1000+ Indian History GK MCQ in Bengali | PDF Download | ভারতের ইতিহাস MCQ
Indian History | GK MCQ in Bengali | Set 1
1. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ?
(A) শহরের গৃহনির্মাণ পরিকল্পনা
(B) প্রশস্ত পাকা রাস্তা ঘাট
(C) নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী নির্মাণ
(D) বাসনপত্রের ব্যবহার
2. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল?
(A) গবাদি পালন
(B) শিকার
(C) বাণিজ্য
(D) কৃষিকার্য
3. মহেনজোদারাে কথাটির অর্থ কি?
(A) সীমান্তবর্তী নগর
(B) মৃতের স্তুপ
(C) জীবিতের স্বপ্ন
(D) শান্তির দেশ
4. সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন্ যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন?
(A) নব্যপ্রস্তর যুগ (Neolithic age)
(B) মধ্যবর্তী প্রস্তর যুগ (Mesolithic age)
(C) প্রাচীন প্রস্তর যুগ (Paleolithic age)
(D) ওপরের কোনােটিই নয়
5. নীচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?
(A) রূপা
(B) লোহা
(C) তামা
(D) ব্রোঞ্জ
6. সিন্ধুসভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল। তার নিদর্শন কোথায় পাওয়া গেছে?
(A) লােথাল
(B) হরপ্পা
(C) মহেঞ্জোদারো
(D) রােপার
7. সিন্ধুসভ্যতায় নীচের কোন্ জন্তুর কোন উল্লেখ পাওয়া যায় নি?
(A) গােরু
(B) উট
(C) ঘােড়া
(D) হাতি
8. সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেনজোদারাের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন?
(A) রাখালদাস ব্যানার্জী
(B) স্যার জন মার্শাল
(C) দয়ারাম সাহানী
(D) স্যার হুইলার
9. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল?
(A) মহালক্ষ্মী
(B) শিব
(C) কালী
(D) ওপরের কোনােটিই নয়
10. হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ‘ডকে’র (Dock) অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে?
(A) আলমগিরপুর
(B) মহেঞ্জোদারো
(C) হরপ্পা
(D) লােথাল
11. সিন্ধুসভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল?
(A) প্রস্তর
(B) ইঁট
(C) কাঠ
(D) বাঁশ
12. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল?
(A) মেসােপটেমিয়া
(B) শ্রীলঙ্কা
(C) ইজিপ্ট
(D) গ্রিস
13. হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশির ভাগ কী দিয়ে তৈরি হয়েছিল?
(A) প্রস্তর
(B) লােহা ও তামা
(C) তামা ও ব্রোঞ্জ
(D) প্রস্তর ও কাঠ
14. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?
(A) ঋগবেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
15. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
(A) সামবেদ
(B) যজুর্বেদ
(C) অথর্ববেদ
(D) ঋগবেদ
16. বেদের অপর নাম কী ?
(A) উপনিষদ
(B) শ্রুতি
(C) পুরাণ
(D) জাতক
17. কোন্ বেদের স্তোত্রগুলাে যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো?
(A) ঋগ্বেদ
(B) সামবেদ
(C) যজুর্বেদ
(D) অথর্ববেদ
18. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে?
(A) 224
(B) 864
(C) 1028
(D) 1800
19. পৃথিবীর কোন্ অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?
(A) ইউরােপ
(B) দঃপূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
20. নীচের কোন্ অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাত
(B) কাশ্মীর
(C) সিন্ধু
(D) পাঞ্জাব
Indian History | GK MCQ in Bengali | Set 2
21. কোন্ বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে?
(A) ঋগবেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
22. ভারতীয় ইতিহাসের ওপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নীচের কোনটি?
(A) সংস্কৃত ভাষার অগ্রগতি
(B) জাত-প্রথার প্রাধান্য
(C) দর্শনের অগ্রগতি
(D) আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি
23. নীচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস বলা যেতে পারে?
(A) সামবেদ
(B) যজুর্বেদ
(C) অথর্ববেদ
(D) ঋগবেদ
24. জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে?
(A) পার্শ্বনাথ
(B) মহাবীর
(C) তীর্থঙ্কর
(D) ঋষভনাথ
25. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন?
(A) সারনাথ
(B) বােধিগয়া
(C) লুম্বিনী
(D) বৈশালী
26. প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে জৈনধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?
(A) অজাতশত্রু
(B) বিম্বিসার
(C) চন্দ্রগুপ্ত
(D) অশােক
27. আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নীচের কোন ভাষায় লেখা হয়েছিল?
(A) সংস্কৃত
(B) পালি
(C) মগধী
(D) ব্রাহ্মী
28. কার শাসনকালে ভারতে জৈনধর্মের প্রসার ঘটেছিল?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) সমুদ্রগুপ্ত
29. ‘ত্রিপিটক’ কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
(A) হিন্দু
(B) বৌদ্ধ
(C) জৈন
(D) শৈব
30. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল?
(A) পাটলিপুত্র
(B) রাজগৃহ
(C) কনৌজ
(D) সাঁচী
31. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
(A) অজাতশত্রু
(B) অশােক
(C) হর্ষবর্ধন
(D) কনিষ্ক
32. নীচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈনধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে?
(A) ধর্মগ্রন্থ
(B) ঈশ্বরের অস্তিত্ব
(C) ধর্মতত্ত্ব
(D) বস্ত্র পরিধান
33. সম্রাট অশােক কোন্ বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(A) অশ্বঘােষ
(B) উপগুপ্ত
(C) বসুমিত্র
(D) নাগার্জুন
34. নীচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত?
(A) উজ্জয়িনী
(B) গিরনার
(C) আমেদাবাদ
(D) রাজগির
35. ২৪ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন?
(A) মহাবীর
(B) পার্শ্বনাথ
(C) ঋষভ
(D) বসুমিত্র
36. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপােষকতায় বৌদ্ধধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়?
(A) হর্ষবর্ধন
(B) চন্দ্র গুপ্ত
(C) কনিষ্ক
(D) অশােক
37. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন?
(A) বৌদ্ধগয়া
(B) সাঁচী
(C) কুশীনগর
(D) সারনাথ
38. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(A) বৈশালী
(B) রাজগৃহ
(C) সারনাথ
(D) শ্রাবস্তী
39. নীচের কোন সম্রাট বৌদ্ধধর্ম গ্রহণ করেন নি?
(A) সমুদ্র গুপ্ত
(B) হর্ষবর্ধন
(C) কনিষ্ক
(D) অশােক
40. কার রাজত্বকালে বৌদ্ধধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়?
(A) হর্ষবর্ধন
(B) কণিষ্ক
(C) সমুদ্রগুপ্ত
(D) অশােক
Indian History | GK MCQ in Bengali | Set 3
41. নীচের কোনটি হিন্দুধর্মের বৈশিষ্ট্য নয় ?
(A) বেদের প্রতি আনুগত্য
(B) ঈশ্বরে বিশ্বাস
(C) অহিংসা নীতি
(D) প্রার্থনা ও আচারবিধির প্রাধান্য
42. হর্ষবর্ধনের রাজত্বকালে মহামােহক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হত?
(A) নালন্দা
(B) পুরুষপুর
(C) সাঁচী
(D) প্রয়াগ
43. প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খােদিত করেন?
(A) হর্ষবর্ধন
(B) অশােক
(C) কনিষ্ক
(D) সমুদ্রগুপ্ত
44. মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় ?
(A) বৈদিক
(B) প্রাক-আর্য
(C) মৌর্য
(D) কুষাণ
45. বুদ্ধের বাণী নীচের কোনটিকে সমর্থন করে না?
(A) বেদের আচরণ-বিধি
(B) কঠোর তপস্যা
(C) ঈশ্বর-কল্পনা
(D) বর্ণপ্রথা
46. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের?
(A) চিন
(B) মঙ্গোলিয়া
(C) তিব্বত
(D) সুমাত্রা
47. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?
(A) সমুদ্রগুপ্ত
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশােক
(D) হর্ষবর্ধন
48. কোন্ মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন?
(A) খনা
(B) সাবিত্রী
(C) গার্গী
(D) লীলাবতী
49. বৈদিক সমাজের আচরণবিধি নীচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে?
(A) ঋগ্বেদ
(B) পুরাণ
(C) সামবেদ
(D) শ্রুতি
50. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ?
(A) ‘নিক’ ও ‘মনা’
(B) ‘বৃহ’ ও ‘কারা’
(C) ঋক্’ ও ‘তা’
(D) কুরুস’ ও ‘কল্প’
51. কবে প্রথম মহেনজোদারাে আবিষ্কৃত হয়?
(A) 1882 খ্রিস্টাব্দ
(B) 1892 খ্রিস্টাব্দ
(C) 1922 খ্রিস্টাব্দ
(D) 1932 খ্রিস্টাব্দ
52. আর্যরা কোন্ সময়ে ভারতে আসে?
(A) 2000 খ্রিস্টাব্দপূর্ব থেকে 1500 খ্রিস্টাব্দপূর্বর মধ্যে
(B) প্রায় 500 খ্রিস্টাব্দ পূর্ব
(C) 200 খ্রিস্টাব্দ
(D) ওপরের কোনােটিই নয়
53. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
(A) গ্রামণী
(B) প্রমুখ
(C) পাঞ্চাল
(D) বালি
54. “বুদ্ধচরিতের রচয়িতা” কে?
(A) বুদ্ধঘােষ
(B) অশ্বঘােষ
(C) বসুমিত্র
(D) লােপামুদ্রা
55. উপনিষদের মূল বিষয়বস্তু কী?
(A) দর্শন
(B) যােগ
(C) আইন নীতি
(D) ধর্ম
56. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?
(A) বুদ্ধদেব
(B) মহাবীর
(C) শংকরাচার্য
(D) চৈতন্য
57. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তৃত হয়েছিল?
(A) কম্বােডিয়া
(B) থাইল্যান্ড
(C) শ্রীলঙ্কা
(D) চিন
58. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত?
(A) বৌদ্ধ ধর্ম
(B) জৈন ধর্ম
(C) শৈবধর্ম
(D) বৈবধর্ম
59. উত্তর-পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল?
(A) শতদ্রু নদী
(B) পাঞ্জাব
(C) বিতস্তা
(D) হিন্দুকুশ
60. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন?
(A) তক্ষশীলা
(B) কনৌজ
(C) মগধ
(D) উজ্জয়িনী
Indian History | GK MCQ in Bengali | Set 4
61. হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” কার লেখা?
(A) ফা-হিয়েন
(B) হিউয়েন সাঙ
(C) বানভট্ট
(D) অশ্বঘােষ
62. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে?
(A) চক্রবর্তী
(B) ধর্মকীর্তি
(C) শৌর্যাদিত্য
(D) প্রিয়দর্শী
63. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
(A) ধর্মপাল
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) শশাঙ্ক
64. কার রাজসভা “নবরত্ন” এর জন্য বিখ্যাত ছিল ?
(A) হর্ষবর্ধন
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) অশোক
(D) সমুদ্রগুপ্ত
65. “_____” হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) কনিষ্ক
(C) অশােক
(D) হর্ষবর্ধন
66. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই-এর নাম কী ?
(A) কাশ্মীর সমগ্র
(C) রাজচক্রবর্তী
(B) রাজতরঙ্গিনী
(D) হিমাদ্রিপঞ্জী
67. অশােকের রাজত্বকাল কোন শতাব্দীতে?
(A) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী
(B) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী
(C) দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
(D) তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
68. নীচের কোনটি কনিষ্কের রাজধানী?
(A) কনৌজ
(B) উজ্জয়িনী
(C) পাটলিপুত্র
(D) পেশােয়ার
69. নীচের কোন শাসক ‘মহারাজাধিরাজ’ উপাধিতে ভূষিত ছিলেন?
(A) কনিয়।
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশােক
(D) সমুদ্রগুপ্ত
70. কাকে “ভারতের নেপােলিয়ান” আখ্যা দেওয়া হয়েছে?
(A) সমুদ্রগুপ্ত
(B) আশােক
(C) চন্দ্রগুপ্ত
(D) হর্ষবর্ধন
71. সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে?
(A) গিরনার শিলালিপি
(B) হাতিগুম্ফা শিলালিপি
(C) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
(D) সারনাথ শিলালিপি
72. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
(A) গুপ্তযুগ
(B) মৌর্যযুগ
(C) মােগল যুগ
(D) কুষাণ যুগ
73. গুপ্তযুগে কে “উত্তর রামচরিত” নাটক রচনা করেছিলেন?
(A) কালিদাস
(B) বিশাখদত্ত
(C) ভারবি
(D) ভবভূতি
74. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেছিলেন?
(A) শুদ্রক
(B) হরিষেণ
(C) ভবভূতি
(D) বসুন্ধু
75. শকাব্দের প্রবর্তক কে ?
(A) আশােক
(B) রুদ্রমন
(C) কনিষ্ক
(D) বিক্রমাদিত্য
76. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন?
(A) লক্ষ্মণ সেন
(B) ধর্মপাল
(C) ভাস্কর বর্মণ
(D) শশাঙ্ক
77. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
(A) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
(B) অশােক
(C) বিম্বিসার
(D) সমুদ্রগুপ্ত
78. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
(A) চন্দ্র গুপ্ত মৌর্য
(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(C) হর্ষবর্ধন
(D) অশােক
79. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
(A) সেলুকাস
(B) ফা-হিয়েন
(C) মিন্দার
(D) মেগাস্থিনিস
80. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন?
(A) 1001 খ্রিস্টাব্দে
(B) 1018 খ্রিস্টাব্দে
(C) 712 খ্রিস্টাব্দে
(D) 760 খ্রিস্টাব্দে
Indian History | GK MCQ in Bengali | Set 5
81. সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না?
(A) মাদ্রাজ
(B) কাশ্মীর
(C) তক্ষশীলা
(D) কনৌজ
82. সংস্কৃত নাটক “রত্নাবলী” কে লিখেছিলেন?
(A) বানভট্ট
(B) হর্ষবর্ধন
(C) শ্রীহর্য
(D) কালিদাস
83. চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(C) অশােক
(D) হর্ষবর্ধন
84. “কাদম্বরী” কাব্যের রচয়িতা কে?
(A) কালিদাস
(B) বানভট্ট
(C) বিশাখদত্ত
(D) হরিষেণ
85. ভারতের কোন্ যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন?
(A) গুপ্ত যুগ
(B) সুলতান যুগ
(C) মৌর্য যুগ
(D) মােগল যুগ
86. কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ?
(A) গুপ্ত
(B) মােগল
(C) মৌর্য
(D) কুষাণ
87. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন?
(A) সক্রেটিস
(B) হোমার
(C) অ্যারিস্টট্ল
(D) প্লেটো
88. মহাবীর ছিলেন-
(A) প্রথম তীর্থঙ্কর
(B) বিংশতিতম তীর্থঙ্কর
(C) তেইশতম তীর্থঙ্কর
(D) চব্বিশতম তীর্থঙ্কর
89. ‘দি ইন্ডিকা’ কে লিখেছিলেন ?
(A) আলেকজান্ডার
(B) পতঞ্জলি
(C) হিউয়েন সাঙ
(D) মেগাস্থিনিস
90. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়?
(A) বৈদিক যুগে
(B) মৌর্য যুগে
(C) গুপ্ত যুগে
(D) মােগল যুগে
91. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয়?
(A) অশােক
(B) কনিষ্ক
(C) পুষ্যমিত্র সুঙ্গ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
92. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?
(A) দারিয়ুস
(B) আলেকজান্ডার
(C) মহম্মদ বিন কাসিম
(D) সেলুকস নিকেটর
93. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
(A) পাটলিপুত্ৰ
(B) কনৌজ
(C) তক্ষশীলা
(D) পেশােয়ার
94. সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল?
(A) পালি
(B) সংস্কৃত
(C) প্রাকৃত
(D) ব্রাহ্মী
95. যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল?
(A) মধ্য এশিয়া
(B) পশ্চিম এশিয়া
(C) মঙ্গোলিয়া
(D) দক্ষিণ পূঃ এশিয়া
96. “পঞ্চতন্ত্র” কে রচনা করেছিলেন?
(A) পাণিনি
(B) ভারবী
(C) বানভট্ট
(D) বিষ্ণুশর্মা
97. বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত। কোন রচনাটি ?
(A) কুমারসম্ভব
(B) শকুন্তলা
(C) মেঘদূত
(D) রঘুবংশ
98. “বৃহৎ সংহিতা” কার রচনা?
(A) বরাহমিহির
(B) শুদ্ৰক
(C) বানভট্ট
(D) হরিষেণ
99. বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?
(A) চিকিৎসাশাস্ত্র
(B) শারীরবিদ্যা
(C) জ্যোতির্বিদ্যা
(D) সাহিত্য
100. “গীত গােবিন্দ” কে রচনা করেছিলেন ?
(A) সুরদাস
(B) জয়দেব
(C) বিদ্যাপতি
(D) শ্রীচৈতন্য
Indian History | GK MCQ in Bengali | Set 6
101. নাগার্জুন কে ছিলেন?
(A) দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা
(B) একজন বৌদ্ধ দার্শনিক
(C) বৈদিক যুগের একজন ঋষি
(D) জৈনধর্মের এক তীর্থঙ্কর
102. নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন?
(A) চোল
(B) চালুক্য
(C) পল্লব
(D) পাণ্ড্য
103. “শকাব্দ” কবে থেকে শুরু হয়েছিল?
(A) 78 খ্রিস্টাব্দ
(B) 4 খ্রিস্টপূর্ব
(C) 76 খ্রিস্টাব্দ
(D) 76 খ্রিষ্টপূর্ব
104. বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নীচের কোনটির গল্প-কাহিনীর পরিচয় পাওয়া যায়?
(A) পঞ্চতন্ত্র
(B) রামায়ণ
(C) মহাভারত
(D) জাতক
105. মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযােগ্য?
(A) চোল
(B) চালুক্য
(C) সাতবাহন
(D) পল্লব
106. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) অশােক
107. চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী নীচের কোনটি ছিল ?
(A) কাঞ্চিপুরম
(B) কান্দলা
(C) কোট্টায়ম
(D) কনৌজ
108. সম্রাট অশােক কার পুত্র ছিলেন?
(A) চন্দ্রগুপ্ত
(B) অজাতশত্রু
(C) বিন্দুসার
(D) বিম্বিসার
109. চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন শাসককে পরাজিত করেছিলেন?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) হর্ষবর্ধন
(C) ধর্মপাল
(D) সমুদ্রগুপ্ত
110. সম্রাট অশােকের শাসন ব্যবস্থায় “রাজুক” শ্রেণি নীচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন?
(A) ধর্ম সংক্রান্ত বিষয়
(B) সৈন্য পরিচালনা
(C) রাজস্ব আদায়
(D) বিচার ব্যবস্থা
111. নীচের ধর্মসংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন?
(A) কুমারিল ভট্ট
(B) শংকরাচার্য
(C) রামানুজ
(D) মাধবাচার্য
112. পালবংশের প্রতিষ্ঠাতা কে?
(A) ধর্মপাল
(B) মহীপাল
(C) গােপাল
(D) দেবপাল
113. পালযুগে রচিত “রামচরিতে”র রচয়িতা কে?
(A) শ্রীধর ভট্ট
(B) সন্ধ্যাকর নন্দী
(C) বিগ্রহপাল
(D) কৃত্তিবাস
114. কে এগারাে শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন ?
(A) বল্লাল সেন
(B) রামানুজ
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য
115. “দানসাগর” ধর্মগ্রন্থের রচয়িতা কে?
(A) বল্লাল সেন
(B) লক্ষ্মণ সেন
(C) জয়দেব
(D) শ্রীধর ভট্ট
116. ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে?
(A) সেন বংশের শাসনকাল
(B) গুপ্তযুগ
(C) মৌর্যযুগ
(D) পালবংশের শাসনকাল
117. সেনবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?
(A) লক্ষ্মণ সেন
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) সামন্ত সেন
118. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
(A) দেবপাল
(B) ধর্মপাল
(C) গােপাল
(D) মহীপাল
119. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?
(A) পাল বংশ
(B) সেন বংশ
(C) মৌর্য বংশ
(D) শাহী বংশ
120. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?
(A) শশাঙ্ক মহীপাল
(B) দ্বিতীয় মহীপাল
(C) ধর্মপাল
(D) লক্ষ্মণ সেন
Indian History | GK MCQ in Bengali | Set 7
121. বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়?
(A) বল্লাল সেন
(B) শশাঙ্ক
(C) দ্বিতীয় মহীপাল
(D) ধর্মপাল
122. পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন?
(A) শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী
(B) অগ্নিমিত্র ও বসুমিত্র
(C) ধীমান ও বীতপাল
(D) বিগ্রহ পাল ও নারায়ণ পাল
123. বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) আলাউদ্দীন বাহমনী শাহ
(B) ফিরােজ শাহ
(C) জয়পাল
(D) ব্রহ্মগুপ্ত
124. কোন কোন ঐতিহাসিক কাকে “দাক্ষিণাত্যের আকবর” আখ্যা দিয়ে থাকেন?
(A) ফিরােজ শাহ
(B) আলাউদ্দীন খলজী
(C) দ্বিতীয় পুলকেশি
(D) টিপু সুলতান
125. নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন?
(A) আহম্মদ শাহ আবদালি
(B) ইলতুতমিস
(C) হুমায়ুন
(D) শেরশাহ
126. ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “বৈপরীত্যের মিশ্রণ” বলে আখ্যা দিয়েছেন?
(A) ইব্রাহিম লােদি
(B) মােহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দীন খলজী
(D) গিয়াসুদ্দিন বলবন
127. পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি?
(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকুট
(D) পাণ্ড্য
128. কোন সুলতান নিজেকে “নইবই-খুদাই” বা “ঈশ্বরের প্রতিনিধি” বলে আখ্যা দিয়েছিলেন?
(A) আলাউদ্দীন খলজী
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) গিয়াসুদ্দিন তুঘলক
129. কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারলাভ করেছিল?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) ইলতুতমিস
(C) মােহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দীন খলজী
130. রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নােট দিল্লির কোন সুলতান চালু করেন?
(A) মােহম্মদ বিন তুঘলক
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) ইলতুতমিস
(D) বলবন
131. ইতিহাসের সময় অনুসারে ভারতে নীচের রাজবংশগুলির আবির্ভাবের সঠিক সময়ক্রম কোনটি ?
(A) দাস, খলজী, তুঘলক, লােদি
(B) খলজী, তুঘলক, দাস, লােদি
(C) লােদি, দাস, খলজী, তুঘলক
(D) তুঘলক, লােদি, দাস, খলজী
132. “দুরাণী” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) ইব্রাহিম লােদি
(B) আহমদ শাহ আবদালি
(C) মুরশিদকুলি খাঁ
(D) সেলিম দুরাণী
133. ইলতুতমিসের পর দাসবংশের সিংহাসনে কে বসেন?
(A) রুকনুদ্দিন ফিরােজ
(B) নাসিরুদ্দিন
(C) কুতুবউদ্দিন
(D) মােহম্মদ ঘােরী
134. নীচের কোন সুলতানকে তৎকালীন লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন : “লাখ বখ্শ” বা “Giver of Lakhs”?
(A) কুতুবউদ্দীন
(B) বলবন
(C) ইলতুতমিস
(D) নাসিরুদ্দিন
135. শশাঙ্কের রাজধানীর নাম কী?
(A) সুবর্ণগিরি
(B) কনৌজ
(C) কর্ণসুবর্ণ
(D) গৌড়
136. চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন?
(A) জালালউদ্দিন খলজী
(B) ইব্রাহিম লােদি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) গিয়াসুদ্দিন বলবন
137. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে?
(A) ইব্রাহিম লােদি
(B) শেরশাহ সুরি
(C) বহলােল লােদি
(D) সিকান্দার লােদি
138. বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নীচের কোন নামটি বিশেষ স্মরণীয়?
(A) তুলসীদাস
(B) শ্রীচৈতন্য
(C) কবির
(D) বিবেকানন্দ
139. নীচের কে একজন অন্ধ কবি, কৃষ্ণ-পূজারি এবং কৃষ্ণ মাহাত্ম্য বিশেষভাবে প্রচার করেছিলেন?
(A) সুরদাস
(B) কবির
(C) রামানন্দ
(D) জয়দেব
140. শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ “চৈতন্য চরিতামৃত” গ্রন্থের গ্রন্থকার কে?
(A) কৃত্তিবাস
(B) ভানুসিংহ
(C) কৃষ্ণদাস কবিরাজ
(D) তুলসীদাস
Indian History | GK MCQ in Bengali | Set 8
141. কবির কার শিষ্য ছিলেন ?
(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শঙ্করাচার্য
(D) মাধবাচার্য
142. “কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়ােজন নেই—এই বাণীটি কার?
(A) শ্রীচৈতন্য
(B) রামানন্দ
(C) কবির
(D) রামানুজ
143. নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন?
(A) কলকাতা
(B) কটক
(C) বিষ্ণুপুর
(D) বালাসোর
144. কে বলেছিলেন “রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম”?
(A) রামানন্দ
(B) শ্রীচৈতন্য
(C) শ্রীরামকৃষ্ণ
(D) কবির
145. কাঞ্চি নীচের কোন্ রাজ্যের রাজধানী ছিল?
(A) রাষ্ট্রকূট
(B) পল্লব
(C) চোল
(D) চালুক্য
146. সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) পুষ্যমিত্র
(B) অজাতশত্রু
(C) অগ্নিমিত্র
(D) বিম্বিসার
147. কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল ?
(A) প্রথম রাজেন্দ্র চোল
(B) দ্বিতীয় রাজেন্দ্র চোল
(C) রাজারাজা
(D) প্রথম পুলকেশি
148. নীচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত?
(A) কলিঙ্গ
(B) কোঙ্কন অঞ্চল
(C) অন্ধ্র অঞ্চল
(D) মধ্যপ্রদেশ
149. নীচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল?
(A) চোল
(B) পল্লব
(C) পুষ্যভূতি
(D) রাষ্ট্রকূট
150. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(A) নরসিংহ বর্মন
(B) রাজেন্দ্ৰ চোল
(C) হরিহর ও বুককা
(D) বিজয় সেন
151. মাদুরাই কাদের রাজধানী ছিল?
(A) চোল
(B) পল্লব
(C) রাষ্ট্রকূট
(D) পান্ড্য
152. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?
(A) হাম্পি
(B) বিজাপুর
(C) থাঞ্জাভুর
(D) কাঞ্চি
153. পালবংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান?
(A) ধর্মপাল
(B) গোপাল
(C) মহীপাল
(D) দেবপাল
154. 1420 খ্রিস্টাব্দে এক বিদেশী পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি?
(A) ফা-হিয়েন
(B) নিকোলাে কোন্টি
(C) ভাস্কো-ডা-গামা
(D) মার্কোপােলাে
155. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
(A) 1526 খ্রিস্টাব্দে
(B) 1556 খ্রিস্টাব্দে
(C) 1191 খ্রিস্টাব্দে
(D) 1192 খ্রিস্টাব্দে
156. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন?
(A) ইলতুতমিস
(B) বলবন
(C) মােহম্মদ ঘােরী
(D) ইব্রাহিম লােদি
157. দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?
(A) ইলতুতমিস
(B) কুতুবউদ্দিন
(C) বলবন
(D) ফিরােজ শাহ
158. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ?
(A) 712 খ্রিস্টাব্দে
(B) 1206 খ্রিস্টাব্দে
(C) 1001 খ্রিস্টাব্দে
(D) 1565 খ্রিস্টাব্দে
159. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন?
(A) মােহম্মদ গজনী
(B) মােহম্মদ ঘােরী
(C) চেঙ্গিস খাঁ
(D) বাবর
160. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ?
(A) সুরি
(B) খিলজী
(C) তুঘলক
(D) লােদী
Indian History | GK MCQ in Bengali | Set 9
161. নীচের কোন্ শহরটি লােদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল?
(A) লুধিয়ানা
(B) আজমীর
(C) লখনউ
(D) ভূপাল
162. নীচের কোন রাজবংশ হায়দরাবাদে ‘চারমিনার’ নির্মাণ করেছিলেন?
(A) কুতুবশাহী
(B) আদিল শাহী
(C) পল্লব
(D) চোল
163. মােহম্মদ বিন তুঘলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। দেবগিরির বর্তমান নাম কী ?
(A) গিরনার
(B) দৌলতাবাদ
(C) ঔরঙ্গাবাদ
(D) রাজগীর
164. নীচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর?
(A) অশােক
(B) কনিষ্ক
(C) ইব্রাহিম লােদি
(D) কুতুবউদ্দীন
165. হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ?
(A) কনিষ্ক
(B) সমুদ্রগুপ্ত
(C) মহেন্দ্রবর্মণ
(D) প্রথম চন্দ্রগুপ্ত
166. মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন?
(A) অযােধ্যা
(B) বিদিশা
(C) পাটলিপুত্র
(D) বারাণসী
167. কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধগ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন?
(A) হিউয়েন সাঙ
(B) ফা-হিয়েন
(C) দোসাে
(D) চিং
168. মােহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গােড়াপত্তন করেছিলেন তার নাম কী ?
(A) শাজাহানাবাদ
(B) ফরিদাবাদ
(C) ইন্দ্রপ্রস্থ
(D) জানপনাহ
169. কোন্ মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস (Snndrocottos) নামে জানা গেছে?
(A) চাণক্য
(B) বিন্দুসার
(C) অশােক
(D) চন্দ্রগুপ্ত
170. কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন ?
(A) কুতুবউদ্দীন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসুদ্দীন বলবন
(D) সুলতানা রিজিয়া
171. দিল্লির কোন সুলতানবংশ মােগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ?
(A) লােদী
(B) তুঘলক
(C) দাস
(D) খলজি
172. কোন বিদেশী মুসলিম ভারতে 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন?
(A) গজনীর মামুদ
(B) তৈমুর লঙ
(C) চেঙ্গিজ খান
(D) নাদির শাহ
173. পৃথ্বীরাজ আর মােহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ?
(A) তালিকোটা
(B) তরাইন
(C) বক্সার
(D) পানিপথ
174. 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিল?
(A) তৈমুর লঙ
(B) নাদির শা
(C) সুলতান মামুদ
(D) চেঙ্গিস খা
175. চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন ?
(A) পাটলিপুত্র
(B) শ্রাবণ বেলাগােলা
(C) বারাণসী
(D) রাজগৃহ
176. নীচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) চাণক্য
(D) আর্যভট্ট
177. মৌর্যবংশের কোন শাসক “অমিত্রঘাত” নামেও পরিচিত ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত
(B) অশােক
(C) সমুদ্র গুপ্ত
(D) বিন্দুসার
178. দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে?
(A) ইব্রাহিম লােদি
(B) সিকান্দর লােদি
(C) বহলােল লােদি
(D) খিজির খাঁ
179. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন?
(A) পুরু
(B) অম্ভি
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) কনিষ্ক
180. লােদি বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) ইব্রাহিম লােদি
(B) খিজির খাঁ
(C) কুতুবউদ্দিন
(D) বহলোল লােদি
Indian History | GK MCQ in Bengali | Set 10
181. সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) মহারাজ রঞ্জিত সিংহ
(B) গুরু নানক
(C) গুরু গােবিন্দ সিংহ
(D) গুরু তেগবাহাদুর
182. আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মােগল সম্রাটের মৃত্যু হয়েছিল?
(A) আকবর
(B) হুমায়ুন
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব
183. কোন্ দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?
(A) মঙ্গোলিয়া
(B) পারস্য
(C) তুরস্ক
(D) আফগানিস্তান
184. নীচের কোন মােগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন?
(A) শাহজাহান
(B) আকবর
(C) বাবর
(D) জাহাঙ্গীর
185. মােগল সম্রাটদের মধ্যে কার মনােভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল?
(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) হুমায়ুন
(D) ঔরঙ্গজেব
186. কোন মােগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
(A) আকবর
(B) শাহজাহান
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব
187. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মােগল সম্রাট জমি বন্টন করেছিলেন?
(A) হুমায়ুন
(B) শাহজাহান
(C) আকবর
(D) জাহাঙ্গীর
188. কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?
(A) শেরশাহ
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) শাহজাহান
189. মােগল যুগে গ্রামগুলির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?
(A) পাটোয়ারি
(B) কানুনগাে
(C) মুকাদ্দম
(D) করকুন
190. নীচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নি?
(A) রাঠোর
(B) প্রতিহার
(C) শিশােদয়
(D) পারমার
191. নীচের কোন সম্রাটকে “জিন্দা পীর” আখ্যা দেওয়া হয়েছে ?
(A) ঔরঙ্গজেব
(B) হুমায়ুন
(C) শেরশাহ
(D) আলাউদ্দীন খলজী
192. নীচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মােগলযুগে কোনটি ছিল-
(A) সুরাট
(B) হুগলি
(C) চট্টগ্রাম
(D) বালাসোর
193. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) ঔরঙ্গজেব
(D) শাহজাহান
194. মহারাজ রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল?
(A) পাতিয়ালা
(B) লুধিয়ানা
C) লাহাের
(D) অমৃতসর
195. মােগল যুগে সৈন্য নিয়ােগের দায়িত্ব কার ছিল?
(A) বখশি
(B) দিওয়ান
(C) ওয়াজির
(D) কোতােয়াল
196. পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন। কোন্ অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন ?
(A) কাশ্মীর
(B) সিন্ধু
(C) পাঞ্জাব
(D) রাজস্থান
197. মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(A) আকবর
(B) বাবর
(C) ঔরঙ্গজেব
(D) হুমায়ূন
198. দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন?
(A) হিমু
(B) আবুল ফজল
(C) ফৈজি
(D) বৈরাম খাঁ
199. মােগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হত?
(A) উর্দু
(B) ফার্সি
(C) আরবী
(D) হিন্দী
200. নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মােগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন। কোন দুই সম্রাট?
(A) জাহাঙ্গীর ও শাহজাহান
(B) বাবর ও জাহাঙ্গীর
(C) হুমায়ুন ও আকবর
(D) শাহজাহান ও ঔরঙ্গজেব
Indian History | GK MCQ in Bengali | Set 11
201. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
(A) বাবর
(B) আকবর
(C) হুমায়ূন
(D) শাহজাহান
202. শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান। নির্ধারণের নথিপত্রকে কী বলা হত?
(A) জরিমানা
(B) কবুলিয়ৎ
(C) মুচলেকা
(D) পাট্টা
203. আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(A) মান সিংহ
(B) টোডরমল
(C) বৈরাম খাঁ
(D) বীরবল
204. 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন?
(A) পৃথ্বিরাজ চৌহান
(B) আলাউদ্দীন খলজী
(C) ইব্রাহিম লােদি
(D) রাণা প্রতাপ
205. কোন সম্রাট একদিকে মােগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন?
(A) আকবর
(B) হুমায়ুন
(C) ঔরঙ্গজেব
(D) জাহাঙ্গীর
206. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোসলে, মায়ের নাম জীজাবাঈ ?
(A) শিবাজি
(B) বালাজী বাজীরাও
(C) হােলকার
(D) হায়দার আলি
207. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?
(A) গুরু গােবিন্দ সিং
(B) গুরু তেগবাহাদুর
(C) গুরু অর্জুন দেব
(D) গুরু রামদাস
208. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে?
(A) গুরু গােবিন্দ
(B) গুরু গােবিন্দ সিং
(C) গুরু নানক
(D) গুরু তেগ বাহাদুর
209. কে শেষ মােগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন?
(A) ঔরঙ্গজেব
(B) দ্বিতীয় শাহ আলম
(C) মােহম্মদ শাহ
(D) বাহাদুর শা জাফর
210. নীচের মােগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না ?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর
211. মােগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন ?
(A) হায়দরাবাদ
(B) আন্দামান
(C) মান্দালয়
(D) রেঙ্গুন
212. প্রথম কোন মােগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ‘ফরমান’ মঞ্জুর করেন ?
(A) আকবর
(B) শাহজাহান
(C) ঔরঙ্গজেব
(D) জাহাঙ্গীর
213. ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?
(A) বাবর
(B) ইব্রাহিম লােদি
(C) আকবর
(D) আলাউদ্দিন খলজী
214. কোন মােগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর
215. মূল্যবান ঐতিহাসিক দলিল “আকবর-ই-নামা” কার লেখা ?
(A) আবুল ফজল
(B) টোডরমল
(C) হুমায়ুন
(D) আকবর
216. কোন সম্রাট “জিজিয়া” করের অবলুপ্তি ঘটান ?
(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) মােহম্মদ বিন তুঘলক
(D) শেরশাহ
217. কোন মােগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ?
(A) ঔরঙ্গজেব
(B) শাহজাহান
(C) জাহাঙ্গীর
(D) হুমায়ুন
218. পারস্যের শাহ এবং মােগলদের মধ্যে নীচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ বর্তমান ছিল?
(A) কাবুল
(B) গজনী
(C) কান্দাহার
(D) পাতিয়ালা
219. শেরশাহের আসল নাম কি?
(A) ফরিদ
(B) ফৈজী
(C) হিমু
(D) আলম
220. ভাস্কো-ডা-গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
(A) 1492
(B) 1498
(C) 1392
(D) 1526