষ্টীয়
(C) সংজ্ঞাবহ
(D) কোনােটাই নয়

112. অপটিক স্নায়ু একপ্রকারের-
(A) মিশ্র স্নায়ু
(B) সংজ্ঞাবহ
(C) চেষ্টীয়
(D) কোনােটাই নয়

113. অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন্ কাজে সাহায্য করে ?
(A) দর্শন
(B) শ্রবণ
(C) ঘ্রাণ
(D) স্বাদ

114. সুস্বাদু খাদ্যের জন্য লালানিঃসরণ কে নিয়ন্ত্রণ করে?
(A) গুরুমস্তিষ্ক
(B) সুষুম্নাকাণ্ড
(C) লঘুমস্তিষ্ক
(D) সুষুম্নাশীর্ষক

115. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
(A) মধ্যমস্তিষ্ক
(B) অগ্রমস্তিষ্ক
(C) লঘুমস্তিষ্ক
(D) থ্যালামাস

116. মানুষের সুষুন্মাস্নায়ুর সংখ্যা কত?
(A) 31 জোড়া
(B) 13 জোড়া
(C) 12 জোড়া
(D) 10 জোড়া

117. প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছে নিম্নের কার দেহে ?
(A) কেঁচো
(B) হাইড্রা
(C) অ্যামিবা
(D) প্যানেরিয়া

118. নিম্নলিখিত কোন্ প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাপা ?
(A) মাছ
(B) কেঁচো
(C) জোক
(D) চিংড়ি

119. স্বােয়ান কোশ নিম্নলিখিত কোন্ অংশে দেখা যায় ?
(A) অ্যাক্সন
(B) ডেনড্রাইট
(C) কোশদেহ
(D) প্রান্তকুরুশ

120. প্যাভলভের পরীক্ষায় শুধুমাত্র ঘন্টাধ্বনি শুনেই কুকুরের লালাক্ষরণ হওয়া নিম্নের কোন্ ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
(A) শর্তবিহীন প্রতিবর্ত
(B) জটিল প্রতিবর্ত
(C) শর্তসাপেক্ষ প্রতিবর্ত
(D) কোনােটাই নয়

General Science Biology | GK MCQ in Bengali | Set 7

121. পরপর দুটি নিউরােনের সংযােগমূলকে কী বলে?
(A) স্নায়ুতন্তু
(B) প্রান্তসন্নিকর্ষ বা সাইন্যাপস বা স্নায়ুসন্ধি
(C) প্রান্ত বুরুশ
(D) কোনােটাই নয়


122. CNS কথাটির পুরােটা কী?
(A) সেন্ট্রাল নিউরাে সিস্টেম
(B) সেন্ট্রাল নার্ভাস সিস্টেম
(C) সেন্ট্রাল নার্ভ সিস্টেম
(D) সেন্ট্রাল ন্যাটাল সিস্টেম

123. মস্তিষ্কের গহূরে যে তরল থাকে তাকে কী বলে?
(A) CSF
(B) CSM
(C) CKF
(D) CJN

124. মস্তিষ্কের গহুরকে কী বলে?
(A) কোলন
(B) অলিন্দ
(C) নিলয় বা ভেন্ট্রিকল
D) প্লুরা

125. মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি ?
(A) অলফ্যাক্টরি নার্ভ
(B) অপটিক নার্ভ
(C) সায়াটিক নার্ভ
(D) ভেগাস নার্ভ

126. ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন্ ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
(A) জটিল প্রতিবর্ত
(B) সহজাত প্রতিবর্ত
(C) অভ্যাসগত প্রতিবর্ত
(D) কোনােটাই নয়

127. শিশুদের হাঁটতে শেখা কী ধরনের প্রতিবর্ত ?
(A) জটিল প্রতিবর্ত
(B) সহজাত প্রতিবর্ত
(C) অভ্যাসগত প্রতিবর্ত
(D) কোনােটাই নয়

128. জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা কোন ধরনের প্রতিবর্ত ?
(A) অভ্যাসমূলক প্রতিবর্ত
(B) সম্পর্ক প্রতিবর্ত
(C) জটিল প্রতিবর্ত
(D) সহজাত প্রতিবর্ত

129. দুটি নিউরােনের মধ্যে যে তরল থাকে তাকে কী বলে?
(A) নিউরােমােটোর
(B) নিউরােমিটার
(C) নিউরােফসফেট
(D) নিউরােহিউমার

130. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন?
(A) স্নায়ুকোশ সেন্ট্রোজোম থাকে না বা নিষ্ক্রিয়
(B) স্নায়ুকোশ অতি ক্ষুদ্র
(C) স্নায়ুকোশের মৃত্যু হয় না
(D) স্নায়ুকোশ অন্য অঙ্গকে উত্তেজিত করে

131. নিম্নের কোন্ প্রাণীর দেহে স্নায়ুতন্ত্র মই-এর মতাে?
(A) হাইড্রা
(B) প্যারামেসিয়াম
(C) কেঁচো
(D) ফিতাকৃমি

132. স্নায়ুকোশের মৃত্যুর পর পর স্থানে কে থাকে ?
(A) নিউরােমিটার
(B) নিউরােমােটর
(C) নিউরােগ্লিয়া
(D) ডেনড্রন

133. কক্সিজিয়াল এর সংখ্যা কত?
(A) একজোড়া
(B) দুজোড়া
(C) তিনজোড়া
(D) চারজোড়া

134. পূর্ণবয়স্ক মানুষের সুষুম্নাকাণ্ড কত লম্বা?
(A) 40-41 সেমি
(B) 50-51 সেমি
(C) 42-45 সেমি
(D) 45-47 সেমি

135. প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?
(A) 1.36 কিগ্রা
(B) 1.56 কিগ্রা
(C) 1.65 কিগ্রা
(D) 1:50 কিগ্রা

136. মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি?
(A) পুরা
(B) ছত্রা
(C) পুমা
(D) মেনিনজেস

137. সারভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত?
(A) সাতজোড়া
(B) আটজোড়া
(C) নয়জোড়া
(D) দশজোড়া

138. নিম্নলিখিত কোন্ প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায় ?
(A) ইউপ্লিনা
(B) ব্যাং
(C) সাপ
(D) পিঁপড়ে

139. কর্ষিকা কোন্ প্রাণীর জ্ঞানেন্দ্রিয়?
(A) আরশােলা
(B) কচ্ছপ
(C) জেলিফিস
(D) হাতুড়িমাথা হাঙর

140. কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
(A) সিস্টোলিথ
(B) মেলিয়াস
(C) কর্ণপটহ
(D) অটোলিথ

General Science Biology | GK MCQ in Bengali | Set 8

141. রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে বলে—
(A) পীতবিন্দু
(B) ব্লাইন্ড স্পট
(C) ফোবিয়া 
(D) ক্ষয়িষ্ণু বিন্দু


142. চোখের সবচেয়ে আলােক সংবেদী অংশ হল—
(A) অন্ধবিন্দু
(B) পীতবিন্দু
(C) তারারন্ধ্র
(D) কর্নিয়া

143. কর্নিয়া থাকে
(A) চোখে
(B) কানে
(C) জিভে
(D) নাকে

144. নিম্নলিখিত কোন রাসায়নিক দ্রব্য অগ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(A) (NH4)2SO2
(B) NH4Cl
(C) Na2SO4
(D) NaCl

145. জিভের সামনের দিকে কোন স্বাদগ্রহণের স্বাদকোরক থাকে?
(A) মিষ্টি
(B) ঝাল
(C) তেতাে
(D) টক

146. জিভের কোন অংশে ঝাল লাগে ?
(A) সামনে
(B) পাশে
(C) পেছনে
(D) কোনােটাই নয়

147. মানুষের (পূর্ণবয়স্ক) মােট অস্থির সংখ্যা—
(A) 216
(B) 200
(C) 206
(D) 250

148. গমনে ভারসাম্য রক্ষা করে—
(A) লঘুমস্তিষ্ক
(B) গুরুমস্তিষ্ক
(C) যােজক
(D) সুষুম্নাশীৰ্ষক

149. গমনের সহায়ক পেশী হল—
(A) অনৈচ্ছিক পেশী
(B) হৃদপেশী
(C) ঐচ্ছিক পেশী
(D) কোনােটাই নয়

150. উদ্ভিদের বিটপ আলাের দিকে এগিয়ে যাওয়া কোন ধরনের চলন?
(A) হাইড্রোট্রপিক
(B) জিওট্রপিক
(C) ফটোট্রপিক
(D) সিসমােট্রপিক

151. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়। এটি কোন ধরণের চলন?
(A) কেমােন্যাস্টি চলন
(B) সিসমেন্যাসিস্ট চলন
(C) থার্মোন্যাস্টি চলন
(D) নিকটিন্যাস্টি চলন

152. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটি একপ্রকার-
(A) ট্রপিক চলন
(B) কেমােট্রপিক চলন
(C) ট্যাকটিক চলন
(D) ন্যাস্টিক চলন

153. অ্যামিবার গমন অঙ্গ হল-
(A) নালিকাপদ
(B) সিটা
(C) সন্ধিপদ
(D) ক্ষণপদ

154. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে-
(A) পায়ুপাখনা
(B) পুচ্ছপাখনা
(C) শ্রেণী পাখনা
(D) পৃষ্ঠপাখনা

155. কেঁচোর গমন অঙ্গ হল-
(A) সিটা
(B) কর্ষিকা
(C) ক্ষণপদ
(D) ফ্ল্যাজেলা

156. ক্ল্যামাইডােমােনাসের গতি হল-
(A) অ্যামিবয়েড গতি
(B) ফ্র্যাজেলার গতি
(C) সিলিয়ারী গতি
(D) কোনােটাই নয়

157. কেঁচোর গমন পদ্ধতি হল-
(A) সুইমিং
(B) লিপিং
(C) ক্রিপিং
(D) ক্রলিং

158. শামুকের গমন অঙ্গ হল—
(A) মাংসল পদ
(B) টিউবফিট
(C) প্যাটাজিয়াম
(D) প্লিওপড

159. প্রকরণ চলন নিম্নলিখিত কোন্ উদ্ভিদে দেখা যায় ?
(A) ফান
(B) কচু
(C) বনৰ্চাড়াল
(D) চুপড়ি আলু

160. মানুষের সুইমিং-এর প্রধান উদ্দেশ্য হল—
(A) পুরাে শরীরকে ভাসিয়ে রাখা
(B) পুরাে শরীরকে ভাসিয়ে এগিয়ে নিয়ে চলা
(C) শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা
(D) মস্তিষ্ক বাদে দেহ বা ধড়কে ভাসিয়ে রাখা

General Science | Biology GK MCQ in Bengali | Set 9

161. নীচের স্তম্ভ দুটির ম্যাচিং করুন—
      A                          B
1. হাঁস (i) পেক্টোরালফিন
2. চিংড়ি (ii) লিপ্তপদ
3. উড়ুক্কু মাছ (iii) ফ্লিপার
4. তিমি (iv) প্লিওপল
(A) 1—ii, 2–iv, 3—iii, 4—i
(B) 1—ii, 2–iv, 3—i, 4—iii
(C) 1—iv, 2–ii, 3—i, 4—iii
(D) 1-iii, 2–iv, 3—i, 4—ii


162. সুইমিং দেহের কোন অংশকে ভাসিয়ে রাখে?
(A) পা
(B) হাত
(C) মস্তিষ্ক
(D) উদর

163. চিংড়ির গমন অঙ্গ হল—
(A) প্লিওপড়
(B) লিপ্তপদ
(C) ক্ষণপদ
(D) পেশি

164. মূত্র বাদামী বর্ণ ধারণ করে নিম্নের কোন পদার্থের জন্য ?
(A) মেসােগ্লোবিন
(B) অ্যামােনিয়া
(C) হিমােগ্লোবিন 
(D) ইউরিয়া

165. পােডডাসাইট কোশ কোথায় থাকে?
(A) গ্লোমেরুলাস
(B) হেনলীর লুপ 
(C) ব্যোওম্যান ক্যাপসুল
(D) পবসবর্ত নালীকার

166. যকৃত নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে?
(A) বিলিরুবিন
(B) লেসিথিন
(C) বিলিভারডিন
(D) সবকটি

167. হিমাচুরিয়া রােগ হয় নিম্নের কোন পদার্থ মূত্রে থাকলে ?
(A) পুঁজ
(B) রক্ত
(C) অ্যাসিটোন
(D) ফ্যাট

168. লাইপুরিয়া রেচনে মূত্রে ফ্যাটের উপস্থিতির কারণ কী?
(A) অ্যালকোহল ও ফসফরাসের বিষক্রিয়া
(B) মূত্রনালীর ক্ষত
(C) রক্তে বিলিরুবিনের আধিক্য
(D) রক্তে কিটোনবড়ির আধিক্য

169. বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কী?
(A) পেলভিস
(B) কর্টেক্স
(C) নেন
(D) গবিনী

170. নীচের স্তম্ভদুটির ম্যাচ করুন
           A                     B
(1) অ্যাসকারিস (i) ইউরেট কোশ
(2) জোক          (ii) রেনেট কোশ
(3) হাইড্রা         (iii) নেফ্রিডিয়া
(4) আরশােলা   (iv) দেহতল
(A) 1-(ii), 2-(i). 3-(iv), 4-(iii)
(B) 1-(ii). 2-(iii), 3-(i), 4-(iv)
(C) 1-(ii), 2–(iii), 3-(iv), 4-(i)
(D) 1–(iii), 2–(ii), 3-(iv), 4—(i)

171. ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
(A) সবুজছি
(B) ফ্রেমকোশ
(C) দেহতল
(D) সংকোচী গহর

172. নীচের স্তম্ভদুটির ম্যাচ করুন—
           A               B
(1) অ্যাট্রোপিন (i) ধুতুরা
(2) মরফিন      (ii) বেলেডােনা
(3) টুরিন          (iii) ইপিকাক
(4) এসিটি         (iv) আড়িং
(A) 1-(ii), 2-(iv), 3-(i), 4-(iii)
(B) 1-(ii), 2–(iv), 3-(iii), 4-(i)
(C) 1-(iv). 2-(ii), 3-(i), 4-(iii)
(D) 1 (iii), 2–(iv), 3-(i), 4-(ii)

173. বাণতেল পাওয়া যায় কোন গাছে?
(A) বট
(B) শাল
(C) রবার
(D) লবঙ্গ

174. সিস্টোলিথ রাসায়নিকভাবে কী ?
(A) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) ক্যালসিয়াম সিলিকেট
(D) ক্যালসিয়াম সালফেট

175. তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
(A) টারটারিক অ্যাসিড
(B) ল্যাকটিক অ্যাসিড
(C) সাইট্রিক অ্যাসিড
(D) ম্যালিক অ্যাসিড

176. নিম্নের কোন্ উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয় ?
(A) রবার
(B) বাবলা
(C) শিরিষ
(D) পাইন

177. এফিড্রিন কোন রােগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ?
(A) রক্তচাপ বৃদ্ধি
(B) হাঁপানি
(C) কৃমিনাশক
(D) রক্তচাপ হ্রাস

178. মাকড়সার রেচন অঙ্গের নাম কী?
(A) সবুজ গ্রন্থি
(B) কাল গ্রন্থি
(C) প্লাজমা পর্দা
(D) বাজেম্যানের অঙ্গ

179. মূত্রে রক্ত বেরলে কোন রোগ হয়?
(A) হিমাচুরিয়া
(B) জন্ডিস
(C) বহুমূত্র
(D) কোনটাই নয়

180. একটি বৃকে কত নেফ্রন থাকে?
(A) এগার লক্ষ
(B) দশ লক্ষ
(C) পাঁচ লক্ষ
(D) কুড়ি লক্ষ

General Science Biology | GK MCQ in Bengali | Set 10

181. বৃক্কে প্রতিমিনিটে কত মূত্র তৈরী হয় ?
(A) 2 ml
(B) 3 ml
(C) 0-5 ml
(D) 1 ml


182. কোন্ চক্র দ্বারা প্রােটিন থেকে ইউরিয়া তৈরী হয়?
(A) ক্রেবস চক্ৰ
(B) অরনিথিন চক্র
(C) E.M.P. পথ
(D) গ্লাইকোলিসিস চক্র

183. মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয়?
(A) গাঢ় সবুজ
(B) গাঢ় খয়েরী
(C) গাঢ় হলুদ
(D) গাঢ় লাল

184. মরফিন এর উৎস-
(A) সিঙ্কোনা
(B) তামাক
(C) আফিং
(D) এফিড্রা

185. নিচের কোন্ উদ্ভিদ থেকে গাঁদ পাওয়া যায়-
(A) বাবলা
(B) ফণিমনসা
(C) বট
(D) পাইন

186. এসিটিন এর উৎস কি?
(A) এপিকাক
(B) এফিড্রা
(C) ক্লাভিসেপস
(D) অ্যাকোনাইট

187. অ্যামিবার রেচন অঙ্গ হল—
(A) সংকোচিগহ্বর
(B) দেহতল
(C) ফ্লেমকোশ
(D) কক্সাল গ্রন্থি

188. নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়করূপে কাজ করে ?
(A) ভিটামিন
(B) স্নায়ু
(C) উৎসেচক
(D) হরমােন

189. কোন হরমােনটি অ্যাড্রিন্যাল গ্রন্থিকে উদ্দীপিত করে?
(A) ACTH
(B) STH
(C)GTH
(D) ACTH

190. অগ্ন্যাশয় একটি-
(A) অন্তঃক্ষরা গ্রন্থি
(B) বহিঃক্ষরা গ্রন্থি
(C) মিশ্র গ্রন্থি
(D) অগ্ন্যাশয়

191. TSH-এর উৎসস্থল হল-
(A) অ্যাড্রিনাল
(B) থাইরয়েড
(C) পিটুইটারি
(D) অগ্ন্যাশয়

192. একটি লােকাল হরমোেন হল-
(A) অক্সিন
(B) কাইনিন
(C) থাইরক্সিন
(D) টেস্টোস্টেরন

193. নিম্নলিখিত কোন হরমােনটি নাইট্রোজেনবিহীন?
(A) অক্সিন
(B) কাইনিন
(C) জিবেরেলিন
(D) IAA

194. অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে—
(A) ACTH
(B) TSHC
(C) GTH.
(D) STH.

195. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে—
(A) ইনসুলিন
(B) থাইরক্সিন
(C) অ্যাড্রিনালিন
(D) STH

196. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে-
(A) কাইনিন
(B) অক্সিন
(C) জিব্বেরেলিন
(D) অ্যাবসাইসিক অ্যাসিড

197. নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে?
(A) থাইরক্সিন
(B) গ্রুকাগণ
(C) ইনসুলিন
(D) অ্যাড্রিনালিন

198. নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমােন ?
(A) অ্যাড্রিনালিন
(B) থাইরক্সিন
(C) কাইনিন
(D) গ্রুকাগণ

199. অক্সিন কী?
(A) উদ্ভিদ হরমােন
(B) প্রাণী হরমােন
(C) উৎসেচক
(D) রেচন পদার্থ

200. নিম্নলিখিত গ্রন্থিগুলির কোনটি পিটুইটারি নিঃসৃত হরমােন ?
(A) থাইরক্সিন
(B) অ্যাড্রিনালিন
(C) ইনসুলিন
(D) STH

Leave a Comment

Scroll to Top